#নিঃসঙ্গতাকে সাথী করে চলতে চলতে একদিন অপ্রত্যাশিত ভাবেই তোমার সাথে পরিচয়। অনেকটাই অজানা, অচেনা তবু যেন কত পরিচিত। ভাবলাম এই বুঝি আমার ঠিকানা, এখানেই শেষ পথচলা। এখন শুধু ভালবাসার ছায়ায় বিশ্রাম, অবিরাম বিশ্রাম।
কিন্তু সব ভাবনা কি সত্যি হয়??
একদিন কাছে এসেও কাছের মানুষ হারিয়ে যায়। আবার এই আমি সেই আমি হয়ে যাই। অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
যে যায় সেকি ফিরে আসে???
#কিছু কিছু সিরিয়াস সময়ে সিরিয়াস ভাব নিয়ে থাকতে হয়। আমিও সিরিয়াস ভাব নিয়ে সিরিয়াস কিছু ঘটার অপেক্ষা করছিলাম। সিরিয়াস ভাবটা ঠিক মতো নেওয়া হচ্ছিল না।
উলটা, যার সাথে ভাব নিবো এই সুযোগে সে ভাবের ডগাতে বসবাস শুরু দিল । frown emoticon
বিষয়টা দুঃখজনক !!
#মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়।
তাই বলে সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়।।
কষ্ট খুব কষ্ট এই কষ্ট গুলোর কথা হয়তো মন খুলে জীবনে আর কাউকে বলতে পারবো না কারো কাছে সেই সময় টি বা কোথায় যে এই পাগলের কথা গুলো শুনবে
পৃথিবীতে হয়তো খুব অল্প মানুষই আছে যে এমন কষ্টের বোঝা মুখ বুজে একা সুন্দর হাসি খুশি মুখে বুকে নিয়ে বয়ে বেড়াতে জানে সত্যি আমরা এমন মানুষরা খুব অভিনয় করতে ভালো পারি
কষ্ট দুঃখ কে চেপে রেখে হাসিখুশি থাকাটা একটা বরো অভিনয় এর থেকে কি কিছু কম। ??
জীবনের এই নিষ্ঠুর যন্ত্রণাদায়ক এমন কষ্ট গুলো আছে থাকবে সহ্য করছি করতে হবে
বেঁচে আছি সেটিই বা কম কিসের😢
📥Download📥
Android Apps Download শপিং করুন প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সব কিছু এখানে পাবেন
📥Download📲 ডাউনলোড📥
বেঁচে থাকাটা তার কাছে সবচেয়ে বড় অভিশাপ।
অবহেলা যার প্রতিমুহূর্তের সাথী,
দুঃখের সাথে খেলা করাটা তার নিত্য চড়ুইভাতি।
সুখ পাখির আশায় যে রঙিন স্বপ্নে বিভোর,
দুঃখ আলিঙ্গনে শুরু হয় তার প্রতিটি ভোর।
পরাজয়ের গ্লানি যার ঝরে প্রতি শ্বাসে,
বেঁচে থাকার শেষ আশা টুকুও তাকে তাচ্ছিল্য করে হাসে।
লুকানো অশ্রুই যার প্রিয় সখা; কষ্ট ছাড়েনা পিছু!
জীবনের কাছে পাওয়া দূরে থাক;
হারিয়ে গেছে অনেক আগেই যার সব
তার হারাবারও নেই আর কিছু।।
*রনি*
ronymampi26@gmail.com