বন্ধুত্ব ও ভালোবাসা। প্রেম কাহিনী। বিরহ প্রেম কাহিনী। মনের বেদনা

2
⚘ নতুন পোস্ট📲



একটা মানুষ এক জীবনে দুইটার সাথে পরিচয় করে দিলো অবহেলা আর ভালোবাসা,,,। 

প্রথম প্রেম যখন জীবনে এলো তখন নতুন নতুন স্বপ্নের ঝুড়ি সাজালো,, ধীরে ধীরে যখন পুরাতন হতে লাগলো তখন গল্প কথা আর দূরত্ব বাড়তে থাকলো,,,। 

একটা সময় অবহেলার তীর ছুড়ে মারলো ধীরে ধীরে হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেলো,, তবে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটা পাওয়া হলো,,,।

কি করে একা চলতে হয়, কি করে একা বাঁচতে হয় সবকিছু শিখিয়ে দিয়ে গেলো,,।

পরিশেষে স্বার্থপর হয়ে বাঁচতে হয় সেটাও বুঝিয়ে গেলো,, সহজ সরল মানুষদের প্রেমে পড়ার অধিকার নাই এটাও বুঝিয়ে গেছে,,,। 

এই পৃথিবীতে যে যত সম্পর্কে সৎ, স্বার্থ ছাড়া ভালোবাসবে তাকে ঠিক তত নির্মম ভাবে ভাঙ্গতে হবে,,,,। 

দমবন্ধ করে কাঁদতে হবে,, তাই প্রিয় মানুষটা যখন জীবনে আসে তখন ভালোবাসা শেখায়,,,।

আর যখন চলে যায় তখন অবহেলা আর বাস্তবায়ন শিখিয়ে যায়💔🥀🖤

#অনি

একটা নির্দিষ্ট সময়ের আগে তুমি কারো ভালবাসা না পেলে এবং কাউকে ভালবাসতে না পারলে, তুমি পৃথিবীর অর্ধেক সুখ থেকে বঞ্চিত।

    #হিমাদ্র

যারা এক সময় আমাদের অভ্যাসে ছিল,সে মানুষটা হুট করে চলে গিয়ে,একা বেঁচে থাকা শিখিয়ে দেয়....!!!

তারা বুঝিয়ে দেয়, পৃথিবীতে সব অভ্যাস ছেড়ে আসা যায়!সেটা নিকোটিন আসক্তি কিংবা,তোমাতে আসক্তি...!!!!

মুছে ফেলে তুমি নামক মরিচীকার সবটুকু স্মৃতি
জীবনের সংবিধান তবে নতুন করেই রচি।
যেখানে তুমি আর নেই এটা যতটুকু  সত্যি তেমনি সেখানে আমার আমিটাও আর নেই এটাও ততটুকুই চিরন্তন, ততটুকুই সত্যি...!!!! 

যে অভ্যাসে তুমি লেগে থাকো সে অভ্যাস সায়ানাইডের চেয়েও বিষাক্ত, 
যে অভ্যাসে তুমি লেগে থাকো সে অভ্যাসের আসক্তি কোকেইনের চেয়েও ভয়ংকর...!!!! 

ওসব অভ্যাসের সৎকারে  আর আমার আমিটার বিসর্জনে তুমি নামক নিষিদ্ধ, সবচেয়ে ঘৃণ্য পাপটুকুর প্রায়শ্চিত্ত হোক তবে, অবশেষে...!!!🖤🖤🥀
#পুতুল✍️✍️✍️

মানুষ নাকি আশায় বাঁচে 'একটা স্বপনে বাঁচে 'প্রত্যাশায় বাঁচে। নিজের ইচ্ছে বা রাতে চোখ বন্ধ করলে একটা সুন্দর সকালের আশায় বাঁচে।
 আশা ছাড়া নাকি মানুষ বাঁচতে পারে না।এর মধ্যে কোন টাই আমার  ভেতর নেই।চোখ বন্ধ করলে যে একটা সকাল দেখবো সে আশা টুকু ও রাখি না।হয় তো ইচ্ছে ও নেই।তাহলে আমি কি মৃত্য। না আমি মৃত্য মানুষ তো নই।আমি রক্তে মাংসে গড়া মানুষ মাএ।বয়স টা বেশি না হলেও জীবনে অনেক কিছু ই দেখে ফেলেছি।আমি হয় তো মারা যাই নি তবে সেটাকে বেঁচে থাকা ও বলে না।বেঁচে থেকেও মরে যাচ্ছি ক্ষনে ক্ষনে, ভেতরে যে ভীষণ  ক্ষত কে বা জানে। 🖤💔
#অভিমানী ✍

একটি মন ভাঙার গল্পে শেষে 
একাকিত্ব আর হতাশায় জন্মানো একটা  শক্ত মন নিয়ে শুরু হয় জীবনের নতুন পথ চলা
#গল্পকথা

ভালোবেসে ভুল করিনি। ভালোবাসার মতো অসাধারণ অনুভূতি অার কিছুতেই নাই। তবে হ্যাঁ,মানুষ চিনতে ভুল করেছি। তার যত্ন নেয়া, একটুকুতেই বিশাল চিন্তার পাহাড় তার চেহারায় দেখা কিংবা অামার ছেড়ে যাওয়ার সম্ভাবনায় তার উন্মদ হয়ে যাওয়া সবকিছুই মিথ্যে ছিলো। বুঝতে পারিনি।

ভালোবেসে ভুল করিনি, ভুল করেছি মানুষ চিনতে।

#রিমশা

রক্তের সম্পর্কের বাইরে যদি কোন শ্রেষ্ঠ সম্পর্ক থাকে তার নাম হলো বন্ধুত্ব,,।

তবে শুধু নামে বন্ধুত্ব এমন অনেক সম্পর্ক আছে,, তবে সেটা বন্ধুত্ব হতে পারে না,, কিছু দিন পর ভেঙ্গে যায়,,,। 

বন্ধু তো সেই যার কাছে নিজেকে পুরো পুরি ভেঙ্গে গুড়িয়ে রেখে দেওয়া যায়,,।

যার কাছে নিজেকে কখনো লুকাতে হয় না,, যার সাথে কথা বলতে মনের শান্তি খুঁজে পাওয়া যায়,,,। 

যাঁর কাছে কিছু বলতে গেলে ভাবতে হয় না,,প্রচন্ড মন খারাপের সময় যার কাঁধে মাথা রেখে মনের ব্যাথা বলা যায়,,,। 

বন্ধু তো সেই যখন যন্ত্রণা সইতে না পেরে জরিয়ে ধরে কান্না করা যায়,,। 

তবে তারা বন্ধু হতে পারে না যারা মজার ছলে অপর পাশের মানুষটাকে অপমান করে,,,। 

প্রচন্ড মন খারাপের সময় যখন বন্ধুর কাছে আসে সেই মানুষটাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তবে সেই মানুষ গুলো কারো বন্ধু হওয়ার যোগ্য থাকে না,,,। 

বন্ধু হবে সে যার কাছে নিজের কিছু গোপন করতে হবে না,, আর না নিজেকে লুকাতে হবে,,। 

বন্ধু সেই যার কাছে নিজেকে জমা রাখা যাবে,, মন খারাপ হলে শক্ত করে জরিয়ে ধরে বলবে আমি আছি তো চিন্তা করিস না,,,।

সত্যি এমন বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার,,যার এমন একটা বন্ধু আছে সেই মানুষটা সত্যি খুব ভাগ্যবান,,,.

তবে এমন বন্ধুত্ব আমি দেখেছি প্রচন্ড মন খারাপ তারা একে অপরের অবলম্বন হয়েছে,,,। 

নিজেদের হাসি আনন্দ টুকু ভাগ করে নিয়েছে,,ভরসা যুগিয়েছে,,,। 

সত্যি সেই সম্পর্ক গুলো চির অমর হোক হাজার বছর বেঁচে থাক সেই বন্ধুত্ব গুলো💕💓💕

💕💕পুতুল অভিমানী 💕💕

#অনি
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা,তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাস পূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিলো....!!!!

 তাকে কখনো অবহেলা করবেন না। আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না। তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত। মনে রাখবেন- আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে,তবে সত্যিকারের ভালোবাসার এই পৃথিবীতে বড়ই অভাব....!!!!🖤🖤
#পুতুল ✍️✍️

এই শোনো! আজও কি তুমি রাত জাগো? আজও কি আমার কথা ভেবে ঘুমোতে যাও? আজও কি আমায় নিয়ে স্বপ্ন বুনো? আচ্ছা তোমার অনুভূতি গুলো কি আজও তেমনি আছে? বছর খানেক আগে যেমন ছিলো বৃক্ষের কচি পাতার মতো সতেজ! নাকি তা আজ রুক্ষ মরুভূমিতে রুপান্তরিত হয়েছে। আচ্ছা! তোমার মনে আছে সেই ক্ষুদে বার্তার আদান-প্রদানের স্মৃতি।  রাত জেগে দুজনে করেছি কতই না খুনসুটি।  মনে পড়ে সেই দিন গুলো? জানো কি তুমি?? তোমায় নিয়ে লিখা কবিতা গুলো আজও আমার ডায়রীতে বন্দি পড়ে আছে। কতকাল কাউকে পড়ে শোনানো হয়নি তোমায় ভেবে লিখা সেই কবিতাগুলো। বড্ড অভিমানি তুমি জানো?আকাশ ছোয়া অভিমান তোমার। সত্যি বলতে আমার ও যে কম ছিলো না। পাহাড় সমান অভিমানের আড়ালে কখন যে ভালোবাসা ঢাকা পড়ে গেছে, তা বুঝতেই পারিনি। আমাদের মাঝে যে যোজন মাইলের দূরত্ব তৈরি হয়েছে তা তো খেয়াল ই করা হয়নি। একি তুমি কাঁদছো যে!! আমি তো কাঁদাতে চাইনা তোমাকে। আমি চাই তুমি ভালো থাকো,আমায় ভুলে গিয়ে নিজের নতুন জীবনকে আকরে ভালো থাকো। আমি বলছিনা তুমি ফিরে এসো,আমি বলছিনা তুমি থেকে যাও। আমি শুধু বলছি তুমি ভালো থেকো আর শুধুই ভালো থাকো। আমার স্মৃতিচারণ তো শুধুই তোমায় ভালোবেসে। ভুল বুঝো না গো আমি যে বড্ড অপারগ তোমায় ভালো রাখতে।। ব্যর্থতা যে আমার শিরায় শিরায় বহমান। তবে ভয় নেই ভুলে যাবো না কখনো। হৃদপিন্ডের রক্তক্ষরণ হয়ে বেঁচে রবে তুমি চিরোকাল আমার এ ছোট্ট হৃদয় কুটিরে। 

#তৌফিক

বেশি হাসি খুশি থাকা
মানুষ গুলো হয়তো দু আা তে নিজের জন্য নিজের মৃত্যু কামোনা করে

#গল্পকথা

আজ যেই আমিটাকে তুমি দেখছো সে অন্য কেউ।
এ এক অন্য রকম আমি।তোমার সম্পূর্ণ অপরিচিত এক আমি।ভেঙ্গে চূড়ে তছনছ হবার পর নতুন করে জেগে  আমি।।

এই আমিটা এখন আর তুমি হীনতায় ভুগি না,তোমার জন্য কাঁদি না।এখন আর তোমার জন্য বুকের ভেতর খাঁ খাঁ করে পোড়ে না।এমনকি এখন আর তোমার জন্য আফসোসও করি না।

অথচ আজ তুমি বলো আমি নাকি বদলে গেছি। তুমি নাকি আমায় চিনতেই পারো না।এই আমিটার মাঝে তুমি নাকি আগের আমিটাকে খুঁজেই পাওনা।

আচ্ছা তোমরা ভালোবাসার মানুষগুলো এমন কেন বলতে পারো?বেঁচে থাকতে ফিরেও তাকাও না আর মরে গেলে বলো বদলে গেছি চিনতে পারো না।কি আজব এই তামাশা! অপেক্ষা করলে উপেক্ষা করো আর উপেক্ষা করলে অপেক্ষা করো।💔🖤
#অভিমানী

তাকে ঘৃনাতেও রাখি না ; পার্থনাতেও না, যে ছেড়ে গেছে সমস্ত অধিকারের গল্প মুছেই ফেলে ছেড়ে গেছে ; সে আমার কেউ না।
 
         #হিমাদ্র

এতটা ভালোবাসার পরেও যদি কখনো কোন মানুষকে হারাতে হয় তবে ভালোবাসার কি মূল্য বলো,,,।

এত আত্ননাদ যদি তার কানে না পৌঁছায় তবে কি হবে এত আত্ননাদ দিয়ে,,,। 

যদি আগলাতে গেলে মানুষ হারিয়ে যায় তবে আগলানোর দরকার কি বলো,,,।

যত্নের বিনিময়ে যদি অবহেলা দেয় তবে সেই যত্নের মূল্য কি বলো,,,।

পরি শেষে বুঝা গেলো সবি মিথ্যে মায়া মিথ্যা মোহ,,এবার যে জরিয়ে গেছে ভালোবাসায় সে জানে জীবন কতটা নিরমল আর আনন্দহীন,,,,। 

#অনি

হঠাৎ করেই একদিন অনেক অপূর্ণতা নিয়েই বিদায় নেব পৃথিবী থেকে। হয়ত অনেকেই জানবে না শেষ বিদায়ের সময়। বহুদিন পর কোন বৃষ্টি সন্ধ্যায় কিংবা পূর্ণিমা রাতে মনে পড়বে কি আমায়।

#অপরিচিতা

কাউকে ভালোবাসার অনেক পথ আছে
তবে ভুলার কোনো পথ নেই
ভালোবাসার মতো আনন্দদায়ক   জিনিস পৃথিবীতে আরেকটিও নেই।

