“আসছে বছর আবার হবে
ফিরবে মা আবার আপন ঘরে
দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে
মন তাই আজ কেমন করে”
“সবার চোখে জলের ধারা
সিঁদুর দেওয়া হলো সারা
পূজারী পূজা করলো সমাপন
জলের পাত্রে মায়ের বিসর্জন”
কাশফুল আর শিউলিফুলের বোনের ধারে
রঙ বেরঙের কতো প্রজাপতি বেরায় উরে
সূর্যি মামা দিয়ে গায়ে রাঙা জমা মহানন্দভরে
শরতের নীল আকাশে আপন মনে খেলা করে
ছোটো ছোটো শিশুর দল নতুন পোশাক পরে
ঠাকুর দেখতে যাবে বাবা মায়ের হাতটি ধরে
ঢাক বাজে ঢোলক বাজে আগমনীর সুরে
বছর শেষে মা আসছে আবার আপন ঘরে”
❊ ❊ শুভ মহালয়া ❊ ❊
শান্ত বাতাস ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে
করুণাময়ীর নবরূপে সজ্জিত মা যে ওই আসে,
দূর গগনে নীল ছড়িয়ে সাদা মেঘের ভেলা ভাসে
নদীর দুলুল ভরিয়ে দিয়ে কাশ ফুলেরা দেখো হাসে”
❊ ❊ 𝚿 Subho 𝚿 Mahalaya 𝚿 ❊ ❊
“মা আসছে মা আসছে ওরে কে আছিস কোথা
ভুলে যা আজ মনের মাঝে আছে যত দুঃখ ব্যথা
ওই সোনা যায় মায়ের নামে আগমনীর কথা
সুদূর থেকে ভেসে আসে মায়ের সূত্র হেতা”
*** শুভ মহালয় ***
নীল নীল আকাশের দূর সীমানায়
খুশিতে আকুল মন উরে যেতে চায়
শরতের ঈশারায় পুজোর গন্ধ ছড়ায়
উরে যাওয়া পাখিদের ডানায় ডানায়”
❊❊ শুভ মহালয়া ❊❊
“এলোরে বছর ঘুরে আবার পুজোর দিন
খুশিতে নাচবে মন ধিন তাক ধিন ধিন
ঘর থেকে এসো আজ সবাই বেরিয়ে
মাকে নেবো আজ সবাই বরণ করে”
𝚿✣শুভ মহালয়✣𝚿
সিংহ বাহিনী দশভূজা অস্ত্র নিয়ে নিজ হতে
অসুর বোধ করেছেন মা শিবের ত্রিশূলেতে
কদিন পরেই মায়ের পুজো তাই খুশি প্রাণেতে
মাগো করুণাময়ী হয়না তোমার তুলনা জগতে”
𝚿 “শুভ মহালয়া” 𝚿
“আসেবে গণপতি আর সাথে লক্ষ্মী সরস্বতী
কার্তিক আসেবে হেলে দুলে চড়ে রাজ ময়ূরী
মা আসবে তাই মন আজ খুশিতে ভরে যায়
কাশ ফুলের বনে পুজো পুজো গন্ধ ছড়ায়”
❃❃❃শুভ মহালয়া❃❃❃
“দূরের সবুজ বন অবুঝ এখন
ডাকছে কাছে তুলে শিহরণ
নাম না জানা কতো অজানা ফুল
দুলছে হওয়ায় দোদুল দুল
রঙ বাহারী সেজেছে পলাশ শিমুল
পুজোর বার্তা এসেছে তাই মন ব্যাকুল”
❁❁❁ শুভ মহালয় ❁❁❁
“ঢ্যাং কূড় কূড় ঢাক বাজে আর বাজে কাঁশি
খোকা খুকুর মুখে ফুটবে মিষ্টি হাসি
আসছে মা সবাই মিলে জয় দূর্গা বল
ফুলে ফুলে ভরে যাবে মায়ের আঁচল”
✿✿✿ শুভ মহালয়া ✿✿✿
বাজলো পুজোর ছোয়া দূর গগনে
লতায় পাতায় আর আপন মনে
শরতের নীল আর মৌমাছির গুঞ্জনে
পৃথিবী সেজেছে পুজোর আগমনে”
✾✾✾ শুভ মহালয় ✾✾✾
হারাতে চায় সবার মাঝে মন লাগেনা কাজে
দূর প্রান্তে কাশের বনে ভাসে আগমনীর সুর
মেঘের ভেলায় মা আসবে নয় সে বেশি দুর”
“শুভ মহালয়া”
বিশ্ব জননী তোমায় প্রণাম স্বাগত ধরাধাম
বনের পশু পাখি তারও গায় তোমার জয়োগান
পাহাড় থেকে সমুদ্র আর দূরের ওই হিমাচল
তোমার নামের অমৃত নিয়ে খুশিতে টলমল”
»শুভ মহালয়«
