১০:৪৯:০০ PM
0
আমার সুখ তোমার পছন্দ নয় তাই নতুন সুখের আশায়, ছেড়ে যেতে চাও আমায় -- তাই তো !!!! যাও , ছেড়ে দিলাম তোমায় - থাকো সুখে , নতুন ভালোবাসায় ---। আমি ও আর ধরে রাখবো না তোমায় বলবো না - কষ্টে আছি তুমি হীনা - বলবো না - আগাম রাত গুলো কাটবে , নিদ্রাহীন তুমি ছাড়া - বলবো না - সত্যি বলবো না আমি -- তুমি হীনা এ দু চোখ আর , স্বপ্ন কারোরদেখবে না ------। তুমি হীনা নতুন সুখে , আমি আর নিজেকে ভাসাবো না --- যাও , ছেড়ে দিলাম তোমায় থাকো সুখে , নতুন ভালোবাসায় -------।.
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন
ronymampi26@gmail.com