না চাইতেই যে অনেক কিছু দিয়েছিলো ,
তার কাছে সামান্য কিছু চেয়ে যে রিক্তহাতে
ফিরতে হবে এ যে আমার কল্পনাই ছিলনা।
কোন স্বপ্ন পূর্ণতা না পেয়ে ভেঙ্গে গেলে
সে যে কি অসহ্য যন্তণা ।কোন বন্ধুর বারণ গ্রাহ্য
করিনি । বারবার নিষেধ সত্তে আমি ভালবাসা
নামক এক কষ্টের নদী সাতরে পার হতে চেয়ে ছিলাম।
তখনো একটি বারের জন্য ভাবিনি য়ার হাত
ধরে পথ চলতে চেয়েছি সে যে মাঝ পথে যেয়ে
হাত ছেড়ে দেবে ।তাহলে সে কি আলেয়াই ছিল
কিংবা আমার বুঝার ভুল? জানিনা আমি জানতে
চাইনা কেন তুমি এসেছিলে আর কেনইবা চলে যেতে
চাও দুরে?শুধু জানি কষ্টের মাঝে তোমায় মনে করার
নামই ভালোবাসা শত লাছনা গন্জনা সহ্য করে ও তোমায়
ভালবাসাই প্রেম । আচ্ছা তুমিই বলো যার কথা মনে পড়লে
আমি সমস্ত পৃথিবীকে ভুলে যাই।যার ছোয়া আমি সারাক্ষণ
অনুভব করি ,যে আমার পাশে ছায়ার মতন থাকে ।যার
ভালবাসা আমাকে স্বর্গের সুখ এনে দেয় ।যার দেোয়া বেদনা
আমার মধুর লাগে, যার লুকোচুরি আমার জীবন!
তাকে কি ভুলে থাকা য়ায???????????
ronymampi26@gmail.com