বেদনার নীল কষ্ট
রনি সরকার
আমি রিমঝিম শব্দে ঝরে পড়া
বৃষ্টির কাছে প্রশ্ন করেছি
ভালোবাসা মানে কি?
অবশেষে,বর্ষার অথই জল ছাড়া
কিছুই পাইনি।
আমি সীমাহীন দিগন্তের নীল আপকাশের কাছে
প্রশ্ন করেছি,
ভালোবাসা মানে কি?
অবশেষে,বেদনার কালো মেঘ ছাড়া
কিছুই পাইনি।
আমি উপ্তত্ত শিহরে জ্বলে ওঠা সূর্য্যের কাছে
প্রশ্ন করেছি,
ভালোবাসা মানে কি?
অবশেষে,জ্বলন্ত সূর্য্যের উপ্তাপ ছাড়া
কিছুই পাইনি।
আমি বিরতীহীন বয়ে চলা নদীর কাছে
প্রশ্ন করেছি,
ভালোবাসা মানে কি?
অবশেষে,নদীর উত্তাল ঢেউ ছাড়া
কিছুই পাইনি।
আমি চাঁদের আলোয় ভেসে যাওয়া চাঁদনীর কাছে
প্রশ্ন করেছি,
ভালোবাসা মানে কি?
অবশেষে,রাত্রির কালো অনধকার ছাড়া
কিছুই পাইনি।
আমি আমার একাকী মনের ভালোলাগার
প্রিয়তমার কাছে প্রশ্ন করেছি,
ভালোবাসা মানে কি?
অবশেষে,এ বুকে জমে থাকা দু:খ পাহাড়
আর দু চোখের কান্না ছাড়া
কিছুই পাইনি।
সবশেষে,আমি নিজের বিবেকের কাছে
প্রশ্ন করেছি,
ভালোবাসা মানেটা কি?
অবশেষে,আমি বুঝতেও পেরেছি
ভালোবাসা মানে জীবনের প্রেরণা
ভালেবাসা মানে মনের আলপণা
ভালোবাসা মানে দুজন দুজনার শুভদৃষ্টি
ভালোবাসা মানে কখনো মেঘ কখনো বৃষ্টি
ভালোবাসা মানে পথহারা পথিকের পথদ্রষ্ট
ভালেবাসা মানে বেদনার নীলকষ্ট
আনন্দ সংবাদ আপনি যদি Online কেনাকাটা করে থাকেন তাহলে আপনার জন্য খুশির খবর এই বাংলা নববর্ষ উপলক্ষে Sweta Fashion দিচ্ছে Sale 30% থেকে 40% পর্যন্ত
তারাতারি করুন
এবং আমাদের WhatsApp Group এ এখনই Join করুন
নতুন পোশাক এবং Electronic যেমন Smartphone আরও অনেকের উপর নববর্ষের সেল
আরও বেশি জানতে আমাদের WhatsApp Group এ অবস্যই Join করতে ভুলবেন না
👇👇👇👇
WhatsApp গ্রুপ
অথবা নিচের দেওয়া লিংক গুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন
1 Sweta Fashion Sale
2 Sweta Fashion Sale
3 Sweta Fashion Sale
ronymampi26@gmail.com