কিছু কথা

0
⚘ নতুন পোস্ট📲
 > জীবন মানে যুদ্ধ,
যদি তুমি লড়তে পারো।
> জীবন মানে সংগ্রাম,
যদি তুমি করতে পারো।
> জীবন মানে খেলা,
যদি তুমি খেলতে পারো।
> জীবন মানে স্বপ্ন,
যদি তুমি গড়তে পারো।
> জীবন মানে কষ্ট,
যদি তুমি সইতে না পারো।
> জীবন মানে পরোপকার
যদি বুক ঝাঁজরা করতে জানো
> জীবন মানে স্তব্ধতা,
যদি তুমি বলতে না পারো।
> জীবন মানে হারিয়ে যাওয়া,
যদি তুমি ধরে রাখতে না পারো।
> জীবন মানে ভালোবাসা,
যদি হৃদয়হীন হতে পারো।
> জীবন মানে জীবন,
যদি তুমি বুঝতে পারো।
> জীবন মানে বিস্বাদ
যদি ভালবাসতে জানো
> জীবন মানে অবহেলা
যদি উপকার করতে জানো


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top