Merry Christmas day শুধু তোমার জন্য তাড়াতাড়ি দেখে নাও

0



১) বড়দিনে ইশ্বর সবার জন্য কিছু না কিছু উপহার রেখে দেন। খুশি মনে সেগুলো গ্রহণ করা উচিৎ।
২)বড়দিন আমাদের সেই সুযোগ দেয় যেখানে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে সবাইকে কাছে টেনে আপন করে নিতে পারি।
৩)কাকে কোন উপহার দিচ্ছি সেটা বড় কথা নয়, কিন্তু কতটা স্নেহ আর ভালবাসা মিশিয়ে সেটা দিচ্ছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
৪)রাস্তাঘাট ঝলমল করলে আর সেই রাস্তায় অনেকগুলো হাসিমুখ দেখলে আমি বুঝতে পারি বড়দিন এসে গেছে।
৫)আমার জীবনের সমস্ত ভালটুকু দিয়ে এই বড়দিন সাজাতে ইচ্ছে করে। বড়দিন এলেই মনে হয় আমার কাছে অনেক কিছু আছে, আমি সবার চেয়ে ধনী।
৬)যতই বড় হয়ে যাই না কেন, আজও বড়দিন এলে আকাশের দিকে তাকিয়ে দেখি স্লেজে চড়ে সান্তা ক্লস আসছে কিনা।
৭)আমি বড়দিনে বিশ্বাস করি। এইদিনের পবিত্রতায় আর ভালবাসায় বিশ্বাস করি। যারা বিশ্বাস করে তাঁরা ম্যাজিক দেখতে পায়।
৮)তুষারপাত হোক বা না হোক, আমার সান্তা ঠিক আসবেই আমার কাছে।
৯)আমার মনে হয় বড়দিন এলে সবাই খুশি হয়। শুধু মানুষ নয়, পশুপাখি, কীটপতঙ্গ সবাই। আর তাই তো বড়দিন এত সুন্দর।



১০)বড়দিন এলে মন থেকে সব হিংসা আর দ্বেষ মুছে যায়। এটাই বড়দিনের ম্যাজিক।  

১)প্রভু যিশুর অসীম করুণা সর্বদা তোমার এবং তোমার পরিবারের সঙ্গে থাকুক। মেরি ক্রিসমাস।
২)তোমার আর আমার বন্ধুত্বই একটা বড় উপহার। এর চেয়ে বেশি কিছু চাইনা। শুভ বড়দিন।
৩)ভালবাসার চেয়ে বড় উপহার আর কিছু নেই। সেটাও দাও আর সেটাই নাও। মেরি ক্রিসমাস বন্ধু।
৪)প্রিয় বন্ধুর সঙ্গে কিছু সেরা মুহূর্ত কাটানোই আমার কাছে বড়দিনের সেরা উপহার।
৫)সারা বছর অনেক কাজ করেছো, এবার পরিবারের সঙ্গে কিছু সেরা মুহূর্ত উপভোগ করো। শুভ বড়দিন।
৬)ভাল গান শুনে, দারুণ স্বাদের কেক খেয়ে আর নিজের প্রিয় মানুষের সঙ্গে সুন্দর করে উদযাপন করো এই বড়দিন।