ভালোবাসার যন্ত্রণা কত যে মধুর তা
বয়ানের ভাষা আমার কাছে নেই।

আমি যখন প্রেমে পড়ি মনে হতো
আমার পেটের ভেতর একটা প্রজাপতি ছুটাছুটি করছে।

তুমি যখন কাউকে ভালোবাসবে
এক বুক সমুদ্র নিয়ে ভালোবেসো।🖤🖤

     ---হুমায়ূন ফরিদি
#পুতুল

তোমার সাথে কথা বলতে চাওয়ার প্রচন্ড ইচ্ছে সত্ত্বেও জানানো হয়না, তোমাকে বলার অধিকার নেই তোমাকে ভীষণ মিস করছি। তোমার অসুস্থতা কিংবা মন খারাপে আমারো খারাপ লাগে ভীষণ।

তোমার হাসি মুখের কারণ হতে আমার খুব ভালো লাগে। তোমার হাসি মুখ আমারও হাসির কারণ।

মন চাইলেই পারিনা তোমার কথা শুনতে, তোমাকে হঠাৎ করেই ফোন দিয়ে আমারো মন খারাপের গল্প গুলো শুনাতে।

পৃথিবীর অন্যতম একটি নেশা হয়ত কারো কথার মায়াই জড়ানো, কারো কথা শুনে ঘুমাতে যাওয়ার অভ্যাস করা। খুব ভয় করে আমার এই নেশায় জড়াতে অথচ তুমি কত সহজেই আমাকে এই নেশায় জড়িয়ে আসক্ত করে নিয়ছো।

ভালো থেকো প্রিয়, নিজের উপর নিজেরই শুধু অভিমান জমে তোমার জন্য। একটু বুঝতে লিখো, নিজের খেয়াল রেখো।

#অপরিচিতা

সে আমায় জিজ্ঞেস করে
আমি স্বপ্নে দেখি কারে আজকাল
তারে কি করে বোঝাই বলো তো
আমি যে ঘুমাইনা কতকাল!!
সারারাত জুড়ে চোখের স্বপ্ন ছিলে তুমি !!
তবে কেনোই বা আজ চোখের জল হলে!💔🖤
#অভিমানী

যে মানুষটা আপনার সাথে ২ ঘন্টা কথা না বললে অস্থির হয়ে যেত আপনার চিন্তায়, আপনার কোন সমস্যা হল কি না....!!!

অথচ আজ দেখেন ২ঘন্টা কেন,২মাস‌ও কথা না বললে কোন আফসোস হয় না তার!হতে পারে তার আপনাকে আর সহ্য হয় না....!!!

 বরং আপনি মেসেজ করলে,সে বিরক্ত হচ্ছে! এই ক্ষেত্রে আপনার প্রতি তার মোহ ছাড়া আর কিছু ছিল না!এ অবস্থায় কান্নাকাটি অথবা নিজেকে অসহায় প্রমাণ করা আপনার কাজ নয়....!!!

আপনার কাজ হলো, তার মেসেজ এর অপেক্ষা না করে সব মেনে নিয়ে ভালো থাকার চেষ্টা করা!একটু ভেবে দেখুন, রাত জেগে ,ঘুম নষ্ট করে, কান্নাকাটি করলে কি, সকালে তার সাথে বিয়ে হয়ে যাবে,,,?বোকা...!!!🖤🥀
#পুতুল ✍️✍️

যারা সব দুঃখ কষ্ট মেনে শিখে গেছে! তারা ভালো থাকা শিখে গেছে! যারা ভালো আছে তারা মেনে নিতে জানে! আর যারা মেনে নিতে জানে না,বা মানতে পারে না, তারা সারা জীবন কষ্ট বয়ে বেড়ায়....!!! 

হাজারো সুখের মাঝেও তারা সুখ অনুভব করতে পারে না! আপনিও মেনে নিতে শুরু করেন দেখবেন আপনিও সুখে আছেন! দেখবেন বরাবরই আপনি ভালো আছেন....!!!🖤🥀
#পুতুল✍️✍️

একটা মানুষ যখন আত্মহত্যা করে তখন সবাই শুধু ভাবতে থাকে যে সেই প্রেমে ব্যর্থ বলে এই কাজ করছে,,,। 

বা নির্দিষ্ট কোন একটা মানুষ এর অবহেলায় এমন করছে না এমনটা নয়,,।

অনেক গুলো মানুষের অবহেলা অনেক ছোট বড় কথা সব কিছু কি এক সাথে উপেক্ষা করা যায়,,। 

না যায় না তাই তাদের পরিকল্পনা শুরু হয় আর ধিরে ধিরে নিজেকে মেরে ফেলার প্রস্তুতি নিতে থাকে,,,।

হয়তো তা সফল হতে অনেক সময় লাগে,, অনেকের তো বছরের পর বছর গেলে যায়,,।

তবে সে এক সময় সফল হয়,,পরে সবাই তার ভাগ্যকে দোষ দেয় নয়তো প্রেম কে,,।

তবে এর কতটুকু সত্যি আমি জানি না,, তবে একটা মানুষকে মেরে ফেলের জন্য কিছু মানুষ এর অবহেলা অপমান তুচ্ছ তাচ্ছিল্য করাই যথেষ্ট 💔🥀🖤

#অনি

মানুষ বদলায়, মানুষের প্র‍্যায়োরিটি বদলায়; কেউ স্বার্থের জন্য বদলায়, কেউ বদলায় স্বভাবের জন্য আবার কেউ বদলায় নিতান্তই শখের বসে। পৃথিবীতে কোনো কিছুই ধ্রুব নয়, সবই পরিবর্তনশীল আর এটাই চরম সত্যি। পৃথিবীতে কোন কিছুর শুরু আছে মানে তার শেষ ও আছে।সেটা জীবন হোক ভালোবাসা হোক বা অনুভূতি। সবকিছুর শেষ আছে।
পৃথিবী টা কম সময়ে র হলে ও এখানে মানুষ এর দেওয়া দুঃখ গুলো খুব দীর্ঘ হয়। 💔🖤
#অভিমানী ✍

বেঁচে থাকতে কিংবা হারিয়ে যাওয়ার পর আমরা প্রতিটি সম্পর্ককে যত গুরুত্ব দেই; সেই সম্পর্কগুলো থাকতেও যদি ততটাই গুরুত্ব, ভালোবাসা দেয়- তাহলে আমাদের বেঁচে থাকতে এতটা কষ্ট লাগত না। জীবনও অনেক সুন্দর ও সহজ হতো।

#অপরিচিতা

সোমা,

তোকে আজ এতো বেশি মনে পড়ছে কেনো জানি না। তোর জন্য আজ বেশি কষ্ট ফিল করছি। অনেক মিস করছি তোকে। আচ্ছা, ভালোবাসার মানুষ গুলো কেনো এতো কষ্ট দেয়? সত্যি ভালোবাসলে কেনো ঠকতে হয়? আসলে ভালবাসলে সবসময় ঠকতে হয়না। তোর মত বেইমান আর প্রতারকদের ভালবাসা উচিত না। নিকৃষ্ট প্রাণীদের মত তোদেরকে অবহেলায় ফেলে রাখা উচিত। 

জানিস সোমা, তোকে আমি ভালোবেসেছিলাম। তুই তো প্রতারণা করে চলে গেলি। তারপর অনেকদিন আর কাউকে ভালোবাসা হয় নি। একদিন হুট করে কোনো এক ঝড়ের রাতে আমি আবার ভালোবাসতে শুরু করলাম। আর কাউকে নয়, তোকেই। সেই মুখস্থ বাংলালিংক নাম্বারে একটার পর একটা কল দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম। এ ক্লান্তি, এ অবসাদ শরীরের নয়, মনের। পরিচিত নাম্বারটা অনেক আগেই বদলে ফেলেছিলি তুই। অনেকক্ষণ কাঁদলাম। মনে হচ্ছিল, তোকে সামনে পেলে সান্তনাকাতর শিশুর মত তোর কাঁধে মুখ গুঁজতাম। কিন্তু আফসোস, মুখ গুঁজবার মত সামনে ফিরোজা রঙের দেয়াল ছাড়া কিছু দেখলাম না। আচ্ছা, খুব বেশি সুখী হয়েছিস তুই? খুব জানতে ইচ্ছে করছে আজ। কেন তোকে আমার সারাক্ষণ মনে পরে? আর আমার ৭ বছরের বন্ধুত্বের সাথে প্রতারণা করতে তোর কি একটুও ভাবতে হয়নি?

আজ মন খারাপের রাত গুলোকে কাটিয়ে দিয়েছি নিস্তব্ধতার আড়ালে। কষ্ট গুলোকে লুকিয়েছি মেঘের ভাঁজে ভাঁজে। অন্ধকারে বিলীন করেছি বিষাদের আবরণ। আজকাল ঘুম গুলোকেও হাওয়ায় ভাসিয়ে দিয়েছি। বেদনার রঙ ছড়িয়েছি ওই দূর পাহাড়ে। পাখির ডানায় মেলিয়ে দিয়েছি সমস্ত অভিমান, অভিযোগ। ক্ষতবিক্ষত হৃদয় লুকিয়েছি প্রিয়জনের হাসিতে, চাওয়া পাওয়ার হিসাব মিলিয়েছি নোনাজলে সিক্ত বালিশে। কেন কেন গুলো মিলাতে গিয়ে ক্লান্ত পথিকের বেশ। অনেক তো হলো লুকোচুরির খেলা। বেলা শেষে শূণ্য হাতে নীড়ে ফেরার পালা। অনেক তো হলো আর কত? রোজনামচার খাতায় ভারাক্রান্ত হৃদয়ের খোঁজ, নীরবতার স্বাক্ষী বারংবার লিখে দিয়ে যায় একাকীত্বতার অভিশাপ আর পেছনে ফেলে যায় বেইমানী আর প্রতারণার আর্তনাদ।

জানিস সোমা, ভেতরের কষ্টগুলো যখন কোনোভাবে প্রকাশ করা যায় না, যখন আমরা পারি না কাউকে বোঝাতে নিজেদের কষ্টগুলো, তখন কোনো এক বদ্ধ ঘরের চার দেয়ালে কষ্টগুলো প্রকাশ পায়। যে চোখ অল্প-সল্প বিষয় নিয়ে অভিমানে সিক্ত হয়, সেই চোখ সীমাহীন ভালবাসার স্বপ্ন লালন করতে জানে।
 
ভুলেও আজ আমি আর তোকে ভুলতে যাওয়ার দুঃসাহস করিনা। যত ভুলতে যাই তত মনে ব্যথার সৃষ্টি করে। নতুন করে স্মৃতিরা বুক কামড়ে ধরে। সব কিছু ভুলতে হয় না। কিছু জিনিস মনে লালন করতে হয়। তাতে ব্যথা হলেও শিক্ষা পাওয়া যায়। নতুন ভুল করা থেকে রক্ষা পাওয়া যায়।

মন থেকে তুই খুব একটা দূরে নয়, মনের খুব খুব খুব কাছে। তবুও কখনো কখনো সত্যিই অনেক দূরের মনে হয় যা অতিক্রম করা বাস্তবিকপক্ষে কষ্টসাধ্য হয়ে যায়। তোর কি মনে আছে, তুই একদিন বলেছিলি, আমাদের বন্ধুত্বটা টম এন্ড জেরির মত। একবার ভেবে দ্যাখ, টম এন্ড জেরির বন্ধুত্বটা প্রতারণা আর বেইমানীতে ভরা। ভাবতেও কেমন অস্বস্তি লাগে। তাই না?
  
দোস্ত, তুই কি জানিস ভালবাসা আসলে কি? আমি বলছি শোন, তোর জন্য বুকের বাঁপাশে প্রচন্ড ব্যাথা অনুভব করার নামই হয়তো ভালবাসা। তোকে নিয়ে এক অকৃত্রিম পৃথিবী গড়ার প্রত্যাশার নাম ভালবাসা। অন্য সবার ভীড়ে তোর অনুপস্থিতি আর চাতকের মত তোকে খোঁজার নামই ভালবাসা। কারণে বা অকারণে তোকে মনে পড়ার পর না খুঁজে পাবার অস্থিরতায় শরীর নিস্তেজ হয়ে যাওয়া, নিশ্বাস নিতে কষ্ট হওয়ার নাম ভালবাসা। এই যে তোকে খুঁজা, তোর জন্য অস্থিরতায় কাতর হওয়া, একা বড় একা শূন্য মনে করা, মরার আগে বেঁচে থেকেও মৃত মনে হওয়া। বুকের বাঁ পাশে আজও তোর নামে যে চিনচিনে ব্যথাটা হয়, এটাকেই বুঝি মানুষ ভালোবাসা বলে? প্রকৃত প্রেম লবণের মতই হওয়া উচিত যার উপস্থিতি না বুঝলেও তার অনুপস্থিতি যেন বুঝতে পারা যায়। আর অভিমানটাও ঠিক তেমনি, পরিমিত হওয়া উচিত। বেশি হলেও হবে না, আবার না থাকলেও হবে না। লবন যেভাবে তরিতরকারিতে থাকতেই হবে, অভিমানটাও থাকা চাই নয়তো ভালবাসার মূল বিষয়টাই উপলব্ধি যেনো হয় না। 
শত শত অভিমান থাকা চাই ভালোবাসায়, নয়তো ভালবাসাটাই ফিকে মনে হয়। আর আমার ভালবাসাটাইতো তুই বুঝতে পারিস নি। অভিমানটা বুঝবি কিভাবে। আর তাছাড়া ভালবাসা, অভিমান এই শব্দগুলো বেইমান প্রতারকদের জন্য বড়ই বেমানান।

সোমা, সত্যিই কি কখনই তোকে ক্ষমা করতে পারব না? মনে হয় না। কারণ তোকে ক্ষমা করা মানে কোন এক বেইমানকে আস্কারা দেয়া। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত বলব, তুই অপরাধী, তুই চরম প্রতারক।

