- ।।।সেই আগের মতো হয়ে.??
১:৫৭:০০ PM
0
জীবন থেকে সুখের সব মুহুর্ত গুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হয়তবা কোনো এক দিনে আমিও হারিয়ে যাব ঐসব সুখের মুহুর্তগুলোর মতো । আর দিয়ে যাব কারো কাছে সুখ আবার কারো কাছে দুঃখ,কষ্ট আর বেদনা । এর নামই জীবন । কেন জানি না এ পৃথিবীতে কাছের মানুষ গুলো পরিবর্তন হয়ে দূরে চলে যাচ্ছে, নাকি আমিই সবার কাছে থেকে দূরে সরে যাচ্ছি ?এই পৃথিবীটি আসলেই খুব নিষ্ঠুর আর স্বার্থপর । আপন ভেবে যাকে কাছে রাখতে চাই, পর ভেবে সেই-ই দূরে চলে যায়।..😭😭 তুমি তো বলে ছিলে, তুমি শুধু আমার…আমাকে কোথাও হারাতে দেবেনা… প্রতিটা মুহুর্ত একই ভাবে ভালোবাসায় জড়িয়ে রাখবে… তাহলে আজ এতো দুরে সরে আছো কেনো…?কেন এতো অবহেলা ? ফিরে .এসো… ফিরে এসো…তুমি অভিমানী ।
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন
ronymampi26@gmail.com