প্রতিদিন
বলে যাচ্ছে...কেমন আছো....কি করছো...
খেয়েছে কিনা...এরকম ইত্যাদি কথাবার্তা
বলে
তোমার প্রতিনিয়ত খোঁজ রাখেছে...কেয়ার
করছে।কিন্তু তুমি তার কোন কথা মূল্য
দিলে না,
অবহেলা করে যাচ্ছো।শত ব্যস্ততার মাঝেও
কেউ একজন তোমাকে এইভাবে খোঁজ রাখছে
অথচ এতে তোমার কিছু যায় আসে না,
অবহেলা
করেই যাচ্ছে...!!
.
তোমার অবহেলা পেয়ে খুব কষ্ট
পাবে...রাতে
কেঁদে চোখ লাল করবে..তবুও তোমার খোঁজ
রাখছে প্রতিনিয়ত।তুমি হয়তো ভাববে বাহ,
এতো
কষ্ট দেওয়া পরেও সে আমাকে ভুলেনি...না
জানি
আমাকে কতো ভালোবাসে।এই দূর্বলতা
পেয়ে
তুমি প্রতিনিয়ত অবহেলা করেই যাচ্ছো...!!
.
একদিন, দুইদিন, তিনদিন...চতুর্থ দিন সে
তোমার
খোঁজ রাখছে না।তোমার মোবাইলে,
ফোনে,
মেসেজে তার কোন সাঁড়াশব্দ নেই।তুমি
হয়তো
অবাক হয়ে যাবে ভাববে কি ব্যাপার
আজকে তার
কোন খবর নেই কেন? তোমার মন খারাপ
হয়ে
যাবে...তুমি হয়তো একটু ব্যস্ত হয়ে পরবে
তার
খবর নেয়ার জন্য..!!
.
অবশেষে জানতে পারবে যে মানুষটা রাতে
পর
রাত তোমার জন্য কেঁদে চোখ লাল করে
দিতো,
সে এখন গভীর ঘুমে মগ্ন,..
সবকিছু বাদ দিয়ে প্রতি মুহূর্তে তোমার
খোঁজ
রাখতো, সে এখন তার বন্ধুদের সাথে
ফুল মস্তিতে আছে ,,
তুমি খেযেছো কিনা যানতে চাইতো
ঠিক সেই মুহূর্তে তুমি তার অভাবটা বুঝতে পারবে
তোমার প্রতি তার কেযার টুকু মুল্লটা বুঝতে পারবে
ঠিক তখনই মনে হবে মানুষটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলো।।
তখন ইচ্ছে করবে তাকে ফিরিয়ে আনতে।।
মনে মনে খুব চাইবে সে যেন আগের মতো তোমার কেযার করে ,
অবহেলা জিনিষটা খুব খারাপ অবহেলার যন্ত্রণা টা খুব তিব্র ।
কেউ সেই যন্ত্রণা টা পেতে চায না।
তোমার বারির সামনে যে কুকুরটা নিযমিত ঘুমিয়ে থাকতো
তাকে একটু অবহেলা করেই দ্যাখো
একটু তারিযে দ্যাখো। দেখবে কুকুর টাও তোমার বারির সামনে থেকে হারিয়ে যাবে ।
আর আমরা তো মানুষ।
।
পৃথিবীর সারে সাতষো কোটি মানুষের মধ্যে ।
কেউ একজন তোমার কেযার করছে খোঁজ খবর নিচ্ছে
এটা যেমন তেমন কথা নয
এটা খুব ভাগ্যের বিষয। তাই সময থাকতে কারো অবহেলা করো।
কারো কেযারকে তুচ্ছ মনে করোনা ।
মনে রেখো কেযার এর মুল্ল তুমি তখনই বুঝতে পারবে যখন কেযার করার কেউ থাকবে না
🙍♂একাকি অবুঝ বালক🙍♂
😥রনি সরকার😥
ধন্যবাদ আপনাকে পোস্টটি পরার জন্য আমাকে Follow অনুসরণ করে সাথে থাকুন
নিযমিত পোস্ট এর জন্য
দু:খ কষ্ট গুলোকে সব আমার কাছে থাকতে দাও
ronymampi26@gmail.com