সব দুঃখ কষ্ট হাসি আনন্দের সাক্ষী ওই ঘরটা

0
⚘ নতুন পোস্ট📲
হারাবো একদিন এই নিষ্ঠুর পৃথিবী থেকে জগতের মায়াও আর ধরে রাখতে পারবে না
এক অন্ধকার রাজ্যের বাসিন্দা হতে হবে নির্জন একা পরে থাকবে নিথর দেহটা সেখানে কেউ আসবে না সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার সেখানে আমি কোনো নিশ্বাস নেবো না প্রানহীন থাকবে দেহ টা
কখনো আর কাউকে এ দেহ সারা দেবে না
শুধু মাত্র এক লাশ হয়ে পরে থাকবে সেদিন নিজের প্রত্যেক টা প্রিয় বস্তু থেকে বিদায় নিতে হবে
কারন সেদিন ছারবো এই পৃথিবী ভাঙবে সব বন্ধন
আর নিরুদ্দেশ হবো এক না ফেরার দেশে
ভুলে যাবো সেদিন সব ভালোবাসা
হাসি আবেগ কষ্ট কান্না
নির্দয় হৃদয়  হীন  হয়ে থাকবে এই দেহটা
থাকবে না কোনো স্মৃতি কোনো স্মরণীয় মুহূর্ত
সোনালি স্মৃতি গুলো শুধু একটা অতিত হয়ে থাকবে
নিজের একলা ঘরটা সত্যি সেদিন একা হয়ে যাবে
আর কখনো যাওয়া হবে না সেখানে
প্রতিনিয়ত আমার আত্মাটা যেনো সেখানে বিচরন করবে
কারণ নিজের হৃদয় প্রাণ কেন্দ্র টাই ছিলো ওই ঘরটা
সব দুঃখ কষ্ট হাসি আনন্দের সাক্ষী ওই ঘরটা
ডাইরির পাতায় কিছুই আর লেখা হবে না অসম্পূর্ণ থেকে যাবে লেখা গুলো
সব শেষে আর কোনো পরিচয় থাকবে না
শুধু ডেথ সার্টিফিকেট এ মৃত্য মানুষ হিসেবে একটা নাম থাকবে
আর ঠাই পাবে আমার ছবি কোনো এক ছবির এলবামে
দিন দিন সবাই ভুলতে শুরু করবে স্মৃতি গুলো সব ঝাপসা হয়ে পরবে
আমার অনুপস্থিতি কেউ আর মনে করবে না নিজেদের মানিয়ে ফেলবে
তারপর কেউ মনে করলেও তার পার্থনাই শুধু ঠাই পাবো আর কোথাও না কারন শরির থেকে আত্মা টা ছারিয়ে নিয়ে মুক্ত হবে
আর চলে যাবে কোনো এক অজানার পথে
একদিন মরতেই হবে তাই সব শেষ করে আবারও বলতে হচ্ছে চির বিদাই
একদিন হারাতে হবে এই পৃথিবী থেকে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top