#তৌফিক

আমি তখনও তোমাকে ভালবেসেছিলাম, যখন তুমি প্রথম মিথ্যাটা বলেছিলে।

যখন একদম সময় দাওনি, তখনও ভালবেসেছিলাম।

যখন দেখা করবেনা বলেছিলে, তখনও ভালবেসেছিলাম।

কোনদিন কল না দেওয়া তুমি যেদিন কল দিয়ে গালাগাল করেছিলে, তখনও ভালবেসেছিলাম।

যখন ফ্রাস্ট্রেশনের নামে মাসের পর মাস যোগাযোগ করোনি, তখনও ভালবেসেছিলাম।

যখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে ছিলাম, অথচ তুমি খোঁজও নেওনি, তখনও ভালবেসেছিলাম।

তখনও ভালবেসেছিলাম,  যখন তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে।

যখন সবচেয়ে বেশি তোমাকে দরকার ছিল, তুমি ছিলে না পাশে, তখনও ভালবেসেছিলাম।

যখন তুমি ভালবাসোনা বলেছিলে,
তখনও ভালবেসেছিলাম। 

ফাইনালি যখন তুমি ছেড়ে গিয়েছিলে আমাকে, আমি তখনও ভালবেসেছিলাম।

আমি এখনো ভালবাসি।

লেখাঃমহসীন

#অনি

আপনাকে ভুলে যে দিব্যি হেসে খেলে দিন কাটাচ্ছে
তাকে ভেবে কান্না করাটা বোকামি ছাড়া কিছুই না

#গল্পকথা

জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর 
শরৎচন্দ্র বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই ডাকেনা, দুরেও ঠেলে দেয়....!!!
ভালোবাসার মানুষকে সবসময় পাশে পেলেই কিন্তু ভালোবাসা হয় না , একাকিত্ব সময়ে কারো স্মৃতি বয়ে বেড়ানোও ভালোবাসা.....!!!🖤🥀
#পুতুল✍️✍️

কখনো কখনো আমরা নিজের অজান্তেই কোন কোন মানুষকে অনেক বেশি আপন ভেবে নেই, অনেক গুরুত্ব দিয়ে দেই; অথচ অপরপক্ষে মানুষটা তা বুঝতেও পারে না। তাকে বোঝানোও হয়না অথচ তাদের এই বেশি আপন ভাবটাই তখন নিজেকে শূন্য মনে হয়, ঐ মানুষটা জন্য সব কিছুর মধ্যে থেকেও মনে হয় কিছু নেই।

#অপরিচিতা

না পাওয়া জিনিস এর প্রতি আক্রোশন একটু বেশি হয়,,,।

আর পেয়ে হারানোর যন্ত্রণা খুব তীব্র হয়,,
যা নিরবে মানুষকে কুঁড়ে কুঁড়ে খায় 💔🖤🥀

#অনি

তুমিহীনতায় যেদিন আমার ভেতরের আমিটার মৃত্যু হয়েছিলো সেদিন তুমি একটিবারের জন্যে ফিরেও তাকাও নি।
কত করে অনুরোধ করেছিলাম,কেঁদেছিলাম,আকুতি মিনতি করেছিলাম অথচ তোমার কান পর্যন্ত তা কোনদিন পৌঁছালো না।তুমিহীনতার অসুখে দিনের পর দিন ভুগতে ভুগতে অবশেষে আমার আমিটাই একদিন মরে গেল!

আমি হাসতে ভুলে গেলাম,কাঁদতে ভুলে গেলাম এমনকি ভালোবাসতেও ভুলে গেলাম।
একটা ভেতরের আমি মরে যাবার যে কি ভীষণ যন্ত্রণা তা সেই মানুষটা ছাড়া আর কেউ বুঝবে না।

আজ আমি জ্যান্ত একটা লাশ গো!এখন আর তুমিহীনতার অসুখ আমায় কাবু করতে পারে না।
লাশেদের আবার অসুখ কি গো! লাশেদের যে অসুখ হয় না।লাশেদের কেবল পঁচন হয়,বিলীন হয়।আমারও তাই হয়েছে।তোমার উপেক্ষার চাদরে মুড়িয়ে অনেক আগেই তার দাফন হয়েছে।🖤💔
#অভিমানী ✍

তোমার অসহায়ত্বের কথাগুলো কেউ খুব মনোযোগ সহকারে শুনে যদি তার মনে মায়ার সৃষ্টি হয়,,,।

তোমার খোঁজখবর নিয়মিত রাখে তার মানে এটা নয় যে,মানুষটা তোমাকে ভালবাসে,,,।

মানুষটা শুধুমাত্র তোমার অসহায়ত্বগুলোর সমবেদনা জানাচ্ছে,,,।
তোমার দূর্বলতাগুলোর জন্য কেউ সুযোগ নিচ্ছে।দিনে দিনে তাদের কেয়ারিংগুলো বাড়াচ্ছে,তোমার সবটুকু দূর্বলতাকে হাতিয়ে নেবার জন্য,,,।।

পরিশেষে তোমার দূর্বলতার জায়গায় তোমাকে কঠিনভাবে আঘাত করে সেই মানুষটি নিরুদ্দেশ হয়ে যাবে,আর এটাই স্বাভাবিক আর হুম এমনটাই ঘটেছে প্রত্যেকটা দূর্বল মানুষের ক্ষেত্রে,,,। 

পৃথিবীর সবচেয়ে বোকা মানুষগুলোই নিজেকে ভেঙ্গেচুড়ে অন্যদের কাছে নিজেকে উপস্থাপন করে

নিজেদের অস্তিত্বের সবটুকুই অন্যের কাছে জমা রাখে।শুধু এটুকুই আশা করে,হয়তো সবকিছু শুনে মানুষটি তোমাকে খুব আপন করে নিবে,তোমার মনের সমস্ত যন্ত্রনাগুলো মুছে দিবে,তোমার সময়ে অসময়ে ভরসার একটা নির্দিষ্ট ঠিকানা হবে,সবরকম বিপদে আপদে,তোমার পাশে ছায়া হয়ে থাকবে,,,।

কিন্তু না এমন কখনো হয়নি,, যেটা হয়েছে সেটা হলো দূর্বলতা জেনে শুধু আঘাত করা,,শান্তি খুঁজতে গিয়ে মানসিক অশান্তিতে তলিয়ে যাওয়া,,। 

আদৌ কি সেইরকম মানুষ সবার ভাগ্যে জোটে?একদমই  সেই মানুষটির দেখা সবাই পায়না৷,,,। কল্পনার রং তুলি দিয়ে আঁকা একটা আশা বুকে লালন করে কেউ হয়তো যন্ত্রনাগুলো বাড়াচ্ছে,অনেকেই আবার অনাকাঙ্খিত স্বপ্ন পূরনে মরিয়া হয়ে উঠেছে,,,।।

এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকা সত্বেও তোমাকে ঠিকঠাক বোঝার জন্য একটা মানুষও কিন্তু তোমার জন্য বসে নেই,,,।।

তুমি যাকে ক্ষনিকের জন্য আপন ভেবে নিজেকে বারবার ভাঙ্গছো,অন্যদিকে খেয়াল করে দেখো,সেই মানুষটিই নিজেকে গড়ে তোলাতে বড্ড বেশিই ব্যস্ত,,।

তুমি যে মানুষটিকে নিয়ে স্বপ্নে সংসার সাজাতে ব্যস্ত,সেই মানুষটিই বাস্তব জীবনে অন্যকাউকে নিয়ে সুখের সংসার সাজাতে মহাব্যস্ত,,,।

তোমার বোকা বোকা ভাবনাগুলোর জন্য আসলে তুমি নিজেকে নিজেই ঠকাচ্ছো,,,নিজেকে ভরসা না করে,অন্য কারোর উপর ভরসার জায়গা খুঁজে নিজেই নিজের প্রতি চরম অন্যায় করছো,কিন্তু সবটুকুই নিজের অজান্তে,,।

আর তোমার বিবেকটা সেদিনই জাগ্রত হবে,যেদিন অতিরিক্ত আশা করার জন্য জীবন থেকে হারিয়ে যাবে অনেককিছুই,যেগুলো মোটেই ফেরত যোগ্য নয়,,।

তার সাথে হারিয়ে ফেলবে তোমার তুমিকে আর যখন সবটাই বুঝতে পারবে,তখন আপসোস করে শুধু  বলবে কেন করলাম এমন  নিজের প্রতি প্রচন্ড ঘৃনা করা ছাড়া তোমার হাতে কোন অপশন থাকবেনা,,,।

এই ঘৃণার কারণে নিজেকে নিজের কাছে বড্ড অসহায় লাগবে আর নিজেকে অসয্য লাগতে শুরু করবে,,কোথাও শান্তি মিলাতে পারবে না,,।

সেজন্য সময় থাকতে সতর্ক হও,নিজের প্রতি ভরসা বাড়াও,,নিজেকে বারবার অন্যের কাছে না ভেঙ্গে,নিজের কাছেই নিজেকে ভাঙ্গো,,,নিজের সমস্যাগুলোর সমাধানের পথ নিজেই তৈরি করো
আর নিজেকে নিজের মতো করে তৈরি করো,,,।

যাতে চাইলেও কেউ তোমাকে ভাঙ্গতে না পারে আর না পারে কষ্ট দিতে 💔🥀🖤

#অনি

"ভালোবাসার কাছে মানুষকে ফিরে যেতেই হয়।
সুখের হোক অথবা দুঃখের হোক, তার মতো স্মৃতি
মানুষের কাছে আর নেই।"🖤🖤🖤

---- রুদ্র গোস্বামী
#পুতুল

তুমি কতটা কষ্টে আছো 
এটা কখনো কেউ দেখতে আসবে না 
কিন্তু তুমি মন খুলে হাসো
এই হাসিটা হিংসা করা 
লোকের অভাব হবে না

#গল্পকথা

ভুলে যাবি? পারবি? এতো সহজেই ভুলে যাওয়া যায়? যখন মুঠোফোনে অন্য কেউ ফিসফিস করে ভালবাসি বলবে? মনে হবেনা আমায়? অসহ্য মনে হবেনা নতুন কন্ঠস্বর? ভারী হবেনা গলা?  . আর প্রথম স্পর্শ? হাতে হাত ছুঁইয়ে দিয়ে যেবার বললি ভুল করে হাত লেগে গেছে? ভুলে যাবি সেই সব কিছু? ঠোঁটের কাছে আলগোছে এঁকে দেওয়া চুম্বন?  এতোই সহজ?  আমায় শিখিয়ে দিবি ভুলে যাওয়া? তাহলে হয়তো আমিও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আচমকা অনি বলে ডেকে উঠবোনা, হু হু করে কেঁদে উঠবেনা ভেতরটা! একটু শিখিয়ে দিবি প্লিজ?  চাঁদ দেখে কিংবা বৃষ্টি দেখে মনে পড়ে যাবেনা পুরোনো স্মৃতি আমায় অতোটা শক্ত করে দিবি?  কৃষ্ণচূড়ার রঙ আমার ভেতরটা ফ্যাকাশে করে দেবেনা অতোটা বদলে দিবি আমায়? প্লিজ! দে না একবার!  আমার ভীষণ কষ্ট হয় অনি! যখন কেউ আমায় ভালবাসি বলে কেন তোকে মনে পড়ে বল দেখি অথচ কতো সহজে তুই বলে দিলি তোকে ভুলে যেতে, ভাল থাকতে শিখে যেতে। অথচ কিভাবে তোকে ছাড়া ভাল থাকা যায় সেটাই শিখিয়ে গেলিনা?  কেন বল দেখি? যদি তুই আমায় ভুলেই যেতে পারবি কেন আমি পারছিনা? তবে কি সেসব মেকি গল্প ছিল নাকি এখন তুই ও কষ্ট লুকিয়ে ফিরিস?  . কিভাবে পারিস বল দেখি এসব আমায় শিখিয়ে দিবি প্লিজ। আমিও ভুলে যাবো বৃষ্টির কদম, শরতের কাশ, আর কৃষ্ণচূড়া! ভুলে যাবো সব, নৌকা বিলাস, তোর আমার কাঁচামিঠে খুনসুটি, রাতজাগা ফিসফিস আমায় একটু শিখিয়ে দিবি প্লিজ? তাহলে আমিও ভালো থাকতে শিখে যাবো।

লেখা : রিংকি সাহা

#তৌফিক

কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন মানুষের জীবনে বদলে যাওয়ার জন্য। অনুপ্রেরণা হিসেবে কাজ করে ঐ সব অভিজ্ঞতা গুলো। তারপরও এগিয়ে যেতে হয় এই পথ চলায়☺☺☺

#তৌফিক

কখনো কাউকে এমন কিছু বলা উচিত না‌ যে সম্পর্ক ভালো থাকলেও পুরানো কোন কথা মনে দাগ পড়ে থাকে কিংবা সেই মানুষটি কোন কিছু হলেই সেই কথা বলে।

আর মানুষ তখনি এমন কোন কথা ধরে থাকে, যা সে ভুলতে চেয়েও পারে না। তার ক্ষতটা হয়ত বেশি গভীর।

তুমি হয়ত রাগ/ অভিমান থেকে বলছো কিন্তু অপরদিকে ঐ মানুষটা প্রচন্ড কষ্ট অনুভব করছে।

সে হয়ত সব ভুলে তোমার সাথে হাসি মুখে কথা বলছে ঠিকই কিন্তু ভেতরে তার ক্ষত ঠিকই গভীর।

তার কাছে নিজের এই যন্ত্রনাটা থেকেও সম্পর্কটা বেশি, তাই সে হাসি মুখে তোমার সাথে কথা বলছে কষ্টকে আড়াল করেই।

#অপরিচিতা

এক সময় ঘন্টার পর ঘন্টা কথা হলেও  এখন মাসে এক বার কথা হয় না। 

যে নাম্বারটা কল লিষ্টের সবার উপরে থাকতো সেই নাম্বারটা সারা কল হিস্ট্রিতে খুঁজেই পাওয়া যায়  না।

যার ফোনের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও সে ফোন দিতো অভিমানের বসে যদি বলে উঠতাম কেন ফোন দিলে আমার অভিমান না বুঝে দুম করে ফোন কেটে দিত।

আর আমি নির্বাক হয়ে ভাবতাম এতটা ভালোবাসার পরেও কি করে অবহেলা উপর দেয়।

যে মানুষটার সাথে কথা বলতে আমার মনে কোন দ্বিধা ছিলো না।
সেই মানুষটাকে এখন যোজন যোজন মাইল দূরে এখন চাইলেও আর তার সাথে যোগাযোগ হয় না।

এক সময় এক মূহুর্ত কথা বন্ধ হলে দম আটকে যেত আর এখন আর কথা হয় না।

হঠাৎ করে কথা কমে যেতে থাকে তারপর ধিরে ধিরে দূরত্ব বাড়তে থাকে আর এক সময় মানুষটা অচেনার মত আচরণ করে।

তখন হাজারো অনুভূতি থাকা সত্ত্বেও সম্পর্কটা  ভেঙ্গে যায়। 
সে হয়ে যায় প্রাক্তন। 

#অনি

যে মানুষটা আপনাকে বুঝে না,তাকে আপনি হাজার চিৎকার করেও বুঝতে পারবেন না!তার চেয়ে বরং চুপচাপ,নিরবে ভালোবেসে যান...!!!

