৪:৪১:০০ PM
0
সুখ তুমি ফিরে আসো দুঃখ নিয়ে যাও
পারিনা সইতে আর জালা আমায় মুক্তি দাও
মনে পড়ে তোমার স্মৃতি কান্না করি রোজ
একবারও কি হয় না সময় নিতে আমার খোঁজ ???
কিছু কিছু কথা আছে বলতে পারি না
এমন কিছু কষ্ট আছে সইতে পারি না
এমন কিছু ফুল আছে তুলতে পারি না
আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা !!!
জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল
শুরু না হতেই ভেঙে গেল
একটা আশার প্রদীপ ছিল
জ্বলতে গিয়ে নিভে গেল
একটা প্রিয় মানুষ ছিল
পাওয়ার আগেই হারিয়ে গেল !!!
জীবনে কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত
তবে তা যত্ন করে বেঁধে রাখতাম
কারণ কোন একসময় যদি ফিরে আসো
তাহলে দেখাতাম তুমি চলে যাওয়াতে
কতটা কষ্টে ছিলাম আমি !!!!
সুখ নামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে
আমার এই মনের ছোট ঘরে দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে !!!
আজ হলো সেই দিন সুখ পেলাম যত
আজ হলো সেই দিন বুকে পেলাম ক্ষত
আজকের এই দিনে আপন হলো পর
আজকের এই দিনে ভাঙলো এই অন্তর !!
আজ থেকে বদলে যাব হয়ে যাব নিষ্ঠুর
করে আপন সাঁদা কাপন পারি দেবো অচিনপুর
ভুলে গিয়ে সবকিছু বাঁধবো একটি ঘর
সেই ঘর টির নাম হবে অন্ধকার কবর !!!
ভালোবাসা হলো এমন একটি মায়া
তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে
যত ভুলে যাবে ততই মনে পড়বে
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে !!!
অন্যান্য অ্যাপে শেয়ার করুন
ronymampi26@gmail.com