হয়ত তোমাকে একটু
বেশি ভালবাসতাম,
তোমাকে হারানোর ভয় টা একটু
বেশি ছিল,
তোমাকে নিয়ে স্বপ্নটা একটু
বেশি ছিলো ,
কিন্ত কোন স্বার্থ
নিয়ে তোমাকে ভালবাসিনি,
স্বার্থ ছিল একটাই
তোমাকে আপন
করে নেওয়া,
কখনো জানতাম
না কাউকে বেশি চাওয়া টা ভুল,
মাঝে মাঝে ভাবি কিসের এত
নির্ঘুম রাত কার জন্য আর্তনাদ,
কার আশায় পথ চেয়ে থাকা ?
কার
জন্য এত অপেক্ষা ?
কার জন্য চোখের জলের বন্যা ?
যার
জন্য এত কষ্ট
সে তো সুখে আছে , তার সুখ
তো আমি চেয়েছিলাম ....
ronymampi26@gmail.com