প্রত্যেক টি মানুষ বিভিন্ন ভাবে সুখে থাকার চেষ্টা করে
কেউ সুখে থাকতে পারে কেউবা পারে না
তবে সবাই তো রক্তে মাংসে গড়া মানুষ সবার অনেক আবেগ আছে
তারা আবেগ কন্টৃল করতে পেরেছে বলে তারা সুখি
আর আমি আবেগ নামক সব্দে কাটা জালের ভিতরে
আবদ্ধ হয়ে আছি বলে আমি অসুখী
তোমার কথা ভেবে ভেবে আবেগ জমাতে জমাতে
এক পাহাড় সমান কষ্ট জমিয়েছি
সুধু রাত্রি হলে আবেগ গুলো বর্ণহীন কান্নার জল হয়ে ঝরে পড়ে
সব কষ্টের ক্ষত হয় না
তবে কষ্টের কারনে পুরে যাওয়া মনটা
একসময় শক্ত পাথরের মতো হয়ে ওঠে
ব্যাস্ত সময় পার করছো অন্যকে পেয়ে
আমিও একদিন ব্যাস্ত হবো
শুধু সময়ের অপেক্ষা
তোমার পাশে ততক্ষণ আমার যায়গা ছিলো যতক্ষণ আমার প্রয়োজন ছিলো
এখন প্রয়োজন শেষ আমি এখন অবহেলার পাত্র
তোমার ভূলটা হয়তো আমার কাছে বড়ো একটা কঠিন কাজ
যেটাই আমি সফল হতে পারছি না
তবে পারবো কিনা জানিনা
কারন তোমায় যে আমি ভালোবাসি পাগলের মতো
কি এক অদ্ভুত মায়া আছে তোমার কাছে যার কারনে শত অবহেলার পরেও
তোমার কাছ থেকে দুরে সরে যেতে পারছি না
সব অবহেলার একদিন সমাপ্তি হবে আমার মরনের দিনে
তুমি থাকবে ভালো আমিও থাকবো ভালো শুধু পার্থক্য একটাই
তুমি অন্যের বুকে আর আমি আবদ্ধ চার দেয়ালের ভেতরে
মিশে থাকুক তোমার অবহেলা আমার রক্তে
ronymampi26@gmail.com