আজ একটি কথাই শুধু তোমাকে বলতে চাই
শুনেছি কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে তাহলে নাকি মেয়েটি দুর থেকেই বুঝতে পারে
তুমিও তার ব্যাতিক্রম নও
আমার দুর্বলতা তুমি ভালোই করে বুঝতে পেরেছিলে
তুমি বুঝেও না বোঝার ভান করেছিলে
পরে আমি তা সোজাসুজি বললাম কিন্তু তুমি তার একটুও গুরুত্ব দিলে না
আর আমাকে সাবধান ও করলে না
যতই দিন যেতে লাগলো তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে লাগলাম
অনেক সময় পার হয়ে গেছে
সাথে অনক কিছু বদলে গেছে
সাথে তুমিও
আস্তে আস্তে তুমি আমায় এরিয়ে চলতে শুরু করলে
পরে জানতে পারলাম তোমার জীবনে অন্য কেউ এসেছে
জানতে পারলাম আমার মতো তোমার জীবনে আরও অনেকে আছে
তারা এক এক জন তোমার জন্য পাগল
অনেক কিছুই করতে পারে তোমার জন্য
তোমার জন্য তারা কাঁদেও নিরবে অনেক কষ্ট সহ্য করতে পারে
তোমার তো তাতে কোনো কিছু যায় আসে না
এসব তো তোমার কাছে খেলনা মাত্র
কিন্তু এসব ঠিক না
তুমি একবার বলে দেখতে তোমার পথের কাঁটা তো হতাম না
কিন্তু তুমি তা করোনি সবার সাথে এক ভাবে খেলা করে গেছো
আচ্ছা কেউ যদি তোমাকে নিয়ে খেলা করে না না ভয় পেয়ো না
তোমাকে অভিশাপ দিচ্ছি না
এমন মনের মানুষ আমি না
যাকে ভালোবাসি তার প্রতি কিসের রাগ
তবে এভাবে কারো মন নিয়ে খেলা করাটা ঠিক না
ronymampi26@gmail.com