৭)এই ক্রিসমাস তাঁদের জন্য সার্থক যারা ভালবাসা আর আনন্দ ছড়িয়ে দিতে পারে। তুমিও সেরকম একজন মানুষ।
৮)উপহার পেতে ভালই লাগে, আর সেই উপহার প্রিয় বন্ধু দিলে সেটা আরও ভাল লাগে। মেরি ক্রিসমাস।
৯)এসো বন্ধু এই বড়দিনে ভালবাসা, স্নেহ আর শান্তি ছড়িয়ে দিতে থাকি এই পৃথিবীর বুকে।
১০)নিজেকে সাজিয়ে তোলো নতুন করে। পরিবারকে নিয়ে খুশি থাক। শুভ বড়দিন
১)আমার পরিবার আমার শক্তি। পরিবারের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা।
২)প্রিয় পরিবার, তোমাদের জন্য এই বড়দিনে অনেক ভালবাসা আর স্নেহ পাঠালাম।
৩)এই বড়দিনে আমরা সবাই একসঙ্গে সময় কাটাবো, এটাই তো সেরা উপহার আমার কাছে।
৪)যিশু তোমাদের সবাইকে মনের শান্তি আর সুস্থ শরীর দিক। হ্যাপি ক্রিসমাস।
৫)প্রভু যিশুকে অনেক ধন্যবাদ যে তিনি আমাকে এরকম একটি স্নেহময় পরিবার দিয়েছেন।
৬)আমি চাই আমার পরিবারের সবাই যা চায় সেটা যেন স্যান্তাক্লজ এসে দিয়ে যায়।
৭)এই ক্রিসমাসে আমি আমার পরিবারের কাছে আসতে পারছি, আমার কাছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। শুভ বড়দিন।

৮)সব পরিবারের সদস্যদের মধ্যে কিছু না কিছু মনোমালিন্য থাকে। আমার পরিবারে সব কিছু ঠিক হয়ে যাক এই বড়দিনে। আমরা সবাই একসঙ্গে অনেক আনন্দ করি।
৯)আমার সমস্ত বিপদে আমার বাবা আর মা পাশে দাঁড়িয়েছেন। আমি চাই এই বড়দিন তাঁদের কাছে সেরা বড়দিন হয়ে উঠুক।
১০)সবার জন্য অনেক অনেক উপহার কিনেছি। আর সেটা এখন সারপ্রাইজ থাক।
১)তোমার কঠোর পরিশ্রমের দাম তুমি এই বড়দিনেই পাবে। মেরি ক্রিসমাস।
২)আমরা শুধু সহকর্মী নই, আমরা ভাল বন্ধুও। তাই এই বড়দিন সুন্দর হোক এটাই চাই।
৩)এত ব্যাস্ত জীবনও ভাল লাগে কারণ তোমাদের মতো সহকর্মী পেয়েছি। শুভ বড়দিন।
৪)আনন্দের বন্যা বয়ে যাক এই বড়দিনে তোমার জীবনে। মেরি ক্রিসমাস।

৫)আমার কর্মজগতকে আনন্দময় করে তুলেছ তোমরা। আমি চাই তোমাদের এই বড়দিনও আনন্দময় হয়ে উঠুক।
৬)একজন ভাল সহকর্মী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার সেই সৌভাগ্য আছে। মেরি ক্রিসমাস।
৭)তোমার জন্য এই বড়দিনে দারুণ কোনও চমক অপেক্ষা করছে। তৈরি থাক বন্ধু।
৮)এই বড়দিনে দারুণ মজা করব। সব প্ল্যান রেডি আছে। তুমি আসছ তো?
৯)তুমি আমার সহকর্মী নও। তুমি আমার পরিবার। বড়দিন মঙ্গলময় হোক।
১০)যিশুর করুণা আর আশীর্বাদ নিয়েই এগিয়ে চলো। মেরি ক্রিসমাস।
১)জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে।  
২)উপহারে ভরে যাক আমার বড়দিন।  
৩)জিঙ্গল অল দ্য ওয়ে নয়, আমি একটা ভাল সিনেমা দেখতে চাই।
৪)সান্তা ক্লজ আসার আগে মোজাটা কেচে নিতে হবে, যা গন্ধ ওটায়!
৫)জলি ক্রিসমাসের হলিডে প্ল্যান আজকেই করে রাখব।
৬)একটা কিছু ম্যাজিক হবেই এবারের বড়দিনে।
৭)সবার মধ্যে আলো ঝলমল করছে, শুভ বড়দিন।
৮)শুধু পঁচিশে ডিসেম্বরেই সকাল বেলা ঘুম থেকে উঠতে ভাল লাগে।
৯)চারদিকে আবহাওয়া একদম হট চকোলেটের মতো হয়ে গেছে।
১০)যারা এখনও সিঙ্গল তাঁদের সঙ্গে জিঙ্গল গাওয়ার ইচ্ছে রইল।

