১২:১০:০০ PM
0
মনের ক্যামেরা দিয়ে তুলেছি যার ছবি
সেকি, মনে হারাবার কথা।
মনের অজান্তে লিখেছি যার নাম
সেতো, হৃদয় দিয়ে লেখা।
শত বেদনার মাঝে ভুলবার চষ্টা করি
ভুলতে পারিনা তোমার নাম,
হৃদয় দিয়ে লিখেছি বার বার
এটাই কি তার পরিণাম ?
ব্যর্থ হৃদয়ে দাউ দাউ করে জ্বলে
সেই মায়াবী নামটি স্মরণে।
তোমাকে আমি ভুল যাবার চেষ্টা করি
এতটুকুও ভুলতে পারিনা।
তুমি যে আবার আসবে কাছে ওগো
সেটাওতো আশা করি না।
মনের ডায়রিতে লিখেছি তোমার নাম
স্মরণ রাখবো বলে তোমাকে।
তোমার জন্য সব কিছু হারালাম
তবুও কি ভুলে যাবে আমাকে ?
অভিমানী
============================
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন
ronymampi26@gmail.com