যে আপনার নিরবতার ভাষা বুঝে না,সে আপনার চিৎকারে আওয়াজ ও শুনতে পাবে না....!!!💔🖤
#পুতুল ✍️✍️

না চাইলে ও যে সব চেয়ে কাছের মানুষ ছিলো আমি তাকে ও ছেড়ে এসেছি।
ছেড়ে আসাই তার ই ভালো হয়েছে।আজ তার সবকিছু হয়েছে।ভালোবাসা টা ও ছিলো দুই জন এর তবে অপমান আর অবহেলা টা তার চাইতে বেশী ভারী ছিলো।তাই আজ আমরা ভিন্ন রাস্তার পথিক।সবকিছু ছাড়তে ছাড়তে আমার কাছে আর কিছুই নাই ছাড়ার।আমি এখন তার খুব কাছে গিয়ে ও তাকে এরিয়ে চলতে পারি।ক্ষমতা ও হয়েছে।একটা একটা পরিবর্তন করতে মানুষ ভেতরের আমি টাকে মেরে পেলতে হয়। আমি হাজার বার মেরে ছি নিজেকে পরিবর্তন করতে।🖤💔
#অভিমানী ✍

একটা মানুষকে ঘিরে বাঁচতে চাওয়া আর বেহায়া হওয়ার মধ্যে পার্থক্য অনেকটা,,। 

কারণ ভালোবাসাতে গেলে মাথা নত করতে হয় তবে বেহায়া হলে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়,,। 

তবে আমি বলি ভালোবাসো মাথা নতও করো তবে অতিরিক্ত মাত্রায় না,,।

কারণ নিজেকে বিলিয়ে দিলে প্রতিনিয়ত অপমান অবহেলা ছাড়া কিছু পাওয়া যায় না,,,।

কারণ নিজেকে বিসর্জন দিয়ে ভালো থাকা যায় না,, যাকে পেতে গিয়ে নিজেকে হারাবে সেই তোমার হবে না 🥀💔🖤

#অনি

কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো।

সবার পছন্দ, ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছো, সে হয়ত তোমাকে মনেই রাখে না।

#অপরাচিতা

আমাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ অাছে যারা বেঁচে অাছে ঠিকই তবে তার ভিতরটা মরে গেছে। দিনশেষে কেউ কেউ আনন্দে বেঁচে থাকে আর কেউ কেউ বেঁচে থাকে শুধুইমাএ অভ্যাসে....!!!

তবে দুজনই মানুষই বেঁচে থাকে। খুব আনন্দে বেঁচে থাকা আর শুধুমাএ অভ্যাসে বেঁচে থাকা এই দুইয়ের মাঝে পার্থক্যটা অত্যান্ত জটিল। তবে আমাদের চারপাশে বেশিরভাগ মানুষই বেঁচে থাকে শুধুইমাএ অভ্যাসে.....!!!🖤💔
#পুতুল ✍️✍️

-ভেবে দেখুন,??
আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন,

অন্যকে খুশি করতে গিয়ে! পৃথিবীতে আপনি নিজে ভালো থাকতে এবং একসাথে অন্যদের ভালো রাখতে পারবেন না.!

- হয় নিজে ভালো থাকতে হবে অন্যকে কষ্ট দিয়ে নাহয় অন্যদের ভালো রাখতে হবে নিজে কষ্ট পেয়ে.!🖤💔
#অভিমানী ✍

তুমি আমায় ছেড়ে গেছিলা যখন,তখন পাগলের মত কেঁদেছি!😭
দিন রাত চোখ দিয়ে পানি ঝরছিল! 
কোন দিকে তাকালেই পানি ঝরতো! মনকে অনেক বুঝাতাম, কিন্তু কাজ হোত না!  
যখন ঘুম থেকে উঠতাম তখন দেখতাম চোখ দিয়ে পানি গড়িয়ে  পড়ে, মুখে শুকিয়ে আছে!

অবাক করার বিষয় হচ্ছে,সেই চোখের পানি গুলো কোথায় জানি হারিয়ে গেছে!এখন শত কষ্ট হলেও আর চোখে পানি আসে না!
আমার সামনে একটা মানুষ মরে গেলেও কষ্ট হয় না ‌বা চোখের পানি আসে না!
এতটা পাথর হয়ে গেছি আমি! তবে যার  জন্য আমি এতটা পরিবর্তন হয়েছি তাকে আমি কখনোই ভুলবনা! 

যার জন্য আমি প্রতিটা রাত শ্বাসরোধ এর মতো কেঁদেছি তাকে আমি এ জীবনেও ভুলব না!🖤🖤💔✍️✍️✍️
#পুতুল

কোন সম্পর্কেই কেউ কাউকে পুরো সময় দিতে পারে না। তবে যেটুকু সময় দিবে পুরোটা তাকেই দাও।

আমি কখনোই বলবনা আমাকে তুমি সব সময় প্র্যায়োরিটি দিবে, এটা বলা মানে নিজের সাথেও বোকামি করা। জীবনে প্রতিটি সম্পর্কের যেমন আলাদা মূল্য আছে তেমনি আলাদা সময় দিতে হয়।

একজন মানুষের জীবনে অনেক রকম সম্পর্ক থাকে, প্রতিটি সম্পর্কের আলাদা অর্থ, অনুভূতি তেমনি আলাদা কিছু দাবি, অধিকার; আলাদা কিছু যত্নেরও দরকার।

প্রতিটি সম্পর্কের সাথেই যদি তার অর্থ, অনুভূতি বুঝে যত্ন আর সময় দেয়া হয় তবে সম্পর্ক গুলোতে অভিমান, অভিযোগ কিংবা তৃতীয় কেউ এসে ফাটল ধরতে পারে না।

কেউ তোমার অপেক্ষায় আছে জন্য তুমি ইচ্ছে মত তার সাথে কথা বললে কিংবা অবহেলা করলে, ভাবছো কি হবে আমার রিপ্লাই তো দিবেই।

সরি বস্ , ভুলে যেও না অবহেলা কিন্তু মানুষকে পাল্টে দেয়। তুমি ব্যস্ত কিংবা সমস্যা তাকে বল, দেখবে ঐ মানুষটির প্রার্থনা তোমার জন্য থাকছে। অযথা কাউকে ধৈর্য্যের পরীক্ষা নিয়ে তার দীর্ঘশ্বাস না হয়ে তার প্রার্থনায় থাকো।

#অপরিচিতা

সুখ সেটুকুই যেটুকু আমাদের মুঠোতে ধরে, আর যেটুকু উপচে যায় সেটুকুই দুঃখ। আমরা উপচে যাওয়া টুকু কুড়োতে গিয়ে, বোকার মতো মুঠো খুলে ফেলি। আসলে সুখ তো আমাদের ছাড়ে না, আমরা দুঃখ কুড়াতে গিয়ে তাকে ছাড়ি।"আসলে জীবন ও আমাদের জন্য এতটা অপেক্ষা করেনা"যতটা অপেক্ষা আমরা ভুল মানুষের জন্য করি। 

অন্যকে ভালবাসতে গিয়ে নিজের ব্যক্তিত্বকে মেরে ফেলে মানুষ! কাউকে এতটা ভালোবাসা ঠিক না!
 যতটা ভালবাসলে শেষমেষ নিজেকে ঘৃণা করতে হয়।

আমি এমন অনেক মানুষ দেখেছি"
 ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে!
কিন্তু এদের কারো পরিনতিই ভালো হতে দেখিনি!
সবার পরিনিতি ছিল এক রকম ভয়াবহ।🖤💔
#অভিমানী ✍

অনেক প্রিয় মানুষের বদলে যাওয়া আমরা মেনে নিতে পারি না,, খুব কষ্ট হয় নিজেকে কেমন জানি অসহায় মনে হয়,, তাকে কিছু বলতে গেলে সে আবেগি মানুষ বলে ইগনোর করে,,। 

তবে সত্যি সে কি আপন হতে এসেছিলো নাকি ক্ষণিকের আপন সেজে ছিলো,,,। 

তবে যাই হউক কিছু প্রিয় মানুষ এর দেওয়া শিক্ষা আমাদের চরম ভাবে বদলে দেয়,,। 

হয়তো অনেক কিছু কেড়ে নেয় তবে নিজেকে ফিরিয়ে দেয়,, 

তাঁরা আসলে বুঝিয়ে যায় কেউ আপন নয় দিন শেষে তুমি তোমার আপন বাকি আছে পর,,,।

আর তাঁরা প্রমান করে দিয়ে যায় যার জন্য তুমি সবাইকে ইগনোর করবে সেই একদিন তোমাকে ইগনোর করবে,,। 

সোজা হিসেব যতটা পারো নিজেকে নিজের মাঝেই আঁটকে রাখো আর নিজেই নিজের প্রিয় হয়ে ওঠো,,।

তুমি ছাড়া তোমার কেউ নেই,, তোমার তুমি বড্ড প্রয়োজন,, বাকি সব মিথ্যা আয়োজন,,,,।

#অনি

কারো জন্য ভালো লাগলেও জানাতে ইচ্ছে করে না; কারো জন্য খারাপ লাগলেও বলা হয়ে উঠে না। কারো উপর রাগ, অভিমান হলেও তাকে জানানো হয় না। আবার কারো জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেও তাকে বলিনা- হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি খোঁজ নিলে না কেন? 

সত্যি বলতে কারো কাছেই আর নিজের অনুভূতি, নিজেকে ব্যক্ত করতে ইচ্ছে হয় না। কাউকে বিরক্ত করতে ভালো লাগে না।

শুধু মনে হয় আমার অনুভূতি যদি বুঝতো, আমি তো নিজেকে খোলা বইয়ের মতো রেখে ছিলাম- শুধু একবার নিজে থেকে পড়ে দেখুক।

#অপরিচিতা

সব মানুষ সুন্দর করে গুছিয়ে চলতে পারে না,, কিছু মানুষ বড্ড অগোছালো হয়,,মনে মনে হয়তো ভাবে কেউ একজন সুন্দর করে গুছিয়ে নিক,,,।

আপন করে রাখুক,,খুব করে ভালোবাসুক,, তবে দিন শেষে কি সবাই এমন মানুষ খুঁজে পায় অনেকে হয়তো পায় আবার অনেকে পায় না,,।

অগোছালো মানুষ গুলো ভালোবাসাতে পারে না এমনটা নয় তারাও ভালো বাসতে জানে,, হয়তো প্রকাশ করতে জানে না,,। 

তাই হয়তো তারা কখনো কোন মানুষের আপন হয়ে থাকতে পারে না,, আর না পায় ভালোবাসা,,।

#গল্পকথা

মানুষ কে একটুতে বিচার করতে নেই।
দেখবে  কিছু মানুষ এক বছরে দশ জনকে ভালোবাসে আর এমন ও কিছু মানুষ আছে যারা দশ বছরের শুধু একজন কে ভালোবাসে।
প্রতিটা মানুষ এর অস্তিত্ব আলাদা।যানো   বিধাতা কে শ্রদ্ধা করা যায়  'সম্মান করা যায় তার উপাসনা করা যায়। কিন্তু  একান্ত  নিজের করে পাওয়া যায়  না।তুমি ও বোধহয় ঠিক তেমনি।
তবে বিধাতার  সাথে তোমার তুলনা করবো না।কিন্তু তার পরের স্থানে তোমাকে রেখেছি। ।তোমাকে  ও শুধু সম্মান  করা আর  'ভালোবাসা যায় কিন্তু একান্ত নিজের করে পাওয়া যায় না।
তুমি আমার সবকিছু তে আছো'শুধু ভাগ্যে তে ই নেয়। 💔🖤
#অভিমানী ✍

আমি লিখেছি-
হাজারো বেনামী পত্র,
নীল খামে জমানো অভিমান,
ডায়েরীর পাতায় অব্যক্তের সীমাবদ্ধতা।

আমি মুছে ফেলেছি-
প্রিয়জন হারানোর অশ্রু,
অবহেলিত হওয়ার ক্ষতচিহ্ন,
বন্ধুত্বের বিনিময়ে পাওয়া শঠতা।

আমি পেয়েছি-
1090 টি নির্ঘুম রাত,
না পাওয়ার নীল বেদনা,
প্রিয় বেলী ফুলের প্রতি
এক আকাশ বিরক্ত,
মিষ্টি কথার তিক্ততা।

আমার-
এক জীবনে আর কিছু
না পেলেও হবে.....🖤🖤🖤
#পুতুল

মানুষ কতটা অসহায় হলে পাগল হতে পারে তা হয়তো নিজেকে না দেখলে বুঝতে পারতাম না,, । 

কতটা যন্ত্রণা সয়ে মানুষ পাথর হয়ে যায় তা উপলব্ধি হতো না,, কতটা কষ্ট সয়ে মানুষ মৃত্যু কামনা করে তা হয়তো বোঝা হতো না,,,। 