১)আগামী বছরে তোমার উপরে ঝরে পড়ুক ইশ্বরের করুণা ও স্নেহ। হ্যাপি ক্রিসমাস।
২)অতীতের ভাল দিনগুলোর কথা ভেবে ভবিষ্যতের দিকে এগিয়ে চলা আজ থেকেই শুরু হোক। শুভ বড়দিন।
৩)তোমার মতো মানুষ আমার জীবনে আছে বলেই আমার জীবন এত সুন্দর। তাই আমার বড়দিনও অনেক বেশি বর্ণময়।
৪) সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তবেই তো বড়দিনের সার্থকতা।
৫)এসো আমরা সবাই সান্তা ক্লজ হয়ে উঠি আর সবার মধ্যে উপহার ছড়িয়ে দিতে থাকি।
৬)ক্রিসমাস ক্যারলের মতো মধুর হোক সবার জীবন। এই পৃথিবীতে শান্তি স্থাপন হোক। শুভ বড়দিন।
৭)প্রিয়জনের মুখে থাকবে অমলিন হাসি, তবেই না মনের মতো বড়দিন।
৮)তোমাকে এবং তোমার মনের কাছাকাছি যারা আছেন তাঁদের সবাইকে আমার তর থেকে বড়দিনের শুভেচ্ছা। আনন্দ, হাসি আর গানে ভরে উঠুক সবার জীবন।

৯)শুধু উপহার নয়, এই বড়দিনে তোমার মন ভরে থাক এক অপার্থিব আনন্দে।
১০) পারিবারিক বন্ধনেই জীবনের আনন্দ। এই বড়দিনে অক্ষয় হোক ভালবাসা

১)পরিবারের সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
২)আগামী বছর ভাল কাটুক। মেরি ক্রিসমাস।
৩)ম্যাজিকের মতো দারুণ হোক এই বড়দিন।
৪)নতুন করে শুরু করো আগামী বছর। এনজয়। মেরি ক্রিসমাস।
৫)এই বড়দিনের স্মৃতি চিরদিন তোমার মনে থাক। শুভ বড়দিন।
৬)অতীত ভুলে জোর কদমে এগিয়ে যাও বন্ধু। মেরি ক্রিসমাস।
৭)শিশু যিশু জন্মিল, জিহুদা কূলে মেরিরও কোলে। শুভ বড়দিন।
৮)এই শুভ বড়দিন, বাজে মন মধুবীণ।
৯)তেরি মেরি সবার ক্রিসমাস, আনন্দ আর ভালবাসার ক্রিসমাস।



১০)বড়দিন আরও বড় আর সুন্দর হোক।

১)মোমবাতির আলোর মতো উজ্জ্বল হোক আমাদের সম্পর্ক। মেরি ক্রিসমাস।
২)সান্তা ক্লজের কাছে এটাই চাইব, আমরা যেন সারাজীবন একসঙ্গে থাকতে পারি।
৩)তুমিই আমার সব ইচ্ছে পূর্ণ করেছ। তুমিই আমার সান্তা ক্লজ।
৪)বড়দিন একবারই আসে, কিন্তু আমাদের ভালবাসা চিরদিনের।
৫)তোমায় ছাড়া আমার ক্রিসমাস অসম্পূর্ণ।
৬)ক্রিসমাস ট্রির মতো সুন্দর করে সাজিয়ে তুলব আমাদের প্রেম।
৭)চাঁদ, তারা চাইনা, শুধু চাই এই বড়দিনে তোমার সঙ্গে থাকতে।
৮)আমরা পরস্পরকে নিজেদের মন দিয়েছি, এর চেয়ে ভাল বড়দিনের উপহার আর কিছু নেই।
৯)যেদিন তুমি আমার জীবনে এলে সেই দিনটাই আমার বড়দিন।

১০)এই বড়দিনে আরও কাছাকাছি আসব আমরা, আরও রঙিন হবে আমাদের জীবন। মেরি ক্রিসমাস।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top