বন্ধুত্ব মানে একটি অন্তর আরেকটি অন্তরে বাসা বাঁধা
বন্ধুত্ব মানে না বলা কথাগুলো বন্ধুকে না বলা পর্যন্ত ঘুমোতে না পারা
বন্ধুত্ব মানে সকল বাঁধা ভেঙ্গে দেওয়া
বন্ধুত্ব মানে তুই তুই করে কথা বলা
বন্ধুত্ব হলো তোর মাঝে আমি আমার মাঝে তুই
বন্ধুত্ব হলো ডাকার আগেই হাজির হওয়া
দুঃখ গুলো থাক না পরে
সুখ গুলো সব তোমার তরে
বন্ধু তুমি থাকলে পাশে
মনের কথা বলব হেসে
বন্ধু তুমি পেলে কষ্ট
আমার মনেও লাগে কষ্ট
ভুলে যদি যাওগো মোরে
ভুলব তোমায় মরার পরে
বন্ধু শুধু তোমার জন্য
আমার জীবন টা হল ধন্য.
ronymampi26@gmail.com