“শরতে শিউলি ফুল ঝরে পদ্ম ফোটে জলে
আকাশে সাদা তুলো মেঘের সারি ভেসে চলে
ধানের ক্ষেতের আলে দাড়িয়ে ঘনো তালের সারি
ওই দূরে দেখা যায় রাখালিয়া বংসীর বাড়ি
নাম না জানা কতো অজানা ফুল ফুটেছে বনে
নতুন সাজে সজ্জিত ধরণী মায়ের আগমনে”
❃ ❃ শুভ মহালয়া ❃ ❃
বছর ঘুরে এলো ফিরে এলো আবার দূর্গা মাতা
সঙ্গে আসবে সরস্বতী লক্ষ্মী কার্তিক আর সিদ্ধিদাতা
শিউলি ফুলের গন্ধ মাতাল কাশের বন দোলায় মাথা
হাসছে হৃদয় হাসনুহানা জল টলমল পদ্মার পাতা”
*** শুভ মহালয় ****
শুভ্র মেঘরাজি পরমানন্দে মন ভোলে
নীল নীলিমার ওই চন্দ্রার তপতলে
সবুজ ধানের ক্ষেতে সমীরণ হিল্লোলে
পঞ্চ প্রদীপ নিয়ে রাতের তারকা জ্বলে”
“রবি শশী সবাই খুশি আর খুশি আজ ধরণী
দিক দিগন্তে আনন্দ সংবাদ মায়ের আগমনী
দূর গগনে তারা জ্বলে আর জলে নাচে লহরী
বাতাস মেশে সবুজ ঘাসে হয়ে মায়ের প্রহরী”
*** শুভ মহালয়া ***
“প্রাণ খুলে মাকে ডাকো দুঃখ যাবে ভুলে
মা যে অসীম করুণাময়ী ফল পাবে সকলে”
~~ শুভ মহালয় ~~
“মা দুর্গা মা ভবানী কাত্যায়নী
তুমি যে আমাদের জগৎ জননী
অসূর নাশিনী তুমি মুক্তি দায়িনী
তুমি যে আমাদের ভুবন মোহিনী
তোমার আগমনে মুখরিত ধরণী
সকলকে করো কৃপা দাও সত্যবানী”
শুভ মহালয়া
মাগো সবার ভালো করো ফেরাও সুমতি
সবার হাতে দাওনা লিখে সুখের নিয়তি
সারা বছর ধরে অন্তরে ভরিয়ে রেখো শান্তি
সব দুঃখ ঘুচিয়ে দিয়ে মুছিয়ে দিও ক্লান্তি”
⁕⁕⁕⁕Suvo Mahalya⁕⁕⁕⁕
“শেফালী বিছানো পথে হলো মায়ের আগমন
সার্থক হলো মোদের পার্থিব এই দুটি নয়ন
কেতকী প্রকাশিত হলো শুভ্র কোমল দলে
মালতি যুথিকা মল্লিকা আবেগে টলমলে
“রুদ্র খেলে লুকোচুরি কাশের ফুলে ফুলে
পরাগ মেখে ভ্রমরা ওই উঠছে দুলে দুলে
বছর পরে আসছে ফিরে মোদের উমারানী
বনে বনে বনান্তরে বইছে আনন্দের আগমনী”
দিকে দিকে খুশির আভাস আগমনীর সুর
মা আসছেন বসুন্ধরায় জড়িয়ে পায়ে নুপুর”
Happy Mahalaya
সবুজ ধানে মলয় আনে সাগর নদীর ঢেউ
তাই দেখে দূর অজানায় হারাতে চায় কেউ,
ঝিরি ঝিরি বাতাসে শিউলির গন্ধ ভেসে যায়
আকাশ হয়ে মন মেঘের দলে হারাতে চায়”
“নতুন সাজে নতুন ভাবে সেজেছে আকাশ
মেতেছে আজ সবে গভীর আনন্দে
সোনালী আকাশ শীতল বাতাস
পৃথিবীতে আজ সুখের আভাস”
✤ ✤ ✤ শুভ মহালয়া ✤ ✤ ✤
একটি বছর পরে আবার মা আসছে ঘরে
সবাই মিলে সাজাও মাকে মনের মতো করে
শিবের ঘরে থাকেন মা অনেক কষ্ট করে
সেই কথা মা নিজের মুখে বলতে নাহি পারে”
❋ ❋ ❋শুভ মহালয়❋ ❋ ❋
“দশভূজা উমা আসবে বাপের বাড়ী
হবে আনন্দ আর অভিনন্দন দেয়ানেয়া
খুশির হাসি ফোটে যে তাই
দুচোখে ভরে কৌতূহলের ছায়া”
❀ ❀ শুভ মহালয়া ❀ ❀
সাদা মেঘের ভেলা রদ্রু ছায়ার খেলা
নদীর দুকুল ভরে শুধু কাশ ফুলের মেলা
দশভূজা উমা দূর্গা আসবে যে তার ঘরে
সবাই বরণ দিয়ে নেবো তাকে আপন করে”
❋ ❋ ❋শুভ মহালয়া❋ ❋ ❋
“গিরিরাজ পিতা তোমার মেনোকা মাতা
