আমার ইচ্ছেরা ছুটে চলে

0
আমার একা বড় একা লাগে
শুধু তোরই ছবি চোখে ভাসে
তাই জেগে থেকে আঁধার রাতে
তোকে ভেবে যাই ভালোবেসে |
আমার স্বপ্নরা তোর দ্বারে
ছুটে গিয়ে শুধু ভীর করে
যখন আলো আসে খুব ভরে
নীরবে ওরা যায় সরে |
আমার ইচ্ছেরা ছুটে চলেআমার

তোর দ্বারে গিয়ে কড়া নাড়ে
তোর ভালোবাসা খুঁজে মরে
খুব ভালোবাসি আমি তোকে |
তুই বলনা আমায় : ভালোবাসি
আমিও তোমায় ভালোবাসি
ভালোবেসে এসেছি কাছাকাছি
আমি ছিলাম তোমার, আজও আছি |
আমার রাতের আকাশে মেঘেরা কাঁদে
দু’ চোখে শ্রাবণ নামে তারই সাথে
তুই কাছে এসেও চলে গেলে
আমার একা বড় একা লাগে |
আমার সকাল – দুপুর – সন্ধ্যা – রাতে
শুধু তোরই কথা মনে জাগে
জানি না কখন কল্পনাতে
ছুয়ে যাস এসে অগোচরে |
বড় ভালোবাসি আমি তোকে
আমায় টেনেনে তুই তোরই বুকে
তুই সাথি আমার সুখে – দুঃখে
তুই আছিস আমার হৃদয় জুড়ে
R.Sarkar

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top