তবে কিছু মানুষ নিজের একাকিত্ব কাটাতে জীবনে আসে,, মুলত এদের জীবনে অনেক মানুষ থাকে,, । 

সবার সাথে ভালো সম্পর্ক, যখন কোন কারণে একজনের সাথে কথা বন্ধ হয়ে যায় অন্য সবার সাথে কথা বলতে থাকে,,,। 

আর এদের কোন সমস্যা হয় না,, সমস্যা তো সেই মানুষ এর হয় যে হাতে গোনা কয়টা মানুষ এর সাথে কথা বলে,,,।

তবে সেই মানুষ গুলো দিন শেষে ভালো থাকতে পারে না আর না তার প্রিয় মানুষ গুলোকে ভালো রাখতে পারে,,,।

ব্যর্থতায় ভরে যায় জীবন নিঃস্ব হয়ে যায় সে,,ধীরে ধীরে জীবনের থেকেও মুখ ফিরে নিতে থাকে 💔🥀🖤

#অনি

আমি তাকে ভুলতে চাই
আমার জীবন থেকে চলে যাওয়া কিছু মানুষ কে আমি ভুলতে চাই
এই ভুলতে চাই শব্দ টা ভাবা হয়
ভুলতে গিয়ে তাদের আরো বেশি মনে পড়ে যায় একটু ভালো করে খেয়াল করে দেখবে, তুমি আসলে চলে যাওয়া মানুষটাকে ভুলতে চাও না! তুমি মানুষটার সাথে কাটানো মুহূর্তের স্মৃতিগুলো ভুলতে চাও
তুমি নিশ্চিত থাকতে পারো একদিন ঠিকই ভুলে যাবে মানুষটাকে
আসলে চেষ্টা করে কাউকে ভুলে থাকা যায় না। মানুষ বলে চেষ্টা করলে সব করা যায় আমার মনে হয় শুধু মানুষকে ভুলে থাকার  চেষ্টা না করাটাই ভালো এই একটা ব্যাপারই আছে শুধু আলাদা
ভুলতে চেয়েও হয়নি ভুলা

#গল্পকথা

যখন আমরা ফার্স্ট কথা বলতাম,, তখন তোমার সব কিছু ছিল অন্যরকম!২ মিনিট পর পর মেসেজ করা, নেটে আসতে দেরি হলে ফোন করা...!!!

 সব কিছু অন্যরকম ছিল! তারপর দেখা গেল সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছু পাল্টাতে লাগল! আমি মেনে নিতে পারছিলাম না তোমার এই বদলে যাওয়াটা...!!!

 ভাবছিলাম দূরত্ব বাড়িয়ে দিলে হয়তো আমার অভাবটা বুঝতে পারবে! কিন্তু সেটা হল না! হয়তো আমার প্রতি তোমার মোহ ছিল, সেটা কেটে যাওয়ার পর অবহেলা শুরু করেছ...!!!

ইচ্ছে থাকলেও অনেক কিছু জীবনে রাখা যায় না! অনেক কিছু আগে ভাগে জীবন থেকে বিনা নোটিশে চলে যায়! মানতে কষ্ট হলেও, মেনে নিতে বাধ্য হয়!তাই আমিও মেনে নিতে বাধ্য হয়েছি...!!!🖤💔
#পুতুল✍️

আমি কোন কথাটা মিথ্যে বলেছি?
তুমি কোন কথাটাই বা সত্যি বলেছো?

দুইটা প্রশ্নের উত্তর ঠিক ঠাক না মিললেই সম্পর্কে ফাটল।
আমি তো অতিরিক্ত কিছু চাই নি।আমি বলেছি আমাকে সামান্য ভালোবেসো কিন্তু তা যেনো দীর্ঘদিনের হয়। 
আসল মানুষ টাই যদি নড়বড়ে হয় পরিবারের সম্মতি থাকলে ও সম্পর্ক  টা বিয়ে পযন্ত পৌঁছায় না।💔🖤
#অভিমানী ✍

মানসিক ভাবে বিদ ধস্ত মানুষ গুলো হয়তো বেঁচে থাকে তবে শান্তিতে থাকতে পারে না,,। 

কারণ মানসিক শান্তি না থাকলে মানুষ কখনো ভালো থাকতে পারে না,, হয়তো বেঁচে থাকে,,,।

লোক দেখানো হাসিও হাসে তবে হৃদয়ে বিশাল এক শূন্যতা পুষে রাখে,,সেই শূন্য তা শুধু সেই মানুষ অনুভব করে,,,।

কিছু মানুষ আসে আবার চলেও যায় নিয়ম করে শুধু কেড়ে নিয়ে যায় মানসিক শান্তি আর ভালো থাকা গুলো,,,। 

যে মানুষটাকে ছেড়ে যায় সে হয়তো হাজারো বাহানায় ভালো থাকার অভিনয় করে ঠিকি তবে কখনো ভালো থাকতে পারে না 💔🥀🖤

#অনি
যখনি ভাবি তোমায় ছাড়া হয়তো ভালোই আছি আমি ঠিক তখনি মনে পরে এ কেমন ভালো থাকা যে ভালো থাকাতে তুমি নেই,,,। 

এ কেমন ভালো থাকা দেহ আছে শুধু প্রাণ নেই,, বেঁচে আছি কিন্তু মনে হয় কি যেন নেই,,।

শুধু বেঁচে থাকার খাতিরে যদি বাঁচতে হয় তবে বলবো আমি আর যেন বেঁচে না রই,,।

#অনি

যে কোন সম্পর্কেই দুরত্ব সহ্য করা গেলেও অপমান, অবহেলা সহ্য করা যায় না। 

দুরত্ব থেকেও অপমান আর অবহেলা কারণেই সম্পর্ক ভাঙ্গন ধরে বেশী।

বলছি না তোমার সবটুকুই তুমি তাকে তুলে দাও, কিংবা তার জন্য সব করো। অন্ততঃ যেটুকু সময় তাকে দাও সেই সময়টা তাকেই দাও।

ওপারের কেউ হয়ত তোমার জন্য অপেক্ষা করে থাকে সারাক্ষণ। তোমার কিছু সময় তার জন্য সারা দিনের আনন্দ বয়ে দেয়।

কিছুটা হলেও গুরুত্ব দাও, আর যদি নাই পারো ; তবে তাকে সোজাসুজি বলে দাও।

প্রতিদিনের মত তাকে একটু করে কষ্ট না দিয়ে একদিন দাও।তার যন্ত্রনা কিছু হলেও এতে কম হবে।

প্রতিদিনের মত আশা নিয়ে অপেক্ষা করবে না, অবহেলা অপমান সহ্য করতে হবে না।

কষ্ট নিয়ে বাঁচতে শিখবে ঠিকই কিন্তু আশা নিয়ে রোজ মরতে হবে না।

#অপরিচিতা

আমি সত্যি চাই না যে আমায় ছেড়ে গেছে সে মানুষটা আমার না হোক....!!!

 যাকে আমি এতো ভালোবাসার পর‌ও,আমায় ছেড়ে যেতে যার কষ্ট হয়নি তার পরের বার‌ও যেতে কষ্ট হবে না তার....!!!

আমি তাকে ভালোবেসে যেতে চাই, উইদাউট এনি রিজন
কিন্তু বারবার কষ্ট করে নয়,,আমি আমার মতো করে ভালোবেসে যাব, তাকে নতুন করে কষ্ট দেওয়ার চান্স দিয়ে নয়....!!!

তার ভালোবাসার প্রখোরতা খুব কম তা না হলে সে আমায় ছেড়ে যেতে পারতো না.....!!!

আমি চাই সে নতুন করে কাউকে খুব করে ভালোবাসুক,কার‌ও প্রেমে উদাসীন হয়ে পড়ুক,যাকে ভালোবেসে তার সঙ্গ পেতে মন ছটফট করুক...!!!

ঠিক তখনই সেই মানুষটা তাকে ছেড়ে দিক, যখন তার প্রয়োজন ফুরিয়ে যায়
সে তখন আমার কষ্ট গুলো উপলব্ধি করতে পারবে...!!!
💔🖤✍️✍️
#পুতুল

মাঝেমধ্যে হৃদয়টা ভেঙে যাওয়া খারাপ কিছু নয় । 
কারণ ব্যথিত হৃদয়ের ডাক কখনোই রবের দরবার হতে খালি ফিরে না ।

শুধু মাত্র হৃদয় ভাঙলেই যদি রবের কথা স্মরণ হয় তবে মনে রাখবেন এমন হৃদয় গুলিই তাঁর কাছে ফিরার জন্য তিনি বারবার ভেঙে দেন ।

এটাও আপনার প্রতি রবের অনেক বড় এহসান ।
কারণ আপনার রব চান আপনি যেন তাঁর কাছেই ফিরেন । তার রহমতের বৃষ্টিতে বারবার সিক্ত হন ।

তাই , হৃদয় ভাঙা অত দোষের কিছু না । 
রবের কাছে ফিরার জন্য অনেক বড় নিয়ামতও বটে ।🖤💔
#অভিমানী

একাকীত্ব মানে এই না যে আমার পাশে কেউ নাই😓

একাকীত্ব মানে হচ্ছে 
আমার পাশে সবাই আছে কিন্তু আমি যাকে  পাশে চাই
সে আামার পাশে নেই

#গল্পকথা

ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গিয়ে 'সব ঠিক আছে' ভান করে চলা টা আসলেই অনেক কঠিন! আপনি জানেন আপনার কিছুই ঠিক নাই,তবুও আপনার এমন ভাবেই চলতে হবে যাতে সবাই ভাবে আপনার কিছুই হয় নাই,সব ঠিক আছে!

হাসিমুখে কথা বলতে হবে, সবাই কে দেখাতে হবে যে আপনি ভালো আছেন। সবাই আপনার 'ভালো' থাকাটাই দেখে কারন আপনি খুব সুন্দর 'অভিনয়' পারেন৷ 'ভালো থাকার অভিনয়'

এইটা দিনের পর দিন করে যাওয়া টা আসলেই অনেক কষ্টকর! একটা সময় থেমে যেতে ইচ্ছে করে,বলে দিতে ইচ্ছে করে 'আমি আসলে ভালো নেই! মরে গেছি! ভিতরে ভিতরে মরে গেছি!'

কিন্তু বলা হয়না,বলা যায়নাও আসলে। বলে ফেললেই সমস্যা বাড়বে! মানুষ ভুল বুঝে,মানুষ ফেলে চলে যায়,নিজের মানসিক অবস্থার কথা জানানো যায় না,কেউ বুঝতেই চায় না। 

ভিতরে ভিতরে মরে গিয়েও আমরা তাই সবাই কে দেখাই 'খুব জোশ আছি! জীবন সুন্দর!" 💔🖤
#অভিমানী✍

কোনো এক সময় ছিলো যখন বন্ধুর অভাব হয় নাই
আার এখন যতো দিন যায় বন্ধুর সংখ্যা হারিয়ে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে একসাথে কাটানো সেই সুন্দর দিন গুলো
আস্তে আস্তে যতো বড়ো হচ্ছি ততোই আমরা ব্যাস্ত হয়ে পড়ছি
কোথায় কে কেমন আছে।কারো খোজ জানা হয় নাই
শুধু  ফ্রেন্ড লিস্টের এক কোনে পড়ে থাকে শুধু মাএ Fb ফ্রেন্ড হয়ে
যাদের সাথে এক সময় এতো সময় কাটানো এতো আড্ডা দেওয়া যাদের ছাড়া কোনো এক সময় আমাদের দিন চলতো না আজ ব্যস্ততার কারনে তাদের সাথে কথা বলা হয় না
ব্যাস্ততা এই ভাবে কাছের বন্ধু গুলো কে অচেনা করে দেই

#গল্পকথা

একটা সময় অনেক ভালোবাসা ছিল আমার জন্য তোমার, জানো মাঝে মাঝে আমি আমি হিসাব মিলাতে পারি না...!!

যে মানুষটার মনে আমার জন্য ভালোবাসা ছিল সে মানুষটা আমাকে অপমান করতে পারে কি করে!!
যেখানে আমার কান্না করার কথা ছিল সেখানে আমি হেসেছি....!!

জানোতো এই পৃথিবীটা কিন্তু গোল, এখানে তুমি যা করবে তা একদিন ঠিক ঘুরে ফিরে তোমার কাছে আসবে....!!

কিন্তু জানো আমি এতোটাই বোকা যে এতো কিছুর পরও আমি এখনো বোকার মতো ভালোবাসি...!!

