প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক ।

0
⚘ নতুন পোস্ট📲


আই লাভ ইউ যত সহজে বলা যায়, আমি তোমাকে ভালোবাসি তত সহজে বলা যায় না । -(হুমায়ূন আহমেদ)

বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না ।

যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে । -(হুমায়ূন আহমেদ)

একটি বই একশটি বন্ধুর সমান , কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে ।

স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না ।

যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের “না” এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি । – ( আইনস্টাইন )

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোন না কোন সময় অসহায়ত্বের শিকার হবে ।

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক ।

আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে , শুধু এমন করে বৃষ্টি পড়লে কেউ অন্তত টেক্সট করুন, খিছুড়ি খাবা ?

অবশ্যই বিয়ে করো , যদি একজন ভালো জীবন সঙ্গী পাও, তুমি সুখী হবে । আর যদি উল্ট টা হয়, তবে তুমি হবে একজন দার্শনিক ।– (সক্রেটিস)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top