আমার এ দুই চোখে সপ্ন ছিলো মাইয়া তোরে নিয়া
ভালোবেসে রাখবো তোরে অন্তরে লুকিয়া
তোরই আশায় কাটাই প্রহর কাটাই আমি দিন
তোর কারনে জীবন আমার হইলো রে মলিন
মাইয়া দে ফিরাইয়া দে আমার নষ্ট করা সময় গুলা দে ফিরাইয়া দে
আমার সপ্নের আকাশ তারায় ভরা করতো ঝিলি মিলি
বৃষ্টি হয়ে তুই যে মাইয়া এই জীবনে এলি
ভেঙে গেলো সপ্ন আমার ভেঙে গেলো আশা
কেনো শিখালি মাইয়া রে তুই মিথ্যা ভালোবাসা
দে ফিরাইয়া দে মাইয়া আমার নষ্ট করা সময় গুলা দে ফিরাইয়া দে
আমার মন পিঞ্জরায় যতন কইরা পুষলাম মাইয়া তোরে
কিসের এতো অভাব ছিলো চলে গেলি দুরে
পৃথিবীতে ভালোবাসার নেইরে কোনো দাম
তোরে ভালোবাইসা মাইয়া পাইছি তার প্রমাণ
😢😢😢😢😢
ronymampi26@gmail.com