সব কিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে সবাই সব কিছু ভুলে যাবে, আমার সাথে করা অন্যায় গুলো হয়তো তুমি ও ভুলে যাবে, কিন্তু বিশ্বাস কর প্রকৃতি কিছুই ভুলেনি! অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে....!!!🖤💔✍️
#পুতুল

আমার না বলা কথাগুলো, যা কাউকে বলা হয়নি সেগুলোই আমার লিখা। আমি আমার নিজের মনের কথা গুলো গুছিয়ে লিখতে ভালবাসি।

এই লেখা গুলো আমার একান্তই কিছু অনুভূতি, শুধু ভালবাসা- ভাল লাগা থেকে নয় , মন খারাপের সঙ্গী, মন ভালো করার বন্ধু, একজন ইন্ট্রোভার্ট মানুষের প্রকাশ করার মাধ্যম।

আমি খুব আনন্দিত হয়েও লিখি, আনন্দ প্রকাশ করতে। খুব কষ্ট পেলেও লিখি দুঃখ প্রকাশ করতে। আমার খোলা ডায়েরী পাতা উন্মুক্ত থাকে আমার সব অনুভূতি ধারণ করার জন্য। সব সম্পর্ক, প্রকৃতি, সব কিছু নিয়েই আমার ছোট্ট পৃথিবী, সেই পৃথিবীর একমাত্র আমার সঙ্গী লেখা।

হুম আজকাল তোমাকে নিয়েও প্রকাশ "না বলা কথা" গুলো প্রায়ই থাকে ডায়েরী পাতায়। তোমাকে ঘিরে অনুভূতি, কল্পনা সব ভীড় করে, তোমাকে জানানোর সাহস নেই আমার সত্যি। 

ভালোবাসা না পাওয়ার চেয়েও বেশি কষ্টের অবহেলা পাওয়া, তাই জানানোর সাহস করি না। ভালোবাসাতে না থাকলেও তো অবহেলাতেও নেই।

জীবনের সঙ্গী না হলেও " না বলা কথা" সঙ্গী হয়ে ভালো থেকো প্রিয়।

#অপরিচিতা

একটা মানুষ ততোদিনই আপনাকে ভালবাসবে কিংবা ভালো জানবে যতোদিন আপনি তার প্রয়োজন গুলো মেটাতে পারবেন,,কারণ মানুষ বেশির ভাগ সময় প্রয়োজনে পাশে আসে,,,। 

তার ভালো মন্দ সমস্ত কিছুতে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন ততদিন সেই মানুষটা আপনার জীবনে থাকবে,,,। 

একটা মানুষ ততোদিনই আপনাকে পাশে রাখবে যতোদিন আপনি তার স্বার্থে আঘাত না করবেন,,,কারণ স্বার্থে আঘাত লাগলে মানুষ বদলে যাবে,,,। 

যখনই মানুষটার স্বার্থে আঘাত লাগবে কিংবা প্রয়োজন ফুরিয়ে যাবে ঠিক তখনই মানুষটার কাছে আপনি বিরক্তিকর হয়ে উঠবেন আর ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকবে,,,। 

তার আচরণে, কথাবার্তায় ধীরে ধীরে চিরচেনা সেই মানুষটিকে অচেনা মনে হতে শুরু করবে ভীষণ ভাবে কারণ তাই এই অচেনা রূপ আগে কখনো চোখে পরেনি,,,।

অতীতে মানুষটির প্রয়োজন মেটাতে গিয়ে নিজের সুখ গুলোকে বলি দেওয়ার কথা মনে পড়লেই যন্ত্রণা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে,,নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে,,,। 

বিনাবাক্যে মানুষটির বদলে যাওয়া হজম করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার হাতে,,কারণ আপনি তাকে অনেকটা জায়গা দখল করে দিয়েছেন নিজের মাঝে,,,। 

আজকাল প্রয়োজনের তাগিদে একটা মানুষ আরেকটা মানুষকে প্রিয়জন বানায়, নিজের কাছে রাখে, ভালবাসার অভিনয় করে,,আর প্রয়োজন মিটে গেলে দূরে সরিয়ে দেয়,,,। 

সত্যি বলতে এ জগতে চাইলেই কেউ কারো প্রিয়জন হয়ে উঠতে পারেনা,,কারণ প্রিয়জন নামের শব্দটা প্রয়োজনের কাছে বন্দি,,,।  প্রিয়জন হওয়ার জন্য প্রয়োজন মেটানোর মেশিন হওয়া সবচেয়ে জরুরি আর যারা এটা হতে পারে না তারা কারো প্রিয়জন হতেও পারে না,,,,। 

দুনিয়াটা আজকাল প্রয়োজন অপ্রয়োজনে চলে। প্রয়োজন শেষে মানুষ কাছের মানুষকেও জীবন থেকে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করে না কারণ প্রয়োজনের বাইরে কিছু না🖤🥀🖤

#অনি

নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে তাহলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুকের মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের এত কদর......।

#অপরিচিতা

দিন দিন দুঃখটাকে উপভোগ
করতে শিখে যাচ্ছি!!!
এখন আর কোনো কিছুই আগের
মতো লাগে না, সামান্যতে ভেঙ্গে পড়া কিংবা চোখ ছলছল করার
অভ্যাসটা এখন আর নেই,অনুভূতিগুলো কেমন জানি 
ভোতা টাইপের হয়ে গেছে।
কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে সব।
আমি স্পষ্ট বুঝতে পারছি চোখের সামনেই
অনুভূতিগুলো ধীরে ধীরে মৃত্যুবরণ করছে!!! 
আর আমিও অনুভূতিহীন মানবে
পরিণত হচ্ছি.......
আঘাত কে উপেক্ষা করতে শিখো না হলে যত বেশী আকরে রাখবে তত বেশী তীব্র হবে।।মানুষ টা ঠিক ছিলো 'অনুভূতি টা ভুল ছিলো না।তবে সময় টা ভুল ছিলো। অসম্ভব হলে ও মৃত্যুর আগের এক মূহুর্তের জন্যেও আমি তাকে ভুলতে চাই' কারন আক্ষেপ নিয়ে পৃথিবী ছাড়তে চাই না।.🖤💔
#অভিমানী ✍
তীর যখন বুকে লাগে তখন যতটা না আঘাত লাগলে তার চেয়েও বেশি আঘাত লাগে তখন যখন জানতে পারি তীরটা কাছের মানুষ মেরেছে,,,।

হয়তো আঘাতটা বাইরে থেকে দেখা যায় না তবুও ভিতরটা দগদগে রক্তাত্ত হয়ে যায়,।

আর প্রতিনিয়ত রক্ত ক্ষনন হতে থাকে,,যা সামলানো ততটা সহজ হয় না যত সহজে আঘাত করে সে,,,।

#অনি

আচ্ছা খুব কি দরকার ছিলো আমার আমি কে কেড়ে নেওয়ার,,আমার ভেতর আমাকে শেষ করে দেওয়ার,,। 

এমনটা তো না হলেও পারতো মিথ্যা মায়ায় জড়িয়ে দূরে সরে থাকতো,, আমার ভেতর না হয় আমাকে দাফন না করতো,,।

কি এমন ক্ষতি হতো তুমি আমার হয়ে থাকতে,, আপন করে বুকের পাঁজর না ভাঙ্গতে,,। 

মিথ্যা মায়ায় জড়িয়ে যদি হারিয়ে যাবে তবে কেন সেই মায়ায় বাঁধলে,,।

অতিরিক্ত কিছু ভালো না,, না মায়া আর না ভালোবাসা,, এই অতিরিক্ত জিনিসটা জীবন নষ্ট করে দেয়,,। 

ভালো থাকা গুলো কেড়ে নেয়,, আনন্দ টুকু হারিয়ে যায়,, আর মন খারাপের গল্প টুকু চিরসাথী হয়,,,।

সত্যি খুব করুন আকুতি করেও যখন তোমায় আপন করে পেলাম না তখন আর কিছু হারানোর থাকে না,,,,।

শুধু তোমায় হারাইনি হারিয়েছি নিজেকে,, পুড়িয়েছি হৃদয়কে আর ব্যাথা সয়ে সয়ে আজ আমি ব্যাথাহীন আর অনুভূতি শূন্য হয়ে পড়ছি প্রতিদিন 🖤💔🥀

#অনি

আজ বেকার বলে ভালোবাসার মানুষ কে হারালো😓আসলে কি টাকায় সব কিছু
টাকা দিয়েই কি সব সুখ শান্তি কেনা যায়
টাকার ভিতরে কি সব ভালোবাসা থাকে 
টাকায় যদি আজ সব হয় তাহলে কোনো এক সময় হয়তো মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনবে😥😥
আজ ছেলে টা বেকার বলে ভালোবাসার মানুষ কে হারালো
হয়তো ছেলে টার একসময় টাকা হবে তবে সেই ভালোবাসাটা কি আর ফিরে পাবে?
মেয়ে টা হয়তো ভালো টাকাওয়ালা স্বামী পাইছে কিন্তু সে কি তার মনের মানুষ টা কে ফিরে পাবে?সব ভালোবাসা টাকা দিয়ে হয় না আার টাকা দিয়ে সব সুখ কেনা যায়
শুধু এক ছাদের নিছে থাকা যায় মনের কোনো মিল থাকে না😥

#গল্পকথা

সোমা তোর মনে আছে? একদিন যে জিজ্ঞেস করেছিলি তোকে ঠিক কতটুকু ভালবাসি। সেদিন হয়ত তোকে বোঝাতে পারিনি আমার ভালবাসার আয়তন। তবে আজ বলছি, তোকে ভালোবাসি মানে, পুরোটাই ভালোবাসি। তোর এলোমেলো চুল, চোখের নিচের কালি, মেদযুক্ত পেট, ঘর্মাক্ত শরীর কিংবা একটা আস্ত অগোছালো তোকেও পুরোপুরি ভালোবাসি। যে মানুষ একবার আমার হয়েছে, সে মানুষ যতটাই বদলাক, সে আমারই। যে কখনো আমার হয়নি তার বাদামী চোখ, রিবন্ডিং চুল, পারফিউমের ঘ্রাণ, মেদহীন পেট কিংবা একটা আস্ত গোছালো মানুষকেও আমি ভালোবাসিনা। ভালোবাসা ব্যপারটাই এমন অদ্ভুত। একবার ঠিকঠাক ভালোবেসে ফেলতে পারলে আর কিছুতেই সেসব কমেনা। লাবণ্য কমে তবে ভালোবাসার মানুষের লাবণ্য কখনো কমেনা। 

ভালোবাসলে, এলোমেলো চুল দেখে মনে হয়- আহারে, কি অযতেœ পরে আছে একটা শুভ্র ফুল। ভালোবাসলে, মানুষটার অগোছালো জীবনকে গুছিয়ে দিতে ইচ্ছে হয়। ভালোবাসলে, চোখের নিচে কালি পরে গেছে দেখে মনে হয়- ঠিক মতো ঘুমাও না, তাইতো? নিজের প্রতি এত অবহেলা করলে হবে? ভালোবাসা যতটা মুগ্ধতার, তারচেয়ে বেশি যতেœর। ভালোবাসা যতটা মোহের, তারচেয়ে বেশি দায়িত্ববোধের। 

একবার তোকে ভালোবেসেছিলাম মানে, তোকে সমস্তটাই ভালোবেসেছিলাম। আংশিক ভালোবাসাকে, আমি কখনো ভালোবাসা বলিনা। তুই আমার মানে, পুরোটাই আমার। 
তবে এত ভালবেসে আর কিই বা হবে বল। কিছু মানুষ হয়তো কোনোদিনও জানবেও না, কেউ একজন তার জন্য প্যারাগ্রাফ আকারে চিঠি লিখার পর সে চিঠিটা আকাশে উড়িয়ে দেয় অজানার ঠিকানায়। কিছু মানুষ হয়তো কোনোদিনও জানবে না, কেউ একজন তার তরফ থেকে ১টা মেসেজ বা কল আসবে বলে ঘন্টার পর ঘন্টা কতখানি অপেক্ষা করে। কিছু মানুষ হয়তো কোনোদিনও জানবে না, কেউ একজন নিয়মিত তাকে উদ্দেশ্যে করে ফেইসবুকে হাজারটা পোস্ট করে। কিছু মানুষ হয়তো কোনোদিনও জানবে না, তার নামের পাশে সবুজ বাতিটা না জ্বললে কেউ একজন কতোটা ছটফট করে। কিছু মানুষ হয়তো কোনোদিনও জানবে না, কেউ একজন খানিক পর পর তার ফেসবুক প্রোফাইলে তার আপলোড করা ছবিগুলা কয়বার ঘাটাঘাটি করে। হ্যাঁ। কিছু মানুষ এসব কোনোদিনও জানবে না। অথবা সে নিজেই তার নিস্তব্ধ ভালোবাসার কথা কখনো তার প্রিয়জনকে জানাবে না। কারণ সে জানে, ভালোবাসার মানুষটি কখনোই তার হবে না। তবুও আমার ভালোবাসা ভালো থাকুক অন্য কারো ভালোবাসায়। আর তোকে এসব বলছিই বা কেন? তুই তো প্রতারক, তাই ভালবাসতেই জানিস না।

আমার অনুভূতি গুলো কেমন জানিস? তুই নেই কিন্তু চাপা কষ্ট টা আছে। তুই নেই তবুও বেঁচে আছি, ঠিক আছি, কষ্ট গুলো নিয়ে ভালোই আছি। মিথ্যে অজুহাতে দুরত্ব যখন বেড়েই গেছে বাড়–ক না। গন্তব্যে পৌছানোর জন্য চলন্ত গাড়িকে পেছনের সব সৌন্দর্য্যকেই তো পেছনে ফেলতে হয় শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে। খুব কষ্ট হয় যখন চোখের সামনে থেকে কেউ চলে যায় অথচ তাকে ধরে রাখার ক্ষমতা থাকে না। মনটা চায় বলতে, না গেলেই কি নয় কিন্তু বাকশক্তি অভিমানে পড়ে থাকে কোনো এক অজানা কারণে। কোনো কিছুই হাতের নাগালে থাকে না। সব কিছুই জায়গা করে নেয় এক অ¯পষ্ট স্মৃতিপটে। সত্যি খুব ইচ্ছে হয় নিজেকে হারিয়ে ফেলতে। কিন্তু হারিয়ে ফেলার জন্যতো সে সময় খুঁজেই পাওয়া যায় না নিজেকে। সবসময় যাকে ঘিরে বেঁচে থাকা, তার হারিয়ে যাওয়াটা কতটা আঘাত দিতে পারে তা বলে বুঝানোর ক্ষমতা থাকে না। অবশ্য লোকে তো বলেই, যে হারায় সেই জানে। অনেকে মনে করে দুদিন পর সব ঠিক হয়ে যাবে। যেমনটা তুইও আমাকে বলেছিলি। কিন্তু কিছুই ঠিক হয় 
না। হয়তবা দুই যুগ পার হলেও সম্ভব না। হুম। আসলে সারাজীবনেও সম্ভব হয় না।

জানিস, যেদিন থেকে তোকে ভালবেসেছি, সেদিন থেকে নিজেকে ভালবাসতে ভুলে গিয়েছি। আজ কল্পনায় তোকে জিজ্ঞেস করি কেমন আছিস? কিন্তু আমি নিজে কেমন আছি তা ভুলে গেছি। যেদিন তোর পাশে এসে দাঁড়িয়েছি, সেদিন সবার থেকে দূরে হারিয়ে গেছি। যেদিন তোর স্বপ্ন গুলো আমার হাতে তুলে নিয়েছি, সেদিন থেকে তোর স্বপ্ন পুরনের বাস্তবতার পিছু ছুটে চলছি। স্বপ্ন পূরন হতে না হতে তুই নিজেই স্বপ্ন হয়ে চলে গেলি। স্বপ্ন দেখার আগেই তুই স্বপ্ন ভেঙে দিলি। খুব জানতে ইচ্ছে করছে, আমার বন্ধুত্বে কি এমন কম ছিল যার জন্য মাত্র ২ মাসের স¤পর্কের একটা তোর বয়ফ্রেন্ডের কথায় আমার ৭ বছরের বন্ধুত্ব অপমানিত হল?

