👇সব চেয়ে সেরা বাছাই করা পোস্ট গুলি এখানে দেখুন 👇
এক এক জনের কাছে একটা ছদ্মবেশী নাম
যেন একটা কলঙ্কিত নাম
বাবার কাছে অপদার্থ ।
মায়ের কাছে কুলাঙ্গার।
বোনের কাছে পাগল ।
পারা প্রতিবেশীদের কাছে বেয়াদব ।
প্রেমিকার কাছে ছেচরা, নির্লজ।
প্রতিটা ছেলের মন নামক বস্তু ভর করে প্রতিটা শরীরে
তারা চায় তাদের এলোমেলো জীবন টাকে কেউ ভালোবাসুক
ছেলেরা যতই খারাপ হোক না কেনো তারা চায় তাদের মা বাবা ঠিক আগের মতোই আদর করুক
মন খারাপের দিনে কেউ পাশে এসে বসে বলুক যা হয়েছে হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না
ছেলেদের ও ইচ্ছে হয় তার প্রেমিকা তাকে একটু শ্বাসন করুক
অভিমান করলে যেনো রাগ ভাঙিয়ে আবার হাসি ফুটিয়ে দেয় ।
রাস্তায় দোকানে সিগারেট খাবার সময় সে দেখতে পেয়ে এসে একটু বকা দিক।
একটু শ্বাসন করুক আর রাগান্মিত হয়ে বলুক আর যেনো সিগারেট খেতে না দেখি।
ঠিক দুপুর বেলা রোদ্দুর মুখো আকাশের নিচে দারিয়ে কেউ তার জন্য একটু অপেক্ষা করুক।
কিংবা শিতের সকালে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে কেউ হাতের উপর হাত রেখে হাটুক।
ছেলেদের ও ইচ্ছে হয় কেউ মধ্যেরাতে ঘুম ভাঙিয়ে চুপিচুপি গলায় বলুক ভালোবাসি তোমায়
ছেলেদের ও ইচ্ছে হয় মন খুলে বার সাথে কথা বলতে বলতে ইচ্ছে হয় বাবা ভালো আছো
পকেট খরচের টাকা বাচিযে ছোট্ট বোনের জন্য গিফ্ট নিয়ে যাওয়া ছেলেটি
বোনের কাছে এতটুকু আশা রাখতেই পারে
সে জিজ্ঞেস করুক দাদা আজকে তোর পছন্দের রান্না কি করে খাওয়াবো
অপদার্থ বলে গালি দেওয়া বাবা একটু বলতে পারে আজ সারাদিন কোথায় ছিলিস রে
কুলাঙ্গার বলে গালি দেওয়া মা একটু শ্বাসন করে বলতে পারে
সারাদিন কি খেয়েছিস চল এখন আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো
ছেলে হয়ে এতটুকুও আশা রাখতেই পারে
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির ও ইচ্ছে হয় তার মায়ের আঁচলের নিচে একটু দির্ঘশ্বাস ফেলে ঘুমাতে
বাবা হাতের ছোঁয়া দিয়ে বলুক।
আয পাশে বস চল আজ বাবা ছেলে দুজনে মিলে আড্ডা দেবো
বাবার কথা চিন্তা করে বোনের ভবিষ্যত এর কথা চিন্তা করে
কিছু না বুঝে না জেনে অন্য একটি মেয়ে তার উপর ভরসা করে আছে
তাকে সুখে রাখার কথা চিন্তা করে রাতে চোখ ভিজিয়ে কান্না করা ছেলেটি
সকাল হলে হাসিমুখে
সবার সাথে হাসির মধ্যে দিয়ে দিন চলে যাচ্ছে
তবে সে জানে তার ভেতর কত জনের চিন্তা নিয়ে তাকে প্রতিটি সময় কাটাতে হয়
ছেলে হয়ে জন্মানো যেনো একটি বিষাক্ত শব্দ
কারও নির্ভরতা পায় না নির্ভর তার মানুষটি যেনো বুঝতেই চায় না সহজে
ছেলে শব্দটির পেছনে লুকিয়ে আছে হাজার প্রতিকুলতার গল্প
সংগ্রামী জীবন
ছেলে মানে মায়ের গর্ব
বাবার শক্ত হাত
বোনের ভরসা আর প্রেমিকার বেঁচে থাকার ভালোবাসা
ronymampi26@gmail.com