কিন্তু তুমি আমাকে বুঝলে না আজও মন থেকে,,,,,,

0
আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারি দিকটা নিলাম
এধারে দু ’ ফোটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল
তবু সমুদ্র ছেড়ে চোখেরই জলটা
বুকে করে আমি গেলাম
এখানে কাঁটা লতায় একটি ফুলের গোলাপ
এখানে বসন্ত হাজার ফুলের মেলা
এপাশে শঙ্কা চিন্তার দিন
ওপাশে সময় ভাবনা বিহীন
তবু নির্ভাবনার শান্তিকে ছেড়ে
অশান্তি নিতে এলাম।
কিন্তু তুমি আমাকে বুঝলে না
আজও মন থেকে,,,,,,
তুমি কোনদিনও ভালো মনে নরম স্বরে কথা বলো না,তোমার কাছে আমি জেনো মহা অপরাধী তোমার কাছে আমি জেনো বড় শত্রু,
তোমার মিজাজ সবসময় উগ্র,আমার সাথে তুমি জিদ করো পাল্লা দাও প্রতিযোগিতা করো,
মনে হয় আমার কাছে নত হলে হার মানলে তোমার সম্মান চলে যায়,তোমার অনেক বড় ক্ষতি হয়ে যায়?? ,,,,,,,,,,,,
,,
ভালোবাসে যদি ভালোবাসা কে হারাতে হয় তবে তেমন ভালোবাসবো কেনো? ভালোবেসে যদি প্রিয় মানুষটাকে বিশ্বাস করা না যায় তবে তেমন ভালোবাসবো কেন? ,ভালোবেসে যদি ভালোবাসার মানুষের চোখে চোখ রাখলে মনের কথা না বলে যদি তার ভালোবাসার ভাষা বুঝা না যায় তবে তেমন ভালোবাসবো কেন?? , ,,,,,,,,,,,,,,
ভালোবাসার মানুষ কে ঘিরে যদি সপ্ন  সাজানো না যায়,ভালোবাসার মানুষের উপরে যদি কোন আস্থা রাখা না যায়,ভালোবাসার বুকে যদি মাথা রেখে তার মুখের কথা শুনে যদি কষ্ট ভুলে না যাওয়া যায়,ভালোবাসার মানুষের জন্য যদি হাজার কষ্ট অপমান যন্ত্রনা সহ্য করা না যায়,,,,,,,,,,
ভালোবাসার মানুষের জন্য যদি অবাধ্য না হওয়া যায়  তবে কেন শুধু শুধু নিজে কে জাহান্নামের অধিবাসী করবো? ভালোবাসার মানুষের উপরে যদি রাগ করে অভিমান করে জিদ করে অহংকার করে তাকে কষ্ট দিয়ে নিজে মজা পাওয়া যায় তবে তাকে কি ভালোবাসা বলা যায়?ভালোবাসা মানে তো দু,টি দেহে একটি মন,,একটি  আসা,,একটি ভাষা,,একটি সপ্ন,একটি পৃথিবী,একটি সুখের জীবন,একটু হাসি,একটু কান্নার জলে মুছে দেওয়া,,বুকে মাথা রেখে সকল কষ্ট ভুলে থাকা,,চোখে চোখ পড়লে মুচকি হাসি,,সব কিছুই ভুলে শুধু তাকেই ভাবা তাকেই কাছে পাওয়া,,শুধু পাগলী শুধু দুষ্টমী,,শুধু অপেক্ষার প্রহর গুনা,,শুধুই ভালোবাসা,,আর প্রিয়সীরর হাসি মুখ,,চোখে জল একটু দূরে গেলেই হারাবার ভয়,,,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top