আমি আজ খুব অসহায়। আমার শহরে তুই নেই বলে, সুখের শহরটা আজ, ছেয়ে গেছে বেদনার ঘন কুয়াশায়। যতদিন বেঁচে থাকব ততদিন তোকে ক্ষমা করব না। আল্লাহও যেন তোকে ক্ষমা না করে। বিচারের ভার আল্লাহর উপর দিলাম। আর আমি জানি এবং বিশ্বাস করি, তিনিই শ্রেষ্ঠ বিচারক।

#তৌফিক

ভালোবাসার মতো আনন্দদায়ক   জিনিস পৃথিবীতে আরেকটিও নেই।

ভালোবাসার যন্ত্রণা কত যে মধুর তা
বয়ানের ভাষা আমার কাছে নেই।

আমি যখন প্রেমে পড়ি মনে হতো
আমার পেটের ভেতর একটা প্রজাপতি ছুটাছুটি করছে।

তুমি যখন কাউকে ভালোবাসবে
এক বুক সমুদ্র নিয়ে ভালোবেসো।🖤🖤

     ---হুমায়ূন ফরিদি
#পুতুল

আমার পৃথিবীতে এখন সবচেয়ে বেশি দয়া আর করুনা হয় আমার  নিজের উপর আর ভীষণ  অফচোছ  হয়।
আমার নিজের উপর অনেক রাগ অভিযোগ আছে।  আমি অনেক কিছুর শুরু তো করেছি কিন্তু কোন কিছুর শেষ করি নি।সবচেয়ে বেশি আমার নিজের দিকে তাকাতে কষ্ট হয় বিশ্বাস করো।আমার শত্রু ও বোধহয় আমার এত ক্ষতি করে নি যতটা আমি নিজেই নিজের ক্ষতি  করেছি।আমি ভালো কখনো ই থাকতে পারি নি।হয় তো এতটা দয়া উপরওয়ালা ও আমার উপর করে নি।বিশ্বাস করো একটা সময় ছিলো যখন আমি একটা ঘরে অনেক দিন কাটায়ে দিয়েছি,এমন দিন ছিলো যে আমি সূর্য এর আলো ও দেখি নি।আমার নিজের একটা জায়গায় ভীষণ দরকার।।যেখানে আমি একা চিৎকার করতে পারি।ভীষণ জোরে চিৎকার করবো।।আমার কিছু রহস্য আছে যা আমি চিৎকার করে বলে দেবো আমার দীর্ঘশ্বাস গুলো ও বেরিয়ে যাবে ।জীবন মৃত্যুর মাঝে যে সময়টা পাবে সেই সময়টা নিজের জন্য রাখো।
কারণ স্বার্থপর এদুনিয়ার মানুষ গুলো শুধু কষ্ট অপমান আর বদনাম করতে জানে।🖤💔
#অভিমানী ✍

মানসিক যন্ত্রনা মানুষ কে আস্তে আস্তে মৃত্যুির দিকে নিয়ে যায়
এই যন্ত্রনা না যায় কাউকে বলা না যায় বোঝানো
ভিতরে ভিতরে এক অজানা অসুখে ভুগতে হয়
যদি খারাপ সময়ে বা কষ্টের সময় প্রিয় মানুষ গুলে পাশে থেকে ভরসার হাত টা বাড়িয়ে  দিত তাহলে হয়তো একটু হলে ও ভালো থাকা যেতো কিন্তুু বাস্তবে তা আার হয়ে ওঠে না
যেখানে প্রিয় মানুষ গুলো পাশে থাকবে
সেখানে অশান্তির মূল কারন তারাই হয়😥
এভাবে চলতে চলতে এক সময় বেচে থাকতে আার ইচ্ছে করে না মনে হয় মরে গেলে হয়তো সব শান্তির দেখা মিলতো

#গল্পকথা
তাকে এখন আর ফিরে পাবার জন্য  মোনাজাতে প্রার্থনা করি না,,এখন প্রার্থনা করি যেখানে আছে ভালো থাক,,।

সে নাই বা হলো আমার তাতে কি সে তো অন্য কারো কাছে সুখী,,। 

নাইবা থাকলো সে আমার জীবনে,, তবুও আমি তার সুখ মোনাজাতে রাখি,,।

ভালোবাসা মানুষ গুলো দূরে থাকাই ভালো,, কাছে পেলে কেমন জানি ভালোবাসা কমতে থাকে আর বাড়তে থাকে দূরত্ব,,। 

পাবো না জেনেও এতটা ভালোবেসেছি,,যদি পেতাম তবে কতটা ভালোবাসতাম সে শুধু আমি জানি💔🥀🖤

#অনি

একটা জিনিস সব সময় খেয়াল করে দেখবেন
যাকে আপনি যতো বেশি গুরুত্ব দেবেন সে আপনাকে ততো বেশি অবহেলা করবে😥
আপনি তাকে যতো বুঝাতে চেষ্টা করবেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন
দেখবেন তখন সেই মানুষ টা আপনাকে কোনো পাত্তা দিবে না😥😥
দিন এর পর দিন এরা শুধু অবহেলা অপমান করে যাবে😔
যার প্রতি যাতো বেশি আসক্ত হবেন
সে ততো বেশি আপনার প্রতি বিরক্ত হবে
#গল্পকথা

আমাকে বদ্ধ উন্মাদের মতো ভেঙেচুরে যে মানুষটি ভালোবেসেছিলো, কিছুক্ষণ আগে ম্যাসেঞ্জারে সে কয়েকটা ছবি পাঠায়।

এই মানুষটাকে আমি কত হাজারবার যে ব্লক করেছি তার হিসেব নেই।সর্বক্ষণই সে ভালোবাসি ভালোবাসি বলে, মেজাজ খারাপ করে দিতো।

ভালোবাসি বললে মেজাজ খারাপ হয়? এটা ভেবে হয়তো মানুষ হাসবে।কিন্তু সত্যি আমার বিরক্ত লাগতো।লেবু বেশি কচলালে তেতো হয়,জানেন ই তো।অতিরিক্ত কোনোকিছুই ভালো না।

তাকে ব্লক করেও নিস্তার পেতাম ন।সাথে সাথে অন্য আইডি খুলে টানা এক শতাধিক বার্তা পাঠানো শুরু করতো।

অর্থাৎ যতক্ষণ আমি কিংবা সে অনলাইনে থাকতাম ততক্ষণ তার এই যন্ত্রণা সহ্য করতে হতো।সময়ের সাথে সাথে তার প্রতি সামান্যতম দুর্বলতা সৃষ্টি হলেও আমি এড়িয়ে যেতাম।কোনোভাবেই তাকে বুঝতে দিতাম না।কারণ আমার মনে হতো এটা সম্পূর্ণ ভুল।তাকে আমি ভালোবাসি না।তাকে যেহেতু আমি ভালোবাসিনা সেক্ষেত্রে এই দুর্বলতা আমাকে লুকাতেই হতো।
সে বারবরই জানতো আমি তাকে পাত্তা দিচ্ছি না।এবং সে তাই ভাবুক সেটা আমিও চাইতাম।

মাঝে মাঝে ছেলেটার জন্য আমার কষ্ট হতো।আমাকে এত্ত ভেঙেচুরে বোকার মতো ভালোবাসার কি ছিলো? শুধু শুধু কষ্ট পেলো।

আমি ভালোবাসার মঞ্চে হেরে যাওয়া সৈনিক।এটা সে জানতো।তারপরেও কেন? তার এটা জানা এবং বুঝা উচিৎ ছিলো, যে ভেঙেচুরে একবারই ভালোবাসা যায়।তাকে এখন যদিও বলতাম ভালোবাসি,আসলে সেটা ভালোবাসা হতো না।সেটা কেবল একজন মানুষকে ভুলে যাওয়ার জন্য দ্বিতীয় কাউকে ব্যবহার করা।আমি কখনোই চাইনি,এমনটা হোক।

কিছুক্ষণ পর ম্যাসেঞ্জার ঢুকে তার পাঠানো ছবিগুলোর দিকে তাকিয়ে আছি।
ছবিতে বেশ সুদর্শনা এক রমনীর সাথে তাকে দেখলাম।তারা বিয়ে করেছে।

বেশ খুশি হয়েছি ছবিগুলো দেখে। মন থেকে দু'আ করলাম।আমায় ভালোবাসা মানুষগুলোকে আল্লাহ সবসময় সুস্থ এবং সুখী রাখুক।🖤🖤🖤
 
#প্রিয়া
রোজ রোজ মরে যাওয়ার থেকে একবারে মরে যাওয়াই  ভালো,,,,। 

মৃত লাশের মতো বেঁচে থাকা কি যে কষ্টের,, যারা মৃত লাশের মতো বেঁচে থাকে সেই বোঝে,,। 

একটু কেয়ার পেলে হয়তো জীবিত লাশ গুলোও বাঁচতে শিখে যাবে,,। 

তবে স্বার্থপর মানুষেমানুষের ভীড়ে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না,, যে মানুষকে বাঁচতে শেখাবে,,।

মানুষ তো মানুষকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে,, আর বুঝায় যে মৃত্যুর যন্ত্রণা কতটা তীব্র,,। 

আত্মহত্যা মহাপাপ জেনে বেঁচে আছে হাজারো জীবিত লাশ 💔🥀🖤

#অনি

শত্রুর চেয়েও ভয়ংকর হয় আপন সেজে থাকা মানুষ গুলো,,। 

আর শত্রু যতটা না ক্ষতি করতে পারে,, 

তার চেয়েও বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে বন্ধুরা,,কারণ বন্ধু সকল দূর্বলতা জানে,আর সেই দূর্বল জায়গায় আঘাত করে,,,। 

তাই শত্রুর আঘাত সয়ে নেওয়া যায়,, বন্ধুর আঘাত নয়🖤🥀💔

#অনি

আমার খুব বেশি অভিমান, অল্পতেই রাগ হয়, কষ্ট পাই। খুব সহজেই কাউকে আপন ভেবে নেয়। আমার এই অনুভূতি গুলো আমাকে আরো কষ্ট দেয়।

এটা ভুলে যায় আমি যেমন মনে করি‌, ওপারের মানুষটা তেমন ভাবে না। সবার জন্য সবার অনুভূতি তো এক নয়। আমার কাছে তার গুরুত্ব যতটা তার কাছে আমার মূল্য কিছুই না।

#অপরিচিতা

কখনো ভালোবাসা থাকে, অধিকার থাকে না ... কখনো অধিকার থাকে, ভালোবাসাটাই থাকে না ... আর কখনো ভালোবাসা আর অধিকার দুটোই থাকে, সময়টা পক্ষে থাকে না !!

দিনশেষে এই শহর, ঐ বৃষ্টি কিংবা বৃষ্টি স্পর্শ করতে না পারা আমি - আমরা কেউ ভালো নেই !!"

  #হিমাদ্র

সে আমার দুহাত ভর্তি করে তার দুঃখ, হতাশা,না পাওয়ার বেদনাগুলো দেয় অবহেলে,
আমি তার বুকপকেটে মুঠো মুঠো ভালোবাসা রেখে দেই অগোচরে, সযতনে । 
তার ক্লান্তির সাথে আমার গোপন সন্ধি,
ক্লান্তিগুলোকে যত্ন করে আমার ভালোলাগার সাথে অদলবদল করে দেই দিবারাত্রি! 
সে আমার শাড়ির ভাঁজে তার যত অপারগতা সব জমা রাখে,
আমি নিয়ম করে তার শার্টের বোতাম জুড়ে  লেগে থাকা যত দুঃখ শোক সব ফেলি ঝেড়ে! 
দিনশেষে হাজারো ব্যস্ততার ভীড়ে সে বলতে ভুলে যায় ভালোবাসি,
আর আমি?
প্রতি দমে নিয়ম করে মনে মনে আওড়াতেই থাকি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!
#পুতুল

মানুষ খুব সহজেই কাউকে যত্ন নেয়ার মায়ার অভ্যাস তৈরি করে, আবার নিজেই অবহেলা করে তুচ্ছ ভাবে ভেঙ্গে দেয়। মনেও রাখে না অপর দিকের মানুষটির ভেঙে যাওয়া।

#অপরিচিতা

এক ধরনের মানুষ আছে দেখবেন,এরা নিজে থেকে গিয়ে কারোর সাথে কথা বলবে না।ফেসবুকেও কখনো নিজে থেকে নক দিবে না। 

এ মানুষগুলো আসলে ভাব নেয় না। তারা চুপচাপ থাকতে ভালোবাসে। সারাদিন একা থাকলেও কাউকে ডিস্টার্ব করতে চায় না। তারা একা বেঁচে থাকতে শিখে গেছে...

