আই লাভ ইউ মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা

0
💌মাকে নিয়ে লেখা কবিতা 💌
            ✔রনি সরকার✔


মাকে নিয়ে লিখবো আজ
বাদ দিলাম সব কাজ ।
মাকে বড়ো পড়ছে মনে
দীর্ঘশ্বাস উঠছে প্রাণে ।
দিনগুলো সেই
কেন যে নেই ।
হু হু করে উঠে বুকের ভিতর
যন্ত্রণায় সর্বাঙ্গ হয় নিথর ।
মাগো তোমা হতে আজ বহুদূর
তুমি ছাড়া পার হয় দিন রাত্রি ভোর ।
মাগো মা........
তোমার মতো করে কেউ করে না আদর
কেউতো বিছায়না তোমার মত মমতার চাদর |
মমতার দিনগুলো আজ শুধু চোখে ভাসে
সেই দিনগুলি যখন ছিলে তুমি পাশে ।
অভিমান করে না খেয়ে কোনদিন পারিনি ঘুমাতে
আদর দিয়ে মমতা দিয়ে তুমি আমায় খাওয়াতে ।
আর এখন......
অভিমান করেও যদি করে থাকি উপোষ
কেউ তো নেয় না খবর কারোরই থাকে না হুশ ।
তোমার কথা মনে হলে চোখে ঝরে পানি
বার বার স্মরণ করি মমতায় ভরা তোমার মুখখানি ।
জানি গো মা তোমার মতো কেউ হবে না আপন
এভাবেই আমায় করতে হবে দিন রাত্রি যাপন ।
মাগো মা.........
তোমার উদারতার কথা বলে পারবো করতে শেষ 
কোনদিন যেন কেটে না যায় তোমার মমতার রেশ

আমার মায়ের মত মা 
ত্রি ভুবনে নাই 
শয়নে স্বপনে তাই তো 
মাকে দেখতে পাই। 
মা যে রে ভাই কত আপন 
তারাই কেবল বোঝে 
এই দুনিয়ায় যাদের মা 
নাই রে আজি বেঁচে। 
মা কথাটি মুখে নিতে 
লাগে যে মধুর 
মায়ের মুখের কথা সে যে 
আরও সুমধুর। 
মাকে আমি ভালোবাসি 
মা যে চোখের মনি 
এই জগতে মাকে আমি 
সব চেয়ে আপন জানি।

মা গুরু, মা স্নেহময়ী 
মা মহীয়সী অতি । 
মায়ের কোলে জন্ম মোদের 
মা ছাড়া নেই গতি । 
মা বলতে বুক ভরে যায় 
মা পুণ্যময়ী অতি । 
মায়ের আদরে বড় হই মোরা 
ভুলি না তার স্মৃতি। 
মায়ের যত আছে সহ্যগুণ 
তার নেই কোন তুলনা । 
মায়ের মনে কষ্ট নাহি রয় 
যত দেই তারে বেদনা। 
মাগো তুমি যে দিন যাবে চলে 
মা ডাকবো কাকে আর। 
তোমার স্নিগ্ধ স্নেহের পরশে 
বুক জুড়বে কে আমার।



Online Shopping Store 
Sweta Fashion 
এখনই কেনাকাটা করতে 
এখানে ক্লিক করুন 
👇👇👇👇👇👇👇






👆👆👆👆👆👆

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top