হিমালয়ের কন্যা তুমি আর রাজারা দহিতা
লক্ষী গণেশ সরস্বতী কার্তিক তোমার ছেলে
শিবের ঘরে এসে তুমি তাদেরকে পেলে”
❋ ❃ ❋শুভ মহালয়া❋ ❃ ❋
অনেক খুশিতে চারটি দিন কাটবে সবার
এই কটি দিন ঘরের কোণে থাকবে মন আর
সকাল বিকাল কাটবে পূজা প্যান্ডেলে ঘুরে
আপন সজন আসবে সবাই থাকে যারা দূরে”
❃ ❃ শুভ মহালয় ❃ ❃
পুজো মনে আলোর খেলা আর খুশির মেলা
পুজো মানেই ঘোরাঘুরি নানা রকম খাওয়া দাওয়া
পুজো মানেই হই হুল্লোড় নতুন নতুন চাওয়া পাওয়া”
“প্যান্ডেলে প্যান্ডেলে বিচিত্র আলোর খেলা
চারিদিকে জম জমাট রঙিন খুশির মেলা
ষষ্ঠীতে হয় উদ্বোধন খোলে ফুর্তির দুয়ার
আনন্দের বান ডাকে আর আসে খুশির জোয়ার”
“সপ্তমী অষ্টমী আর মহা নবমীতে
ভক্তি ভরে অঞ্জলী দিও মা জননীকে
ঢাক ঢোল আর শঙ্খ বাজবে পূজার আরাধনায়
পূজা মন্ডপ গন্ধে আকুল ফুল মালা ধুপ ধুনায়
সন্ধ্যা আরতি কালে জমে ধনুচির নৃত্য
মহা আনন্দে কাটবে দিন বাচ্চা থেকে বৃদ্ধ”
“মা আসছেন আমাদের কাছে একটি বছর পরে
তাই কতো রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে ঘরে
মোড়ে মোড়ে বসবে মেলা জ্বলা নেভা আলোর খেলা
সন্ধ্যায় আরতি হবে বাজবে ঢাক আর ঢোল”
“পুজোর কটা দিন সকলের ভালো যাক
সবাইকে জানাই গুড উইশ গুড লাক
আনন্দ হাসি গান উইথ লাভ অ্যান্ড মোর ফান
বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রাণ”
“পুজো পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে, সাদা কাশ ফুল উরে যায় শরতের বাতাসে, মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন, এক সপ্তাহ পরে ষষ্ঠীতে মায়ের বোধন”
“শরতের ওই নীল আকাশে ভাসে মেঘের তরী
মা দুর্গার রথ চড়ে আসেবে আঁধার আলো করি
আকাশে বাতাসে আজ আনন্দের পূজা
ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা”
“আজ বাজে মনের মাঝে আগমনের গান
জগৎ জননী মাকে করি আহ্বান”
“আসছে বছর আবার হবে
গতবছর বলেছিলে
তাইতো আবার মা দিয়েছে সারা
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা”
পঞ্চমীতে মা দুর্গা এলো দশ হতে তার অস্ত্র
মাকে নিয়ে উঠলো মেতে আনন্দে সব ব্যাস্ত
সঙ্গে এলো চার সন্তান কিন্তুু ভোলা নাই
অভিমানে ভোলা বাবা গায়ে মেখেছেন ছাই
ষষ্ঠীতে বোধন পূজা হবে বেল তলায়
সপ্তমীতে দেবীর পূজা বাড়ির আঙ্গিনায়
মহাঅষ্টমীর শুভ লগ্নে হবে নাচ গান
আনন্দ করো সব খুলে মন প্রাণ”
“মেঘ ছুট আকাশটা নীল ওই
কাশ ফুল মাটিতে থৈ থৈ
বাজে ওই ঢাকের পাগল সুর
শুনতে লাগে বেশ মধুর”
“মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক
যে যেখানে আছে সবাই ভালো থাক
ঘাসের বুকে শিউলি ঝরে পড়ে
কাশ ফুলেরা মাকে প্রণাম করে
চারিদিকে বাজে পূজার আগমনী
শুনি দূর্গা মায়ের আসার চরণ ধনী
সকলকে আজ জানায় শুভ সপ্তমী”
“আজ দূর্গা রূপে এসেছে মা ঘরে
গ্রাম থেকে শহরে সুখের অমৃত ঝরে
