নিঃসঙ্গতাকে সাথী করে চলতে চলতে একদিন অপ্রত্যাশিত ভাবেই তোমার সাথে পরিচয়। অনেকটাই অজানা, অচেনা তবু যেন কত পরিচিত। ভাবলাম এই বুঝি আমার ঠিকানা, এখানেই শেষ পথচলা। এখন শুধু ভালবাসার ছায়ায় বিশ্রাম, অবিরাম বিশ্রাম।
কিন্তু সব ভাবনা কি সত্যি হয়??
একদিন কাছে এসেও কাছের মানুষ হারিয়ে যায়। আবার এই আমি সেই আমি হয়ে যাই। অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
যে যায় সেকি ফিরে আসে???
ফিরে এসো আবার
আমার কাছে না, তবে তোমার দেশে।
#কিছু কিছু সিরিয়াস সময়ে সিরিয়াস ভাব নিয়ে থাকতে হয়। আমিও সিরিয়াস ভাব নিয়ে সিরিয়াস কিছু ঘটার অপেক্ষা করছিলাম। সিরিয়াস ভাবটা ঠিক মতো নেওয়া হচ্ছিল না।
উলটা, যার সাথে ভাব নিবো এই সুযোগে সে ভাবের ডগাতে বসবাস শুরু দিল । frown emoticon
বিষয়টা দুঃখজনক !!
ronymampi26@gmail.com