তোমায় ভীষণ মনে পড়ছে,

0
⚘ নতুন পোস্ট📲

নির্ঘুম রাত,
দুচোঁখের পাতায় অতীতের বেদনা বিধুঁর স্মৃতিরা
আবছা হয়ে ভাসছে।
পলকহীন দুটি চোঁখ,
একাকী বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে 
জ্যোৎস্না স্নাত রাতে আকাশের তাঁরা গুনছি।
স্বপ্ন দেখছি,
তোমায় ভাবছি,
শরীরে লোম উত্তেজক বাতাসে
তোমার পরশ অনুভব করছি,
সেই পরিচিত কণ্ঠে 
কে যেন কানের কাছে কথা বলছে,
তোমায় ভীষণ মনে পড়ছে,
শারদের সাদা মেঘগুলো 
চাঁদের আলো মেখে আরও চমকিত হয়েছে,
তারা দলবেঁধে ভাসছে,
একাকীত্ব আরও বাড়ছে,
খুব শান্ত শীতল বাতাসে 
যেন কান্নার আর্তনাদ ভেসে আসছে,
ঘাম ঝরছে,
চোঁখ দুটি অশ্রুসিক্ত হয়েছে,
তোমার মিষ্টি শাসন মনে পড়ছে,
অভিমানী ঐ বাঁকা চোঁখের চাহন মনে পড়ছে,
আমি ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি,
আমি জানি না
আমি কাঁদছি, 
বাঁধ ভাঙ্গা অশ্রুর বেগ সামলাতে আমি ব্যর্থ,
পারছি না আর,
বুকটা চিরে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে,
আর ঘুমন্ত শহরটাকে জানাতে ইচ্ছা করছে,
আমি শুধু তোমায়, শুধু তোমাকেই ভালোবাসি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top