মানুষ আজ অমানুষ। কতটা কষ্ট পেলে মানুষ নিজের মৃত্যু নিজে কামনা করে??
মানুষ হযে মানুষ মানুষকে চেনে না মানুষ মানুষের সাথে অমানুষের মতো আচরন করে
এখন আমার প্রশ্ন হলো আসলে তারা কি মানুষ...????
এই দুনিযাতে মানুষ কতো কি না করতে পারে.
কেউ বিশ্বাস করুক আর না.
দুনিাতে মানুষ টেকনিক ভাবে শযতানি করে চলেছে
কযেক বছরে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারে আামার সাথে যেমন টেকনিক অত্যাচার হযেছে তা যেনো আর কারো সাথে না করা হয
আর যারা এমন ধরনের টেকনিকি শযতানি করে তাদের এসব বন্ধ করা উচিত.
উল্টো পাল্টা শপ্ন দেখিযে তারা কতো না কি করে
.
টেকনলজির দুনিনায মোবাইল কম্পিউটার হ্যাকিং সাভাবিক ....
আজ মানুষ এতোটাই বুদ্ধিমান হযে গেছে যে মানুষ মানুষকেও হ্যাকিং করতে শিখে গেছে...
মনের ভেতরে রোগ অসুখ ঢুকিযে দেয .
আবার মনের কথাও শুনতে পারে..
ভাবনার চোখে যা দেখা হয.. ওরা তা দেখতে পারে ..
আবার ভাবনার সেই চোখে ওরা অনেক কিছু দেখায
আবার স্বপ্ন ও দেখায...
আর এসব কিছু তারা আমার সাথেই করেছে তাই আমি সে সব কিছু অনুভব করতে পারছি...
এসব করে তারা একবারের জন্যেও এটা ভাবেনি যার সাথে এসব এতো কিছু করা হযেছে তাকে আসলে কেমন লাগে সে কি ভালো আছে..?? তাকে কি ভালো লাগে..??
সকলেই তো আনন্দে থাকে. সে কি আনন্দে আছে...???
কয়েক বছর হয়ে গেল মানুষ আমার সাথেই এমন করে
আমি এসব সত্যিই আর সহ্য করতে পারছি না কষ্টের লিমিট যেনো পার হয়ে গেছে
না আনন্দে থাকতে পারি না ভালো থাকতে পারি ।
এতো বলা সত্য ও আজ ও তারা এসব বন্ধ করে নি
আর এই কারনেই মাঝে মাঝে এখন মৃত্যুর ইচ্ছে হয় ।
প্রশ্ন। যারা এসব করেছে তাদের এইসব নোংরামি শয়তানি বন্ধ করা উচিত কিনা???
ronymampi26@gmail.com