মেয়েদেরকে খুব সহজেই পটাতে পারবেন। তো সেই ৬টি ডায়লগ এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। -

3
⚘ নতুন পোস্ট📲



ডায়লগ নাম্বার - ১ ঃ
আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে আপনার যদি ভালো একটা সম্পর্ক থেকে থাকে।
তাহলে আপনি একদিন মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন।
-
তুমি সারাক্ষন আমার হৃদয়ে আর মাথায় যে পরিমান ঘুর-পাক খাও
তাতে তো তুমি অনায়াসে চাঁদে গিয়েও ঘুরে আসতে পারতে।
-
ডায়লগ নাম্বার - ২ ঃ
যে মেয়ের সাথে আপনি ১ বছরের ও বেশি সময় ধরে রিলেশন করতেছেন।
এমন মেয়েকে একদিন রোমান্টিক মূহূর্তে এটি বলতে পারেন।
-
যদি ফ্রেব্রুয়ারি মাস ২৮ দিনে না হয়ে ৩০ দিনে হতো।
তাহলে বছরে আরো ২ দিন বেশি পেতাম তোমাকে ভালোবাসার জন্য।
বা তোমার সাথে কথা বলার জন্য।
-
ডায়লগ নাম্বার - ৩ ঃ
আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে মেসেজ বা ফোন কলে কথা বলার সময় তাকে এটি বলতে পারেন।
-
আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোন ভাইব্রেট হোক বা না হোক।
আমার হৃদয় ঠিকই ভাইব্রেট হয়ে যায়।
-
অথবা তাকে এটিও বলতে পারেনঃ
-
আমার ফোনে তোমার কল আসলে, ফোনে রিং টোন বেঁজে উঠুক বা না উঠুক।
আমার হৃদয়ে ঠিকই রোমান্টিক সুরে গিটার বাজতে শুরু করে।
-
ডায়লগ নাম্বার - ৪ ঃ
আপনার ক্রাসকে অথবা আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে মজা করে তাকে এটি বলতে পারেন।
-

👇সব চেয়ে সেরা বাছাই করা পোস্ট গুলি এখানে দেখুন 👇

তুমি কি জানো..?
মেয়েঃ কি..?
আপনিঃ তুমি যখন থেকে আমার লাইফে ইনস্টল হয়েছো।
তখন থেকে আমার লাইফ সুপার ফাস্ট হয়ে গেছে।
-
ডায়লগ নাম্বার - ৫ ঃ
আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য মজা করে তাকে এটি বলতে পারেন।
-
যেদিন থেকে তুমি আমার হৃদয়ে এসেছো
সেদিন থেকে আমার হৃদয়ে আসার রাস্তা
গুগল ম্যাপ থেকেও ডিলিট হয়ে গেছে।
-
ডায়লগ নাম্বার - ৬ ঃ
আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য অথবা যে কোন মেয়েকে প্রপোজ করার সময় তাকে এটি বলতে পারেন।
-
আমি নিঃশ্বাস নেওয়ার কথাও হয়তো ভুলে যেতে পারি।
বাট তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব।
-
এই ছিলো ৬টি ডায়লগ।

👇সব চেয়ে সেরা বাছাই করা পোস্ট গুলি এখানে দেখুন 👇

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন
To Top