#বালিকা
তোর মনে আসন পেতে আমাকে কি নির্বাচন করতে হবে? জানাস।
তার জন্য আমি লক্ষ লোকের ভিড়ের মাঝে দাড়িয়ে ও মনোনয়ন পত্র কিনতে রাজি আছি।
-
নাম্বার - ২ ঃ
#বালিকা
ঘটনা কিন্তু একটা ঘটিয়ে ফেলেছি।
হঠাৎ করে তোমার প্রেমে পড়ে গেছি।
এখন কি করতে হবে?
ধমক না দিয়ে বুঝিয়ে বলো।
-
নাম্বার - ৩ ঃ
#বালিকা
আমি তোমার মোবাইলের স্কিনে নয়.।
তোমার মনের স্কিন জুড়ে থাকতে চাই।
যেখান থেকে তুমি চাইলেও আমাকে কখনো ডিলিট করতে পারবেনা।
-
নাম্বার - ৪ ঃ
#বালিকা
পড়ো যদি নীল শাড়ি..।
আর হাতে পড়ো নীল চুড়ি..।
সাবধানে থেকো।
যেকোনো সময় আমি প্রেমে পড়ে যেতে পারি।
-
নাম্বার - ৫ ঃ
#বালিকা
তোমার মন ডাউনলোড করতে কতো টাকার এমবি লাগবে বলো..?
একটা কিডনি বিক্রি করলে হবে..?
নাকি দুটোই বিক্রি করা লাগবে..?
-
নাম্বার - ৬ ঃ
#বালিকা
আমি আকাশ হতে পারি যদি তুমি ডানা মেলে উড়ে বেড়াও..।
আমি নদী হতে পারি যদি তোমার ইচ্ছে গুলো জলে ভাসাও।
-
নাম্বার - ৭ ঃ
#বালিকা
তোর মুখে “পাগল একটা” কথাটা শোনার জন্য আমি হাজারটা পাগলামো করতে রাজি আছি।
👇সব চেয়ে সেরা বাছাই করা পোস্ট গুলি এখানে দেখুন 👇
-নাম্বার - ৮ ঃ
#বালিকা
তোমাকে এতো মিস করি যে মাঝে মধ্যে ইচ্ছে করে থানায় গিয়ে মিসিং ডায়েরী করি।
-
নাম্বার - ৯ ঃ
#বালিকা
তুমি মনের দরজা খুলবা?
নাকি জানালা দিয়ে ঢুইকা যামু..?
-
নাম্বার - ১০ ঃ
#বালিকা
তুমি বড্ড প্যাচাও
আঙ্গুল দিয়ে চুল প্যাচাও
খোঁপার সাথে ফুল প্যাচাও
শরীরে ১২ হাত শাড়ি প্যাচাও
মনের সাথে মন প্যাচাও
-
নাম্বার - ১১ ঃ
#বালিকা
তোর ভালোবাসার বৃষ্টিতে সারা রাত ভিজেছি আমি.।
ভাবিনি পরের দিন থেকে আমার মনটা নিউমোনিয়ায় ভুগবে।
-
নাম্বার - ১২ ঃ
#বালিকা
আমি তেমন কিছু চাইনা।
শুধু তুমি যখন আনমনা হয়ে বসে থাকবে
তখন তোমার ঠোঁটের কোনে মিটমিটে
হাসির কারনটা আমি হতে চাই।
ronymampi26@gmail.com