বন্ধু মানে কী তুমি জানো না জানলে এখুনি যেনে নাও

0
নতুন পোস্ট📲

বন্ধু মানে রোদেলা দুপুরে একটু শীতল ছায়া 
বন্ধু মানে রোগীর প্রতি চিকিৎসকের মায়া। 

বন্ধু মানে শীতের ভোরে রোদের উঞ্চতা পাওয়া 
বন্ধু মানে বোরিং ক্লাসে বন্ধুর প্রঙ্ িদেওয়া। 

বন্ধু মানে লংড্রাইভে ঘুরতে বেড়ানো 
বন্ধু মানে অন্যের কাছে বন্ধুর দোষ লুকানো। 

বন্ধু মানে মোবাইলে কখনো মিস কল না দেয়া 
বন্ধু মানে হোটেলের বিল এগিয়ে নিয়ে নেয়া। 

বন্ধু মানে সারাজীবন একসাথে পথ চলা 
বন্ধু মানে ইচ্ছেমতো মনখুলে কথা বলা। 

বন্ধু মানে সুখেদুখে একসাথে থাকা 
বন্ধু মানে গরমকালে তালের হাতপাখা। 

বন্ধু মানে ভেদাভেদ ভুলে দূরহতে কাছে আসা 
বন্ধু মানে গরীবের প্রতি ধনীর ভালবাসা। 

বন্ধু মানে নিঃসঙ্গতাকে একটু সঙ্গ দেয়া 
বন্ধু মানে এতিমকে কাছে টেনে নেয়া। 

বন্ধু মানে বাসের ভিড়ে সিট ছেড়ে দেয়া 
বন্ধু মানে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়া। 

বন্ধু মানে বন্ধু দিবস,বন্ধু প্যাকেজ ঘোষনা 
বন্ধু মানে বন্ধু খোঁজা,ওয়েবসাইটে বন্ধুর ঠিকানা। 

বন্ধু মানে আমার হাতের ছোট্ট মোবাইল খানা 
বন্ধু মানে অনেক বিশাল সবটুকু নেই জানা। 

বন্ধু মানে বন্ধু জানে বন্ধু মানে কি 
বন্ধু ছাড়া তোমার আমার একদিনও চলে কি!





অনুগ্রহ করে আমাদের Android Application টি ডাউনলোড করে নিন 
                        DOWNLOAD NOW

জীবনের সমস্যার সমাধান পেতে চাইলে  আমাদের Website Vigit করুন Power Motivation 
Motivation এ থাকুক সব দুঃখ কষ্ট কে ভুলে থাকুন জীবনে নতুন কিছু করুন জিবনকে বদলান নিজেকে বদলান Power Motivation আছে আপনাদের সাথে আপনাকে বদলাতে এখনি দেখুন এবং শিখুন এখানে ক্লিক করুন 👉

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top