মহা সপ্তমী তে দেবী মহামায়া
মায়াতে মোহিত আজ সারা দুনিয়া”
“পথে পথে ছড়িয়ে আছে শিউলি ফুলের আল্পনা
মেঘ বলাকার পাখায় পাখায় হাজার কবির কল্পনা
মেঘে মেঘে রোদের আলোয় খেলে সোনা রঙগুলি
আঁধার গেছে টুটে এসেছে দূর্গা পূজার দিনগুলি”
***
বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা
আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা
কেউ পরবে নতুন জামা মাথায় লাল ফিতে
আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে”
*** Subho maha saptami ***
“বছর ঘুরে এলো দূর্গা পূজা
এসো সবাই মিলে করি মজা
অঞ্জলী শেষে ঘুরবো সবাই
পড়বো পাঞ্জাবী শাড়ি
পিঠা পায়েস মিষ্টি সন্দেশ
খাবো সবার বাড়ি”
*** Subho maha saptami ***
“আশ্বিন মাসের দূর্গা পূজার ঢাকে পরলো কাঠি
শরৎ আকাশের আলো লেগে সোনা হলো মাটি
সবার মনোবাসনা পূর্ণ করুন মা অন্তর্যামী
শুভেচ্ছা জানাই তোমায় আজ মহা অষ্টমী”
“কলা বউ স্নান দিয়ে হলো সপ্তমী শুরু
সকালের প্রথম দেখায় মজেছে মনটা গুরু
অষ্টমীর অঞ্জলী দিয়েছি সবাই মিলে
নবমীর দিনটা কাটে গান আর কুইজ খেলে”
“অষ্টমীতে ভোগ দশমীতে সিঁদুর খেলা
তোমার সাথে আড্ডা দেবো
পুজোর বিকেল আর সন্ধ্যা বেলা”
“দিকে দিকে আজ দূর্গা পূজা
নতুন সাজে নতুন ভাবে
সেজেছে আজ সবে গভীর আনন্দে
কৃপাময়ী দূর্গা তোমায় প্রণাম”
*** Subho maha astomi***
“দূর্গা মা তোমার নেই তুলনা
তুমি সারা জগতের মা”
“বিপদ তারিণী মাগো আমার
প্রণাম করি তোমায় বারে বার
মন প্রাণ দিয়ে মার পূজা করি
সকলকে জানাই শুভ নবমী”
“সোনালী আকাশ শীতল বাতাস
পৃথিবীতে আজ সুখেরি আভাস
দুর্গা মায়ের আজ নবমী পূজা
ধরণী ভরিয়েছেন মা দশভূজা”
“পুরাণে তুমি মাগো যোগমায়া
কলিতে তুমি মহামায়া
কৈলাশে তুমি মা শিবপত্নী
ধরনীতে মা তুমি অসুর নাশিনী
চণ্ডী তুমি মাগো তুমি শিবানী
সকলে কে জানাই শুভ নবমী”
সুখে দুঃখে রাত্রি দিনে
জয় দূর্গা বলো সবাই মিলে
মাকে ডাকি আমরা সবাই
সব দুঃখ ঘুচবে মোদের ভাই
“দিন ফুরিয়ে যায় সময় চলে যায়
সিঁদুর খেলার শেষে মা যে চলে যায়
যে যেখানে থাকো সকলে ভালো থেকো
বিদায়ের সুরে সুরে মাকে মনে রেখো”
“আবার এসো আগামী বছর
নিও মা মোদের খবর”
“তোমার করুণা শত ধরা বাহিনী
তোমার চরণ বিনা আর বেশি চাইনি
তুমিতো শক্তি মাগো দাও সকলের মুক্তি
থাকো মা আরও কদিন করি তোমার ভক্তি”
পঞ্চমী থেকে দশমী ঢাকের তালে তালে নাচলো মন
সব কাজ ভুলে আনন্দ উত্তালে মাতবে বিশ্ব ভুবন
থাকবে মা শুধু এই কটি দিন তার পর নেবে বিদায়
বছর পরে আসবে মা ঘরে থাকতে হবে অপেক্ষায়”
“থাকো মা তুমি আরও কদিন ছেড়ে চলে যেওনা
আসো বছরে একবার কেনো দু তিন বার আসোনা
দশমীর সন্ধ্যে সবার মধ্যে বিশন্নতার ছবি আঁকে
জয় মা দুর্গা বলি তোমায় চাইনা মন যেতে তোমায় দিতে”
ronymampi26@gmail.com