কিছু কিছু মানুষ বেচে আছে আবেগ গুলো নিয়েই ভালোবাসা ক্ষণিকের জন্য নয়

0


আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস 
আমায় নিয়ে কখনো করোনা উপহাস 
আমার জীবন টা হলো একটা দুঃখের ইতিহাস 
এটাই আমার ভাগ্যের নির্মম পরিহাস 
পৃথিবীটা আবেগে না চললেও 
আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মুল্য অনেক
কিছু কিছু মানুষ বেচে আছে আবেগ গুলো নিয়েই
ভালোবাসা ক্ষণিকের জন্য নয়
ভালোবাসা তো অনন্ত কালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের  
তুমি একদিন আমার মতো কষ্ট পাবে
তুমিও একদিন আমার মতো করে চোখের জল ফেলবে 
আর তুমিও একদিন আমার কথা ভাববে কখন জানো 
যেদিন তুমি আমাকে আমার মতো সত্যি কারে ভালোবাসতে শুরু করবে 
যদি জানতাম 
যদি জানতাম জীবনের সব চাওয়া পুরন হয় না 
তাহলে কখনো তোমায় চাইতাম না কারণ 
আজ তোমাকে পাওয়ার চেষ্টায় আমি নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি
আজ পৃথিবীর কোনো এক পাষানি মানুষের জন্য মনটা খুবই কাঁদছে 
আপন মানুষ কে কিভাবে ভোলা যায় তা যদি জানতাম 
সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকে যখন আপন মানুষটি মিথ্যা কথা বলতে শুরু করে 
জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি
চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি 
তবুও পেলাম না সুখের দেখা
তোমার শহরের কোথাও নেই আমি অথচ আমার পুরো শহরটাই তুমি ।
তুমিই আমার ব্যাস্ততা। তুমিই আমার অবসর
গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার জন্য 
আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য 
বাহ রে দুনিয়া বাহ রে ভালোবাসা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top