💞সুখ আমার জন্য নয আমিও সুখের জন্য নই 💞

0
💞জীবনের সবটুকু চাওয়া পাওয়ার বিসর্জন দিলাম আজ
💞জীবনের সবটুকু সুখের বিনিময় 💕আমার আপন জনদের আত্ম অহঙ্কারের তৃপ্তি হযেছে
💞আমি কী হারিয়েছি কী হারালাম নাই বা জানবে তারা 💞জানার প্রযোজনটিই বা কি আছে 💞একজন মানুষ তার জীবন চাহিদার প্রোযজনে সুধু একজন মানুষ কেই ভা5লোবাসতে পারে 💞আমার জীবনেও এমন ব্যাতিক্রম হযেছে💞 তাকে আমি কখনোই ভুলে যেতে পারবো না💞 আমি জানি তার কাছে কতটা খমার অজগ্গ আমি 💞একজন মানুষের শরির থেকে খুব ছোট্ট হলেও যদি কোন অংশের হানি হয💞 তখন সুধু সেই বুঝতে পারে এর নিষ্ঠুর পরিমতি 💞আমার জন্ম আসাবাদি চাওযা গুলো সব আসাবাদি কর্ম ও স্বাভাবিক নয 💞আমার সব অস্বাভাবিকতার কারনে অনেক কষ্ট পেয়েছি 💞আমার আপনজনদের কাছ থেকে তবে 💞তার তুলনায় আমার ভালোবাসা 💞কিন্তু আমার ভালোবাসার মানুষটি হযতো খুবই নিষ্ঠুর
💞 তাকে বোঝাতে পারলাম না আমি এই নিষ্ঠুর ভালোবাসা টুকো হারিয়ে সমস্ত শরীর টাকে কতটা খতবিখ্খত করেছি 💞আমি কারো জীবনেই সুখি হতে পারলাম না💞 জন্মেছি কষ্ট নিযে মৃত্যুটা কতটুকু ব্যাতিক্রম হবে জানিনা 💞সুখ আমার জন্য নয আমিও সুখের জন্য নই 💞তাই চেষ্টা করছি যতটা সম্ভব নিজেকে নিজের কাছ থেকে লুকিয়ে রাখতে
💞একটি ভাঙা আযনায কেউ কখনো তার মুখ দেখেনা💞 কারন ভাঙা আযনায নিজের প্রতিচ্ছবিও টুকরো টুকরো দেখায়
সব শেষে বলছি কাউকে ভালোবাসতে না পারলে অভিনয় কর না কারন ভালোবাসা টা কোন সিনেমা নয
💞রনি💞
😂অভিমানী প্রিয়া😂 ভালো থেকো তুমি 👩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top