কখনও যদি চোখে জল আসে আমাকে যদি না দেখ পাশে

1
⚘ নতুন পোস্ট📲  আমি যদি চলে যাই

ভেবনা চিরতরে চলে গেছি।
আমি আসব এ কথা বলে যাই
কেদনা তুমি ,
ফুটাব তোমার মুখে হাসি।
কখনও যদি চোখে জল আসে
আমাকে যদি না দেখ পাশে
আমি বলে যাই 

আমি আসব তোমার কাছে
অদৃশ্য বাতাস হয়ে
তোমার চোখের জল মুছে দিতে।
.
কখনও যদি তোমার মুখে
কষ্টের আবরন জমে থাকে
আমি বলে যাই
আমি আসব তোমার কাছে
ভোরের সেই শিশির বিন্দু হয়ে
সেই কষ্টগুলো ধুয়ে দিতে।
.
কখনও যদি তৃষ্ণা লাগে
তোমার ঐ দুই ঠোঁটে
আমি বলে যাই
আমি আসব তোমার কাছে
ঝড়ের সাথে বৃষ্টি হয়ে
তোমার মুখে একফোটা জল দিতে।
.
জীবন চলার পথে
যদি ভাঙা কাচ এ তোমার পা কাটে
আমি বলে যাই
আমি আসব তোমার কাছে
ঝোপ ঝাড়ের লতা পাতা হয়ে
তোমার পায়ে এক ফোটা ঔষধ দিতে।
.
দুনিয়ার যত চিন্তা করে
মুমূর্ষু হয়ে পড়ে থাক
আমি বলে যাই
আমি আসব তোমার কাছে
বোতল ভরা অক্সিজেন হয়ে
সবার মুখের হাসি ফুটাতে।
.
আমি যদি নিভে যাই
ভেবনা অন্ধকার দিয়ে যাচ্ছি
আমি বলে যাই
আমি আসব তোমার কাছে
সূর্যের সাথে রোদ্র হয়ে
চারি দিকে আলোকিত করতে।
.
যদি সমস্ত চোখের জল রেখে যাই
ভেবনা আমি ঝর্ণার জোয়ারে ভাসিয়ে যাচ্ছি
আমি বলে যাই
আমি আসব তোমার কাছে
সাদা কাপড়ে মোড়া নৌকা হয়ে
তোমাকে বধূ করে নিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন
To Top