এরা অহংকারী নয়,,এরা শুধু চুপ থাকতে ভালোবাসে,,আর আর নতুন করে কারো মিথ্যা মায়ায় জড়িয়ে পরতে চায় না,,।

তাই তো এই নিরবতা পালন করে,,অনেকে হয়তো,, অনেক কিছু ভাবে আসলে এরা এমনটা নয়🥀🖤🥀

একা বাঁচতে শিখতে হয় দিন শেষে দেখা যায় কেউ কারো নয়,,সেই তুমি একা ছিলে একা আছো আর একাই থাকবে,,,,।

#অনি

সত্যি তুমি না আসলে বুঝতে পারতাম না আমি ও কাউকে এতটা ভালোবাসতে পারি,,। 

কাউকে আকড়ে বাঁচার ইচ্ছে পোষণ করি,,হয়তো বুঝতে পারতাম না,,। 

তবে সব পাওয়া তো আর চিরস্থায়ী হয় না কিছু পাওয়া ক্ষনস্থায়ী হয়,,।

অল্প সময়ের জন্য আসে অনেক আনন্দ দেয়,, আর সব শেষে চোখে নোনা জল দিয়ে যায়,,,। 

যা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়,,চাইলেও আর সেই স্মৃতি গুলো যায় না,,,। 

আর না যায় ভুলে যাওয়া,, সত্যি কিছু মানুষ একটু বেশি আপন হয় অল্প সময়ে,,।

তার মধ্যে তুমি ছিলে সেই আপন মানুষ যাকে ভুলতে গেলে হয়তো এক জীবন লেগে যাবে আমার,,,,। 

#অনি

জীবনে একটা মানুষ থাকে, সঙ্গে না থেকেও থাকে!
এই অন্তরে।
তাকে দেখতে ইচ্ছে করে কিন্তু দেখতে আর পাওয়া হয় না।
একটা মানুষ থাকে, যাকে এখানে ওখানে খুঁজলেও পাওয়া আর হয় না।
কিন্তু চোখ বন্ধ করলেই ঠিক হৃদয়ে সে ভেসে উঠে।
একটা মানুষ থাকে, যাকে অন্তরের সমস্ত কথা বলতে ইচ্ছে করে,
ইচ্ছে করে একসাথে বসে একটু সময় কাটাতে।
ইচ্ছে তো করেই,
তাকে হাসি কান্না, সুখ দুঃখ সমস্ত বিলিয়ে দিতে।
একটা মানুষ থাকে, যার কথা শত ব্যস্ততার মাঝেও মনে পড়ে।
জানতে ইচ্ছে করে, সে কেমন আছে এখন?
জানতে তো ইচ্ছে করেই, আমার কথা তার কি একটুও মনে পড়ে না?
দিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে দু'ফোটা চোখের জল ফেলে তাকে মনে করতে তো ভালোই লাগে।
একটা মানুষ থাকে এই বুকের মাঝে,
প্রতিটা নিঃশ্বাসে যাকে সবসময় প্রার্থনায় রাখা হয়।🕊
গভীর মগ্নে থেকে ঈশ্বরের সাথে,
তাকে নিয়ে দুই একটা গল্প করা যায়।
একটা মানুষ থাকে, এই হৃদয়ে সবসময়ই।
গোটা জীবনের জন্য মানুষটা থেকেই যায়।
গোটা জীবনটা কাটাতে ইচ্ছে করে মানুষটার অপেক্ষায়।
কোন একসময় হয়তো এসে বলবে, "ভালোবাসি'' এইটুকুন আশায়।
জীবনের সময়গুলো ধীরে ধীরে শেষ হতে থাকে,
তবুও সে মানুষটা থাকে, এই হৃদয়ে।
থেকেই যায় গোটা জীবনের জন্যে।

জীবনে একটা মানুষ থাকে.💔🖤
#অভিমানী ✍
মন দেওয়ার আগে পকেটের খোঁজ রাখুন,
শূন্যতা নিয়ে কারো প্রেমিক কিংবা প্রেমিকা হতে যাবেন না।
কাউকে ভালো লেগেছে?
বেশ তো দুজনে মিলে আগে একটা সুন্দর ফিউচার ভেবে রাখুন।
আপনি ছেলে বলে সব দায়িত্ব আপনার তা কিন্তু নয়।
ভালোবেসেছেন দু'জন, তাই দুজনকেই সম্পর্কের কদর করতে হবে।
হাতটা যখন ধরেছেন তাকে সারাজীবন পাশে রাখার দায়িত্বও নিন।
সারাজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা নিয়ে ছেড়ে যাবেন না।
নিজের মানুষটাকে অন্যের হতে দেখা নিতান্ত বোকামি।
বিশ্বাসটা রক্ষা করুন,সম্পর্ক এমনিতেই টিকে যাবে।🖤
#পুতুল

চাইলেই কাউকে আপন করা যায় কিন্তু কারো আপন হওয়া যায় না,,। 

চাইলেই কাউকে ভালোবাসা যায় কিন্তু কারো ভালোবাসা পাওয়া যায় না,,। 

চাইলেই একটা মানুষকে মিস করা যায় কিন্তু কতটা মিস করা হয় তা বলে বোঝানো যায় না,,। 

চাইলেই নিজেকে উজাড় করে কাউকে চাওয়া যায় কিন্তু তাকে পাওয়া কতটা সম্ভব তা সময়ে বোঝা যায়,,। 

চাইলেই অনেক কিছু করা যায় কিন্তু প্রিয় মানুষটাকে কখনো ভোলা যায় না,,,। 

যে মানুষটা তোমায় বোঝে না তোমার নিরবতা বোঝে না সে কখনো প্রিয় মানুষ হতে পারে না,,,।। 

প্রিয় মানুষ থেকেও না থাকা কত যে যন্ত্রণার সে শুধু সেই মানুষ গুলো বোঝে যাদের প্রিয় মানুষ থেকেও না থাকার মতো আচরণ করে 🥀🖤🥀

#অনি
সবচেয়ে বাজে অনুভূতি কি  জানো- তুমি কাউকে মিস করছো ভীষণ, তার উপর রাগ, অভিমান অনেক অথচ তার ইনবক্সের মেসেজ গুলো পড়ে তোমার চোখের পানি আর ঠোঁটের কোণে হাসি চলে আসছে।

#অপরিচিতা

মানুষ বদলায় কারণে অকারণে বদলা,,অনেক সময় পরিস্থিতির কারণে বদলায়,, আবার প্রিয় মানুষের অবহেলায় বদলায়,,,।

কারণ সব সহ্য হলেও অবহেলা সইতে পারে না,, তাই বদলে যায়,,। 

তবে মানুষের বদলে যাওয়া ইচ্ছে থাকলে মানুষ ঠুনকো কারণেও বদলায়,,,।

মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে কেমন জানি সম্পর্ক গুলোর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে,,,। 

আজ বন্ধু হয়ে আসবে কিছু দিন পর ভুলে যাবে,,আজ প্রিয় মানুষ হয়ে এসেছে কাল তোমার থেকে ভালো কাউকে পেলে তোমায় ফেলে রেখে চলে যাবে,,,। 

মানুষ সত্যি বড় অদ্ভুত ক্ষনে ক্ষনে রং বদলায় তবুও মানুষ চেনা বড় দায়,,,।

কে আপন কে পর সে শুধু সময়ে বলে দেয়💔🥀💔

#অনি

প্রথমে আমরা একাই ভালো থাকি।তার পর  একজন কে ভালোবাসি। পরে দুইটিই করি না, না কাউকে ভালোবাসি, না ভালো থাকি।
এমন নয় যে তোমার  থেকে সুন্দর মানুষ দেখি নি।তারা আমার সাথে ভালো ব্যবহার ও করেছে। কোই তাদের কে তো ভালো লাগে নি ,ভালোবাসি ও নি।তাও সবাই কে একরকম লাগে আর তোমাকে আলাদা লাগে।একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায়। তখন মানুষ টাকে পুরোপুরি যেতে দিতে হয়।
 কিন্তু আমরা তা পারি না।আমরা তাকে আটকে রাখতে ও পারি না ।আবার  পুরোপুরি ছাড়তে ও পারি না।আর এই মাঝামাঝি বেফার টা সত্যি খুব খারাপ। আমরা ঠিক জীবনের মাঝ পথে আটকে যায়।কিন্তু একটা সময় সে মানুষ টা ঠিকই এগিয়ে যাবে জীবনে। কিছু কিছু মানুষ বোকার মত সারাজীবন সে একই জায়গায় আটকে থাকে।এই একটা মানুষ এর ভেতর সারাজীবন আটকে থাকে।তখন সে অনুভূতি টা আর সৃতি গুলো আমাদের ঘুন পোকার মত একটু একটু করে শেষ করে দেয়। আমরা তখন না এগিয়ে যেতে পারি না পিছিয়ে আসতে পারি। 
আমরা অপেক্ষা আর সময়ের হাতে ছেড়ে দিই ।"সময় টাও বড় অদ্ভুত কাউকে বলে সুবুরে মেওয়া ফলে আবার কাউকে বলে সময় কারো জন্য অপেক্ষা করে না।"
তুমি কি যানো একটা মানুষ একটা মানুষ কে ঠিক কতটা বুঝলে,কতটা ভাবলে ।কতটা অনুভব করলে মানুষ টা শুধু দেখে ই বুঝতে পারে যে তুমি ভালো নেয়। কখনো কি ভেবে দেখছো। আমার একা থাকতে ভালো লাগে।আমার সব চেয়ে বিরক্ত লাগে মানুষ এর ভীর আর  কথার শব্দ। আমি একটা আলাদা জগতে আটকে আছি।সব সমাপ্তি সুন্দর হয় না।।শেষ বার যখন কথা হয় আমি সে দিন একবার ও জিজ্ঞেস করি নি  বা বলিনি তুমি কেমন আছো বা ভালো থেকো।আমি বলেছি শুধু "নিজের খেয়াল রেখো"  ।।তোমাকে ও মুক্তি দিয়ে দেব সব সময়ের জন্য। কিন্তু অভ্যাস তো একটু সময় লাগবে। তবে আবার যেন এই মুক্তি তোমার ক্ষতির কারন না হয়। 🖤💔
#অভিমানী ✍

প্রথম প্রেম ভুল দরজায় কড়া নেড়েছে,, ভেঙে গেছে মন,,তাই দ্বিতীয় বার প্রেম এসেছে বলে দিয়েছি এই শহরে প্রেম নিষিদ্ধ আজীবন,,,। 

সব সময় প্রথম প্রেমটা ভুল মানুষ এর সাথে হয়,,আবেগ নিয়ে খেলে,,ভালো থাকা কেঁড়ে নেয়,, আর সাথে অনুভূতি গুলো মরে যায়,,। 

পরে হয়তো ঠিক মানুষ আসে প্রেম নিয়ে তবে,, সে কি আর জানে ভুল মানুষ এর প্রেম তছনছ হয়ে গেছে মন,,।

সেই মন এখন সারাক্ষণ ভাবে থাকে এই শহরে প্রেম নিষিদ্ধ,, আর ভালোবাসা নিয়ে ব্যবসা বন্ধ হউক,,। 

প্রথম প্রেম প্রথমে অনেক ভালো রাখে,,অনেক হাসায় সব শেষে কাঁদিয়ে চলে যায়,,,। 

আর রেখে যায় স্মৃতি,, দিয়ে যায় যন্ত্রণা,, আর কেউ নেয় অনুভূতি,, তবুও কেউ কখনো প্রথম প্রেম ভুলতে পারে না 💔🥀💔

#অনি

ভীষণ অদ্ভুত লাগে মাঝে মাঝে, নিজেই নিজেকে বুঝতে পারিনা। অনুভূতি গুলো গুছিয়ে প্রকাশ করতে পারিনা। নিজেকেই নিজের অচেনা মনে হয়।

এই যেমন‌, এই মুহূর্তে আকাশে মেঘের সাথে চাঁদের লুকোচুরি দেখেও‌ ভীষণ মন খারাপ লাগছে। এত সুন্দর ‌দৃশ্য সহ্য করতে পারছি না।

চাঁদের তীব্র আলো মন খারাপের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। হেডফোনে বাজতে থাকা গানটিও বারবার কিছু সম্পর্কের হিসাব নিকাশ করতে বাধ্য করছে।

কিন্তু সব সম্পর্কের তো হিসাব হয়না। তুমি আমার মন ভালো করতে পারো কিন্তু মন খারাপের গল্প বুঝতে পারনা। সহজেই হাসি দেখতে পাও কিন্তু হাসির আড়ালে অভিনয়, অভিমান বুঝতে পারবে না।

সব মন খারাপের গল্প বুঝানো যায় না। তোমার সাথে আমার সম্পর্কটাও চাঁদ আর মেঘের মতো। মেঘ কিছু সময়ের জন্যেই চাঁদকে ঢেকে রাখতে পারে, চাঁদ তার আলো দিয়ে রাতকে আলোকিত করবেই।

মাঝে মাঝে তাই এত সুন্দর পৃথিবীও বড্ড বেশি অচেনা, অসহ্য লাগে।

তোমার জন্য- " মানা কি হাম ইয়ার নেহি, লোতে হে পেয়্যার নেহি" 🙂

#অপরিচিতা

অধিকার হারানোর যন্ত্রণা কতটা তীব্র সেটা শুধু সেই মানুষ গুলো জানে যাদের থেকে অধিকার কেঁড়ে নেওয়া হয়েছে,,,। 

তাঁরা কখনো বুঝবে না যারা অধিকার কেঁড়ে নিয়েছে,,, কারণ তারা তো শুধু কেড়েছে,,,।

কষ্ট তো তাঁরা বুঝবে যারা হারিয়েছে,, কি নির্মম ছিলো সেই সময় টুকু যে সময়টা অধিকার হারিয়ে ফেলেছে,,,।

এক সময় যেটা একান্ত নিজের বলে মনে হতো ক্ষনিকের ব্যবধানে সেটার উপর অধিকার হারিয়ে গেছে এ যে কি যন্ত্রণার সেটা শুধু সেই মানুষ গুলো বুঝতে পারে,,,। 

যারা অধিকার কেঁড়ে নেয় তারা যদি অধিকার হারানোর যন্ত্রণা অনুভব করতে পারতো তবে অধিকার কেঁড়ে নেওয়ার আগে অনেক বার ভাবতো💔🥀🖤

#অনি

নির্ভরশীলতা সেদিন এসেছিলো যেদিন বিশ্বস্ত মানুষটা আমায় ছেড়ে চলে গিয়েছিলো।
আমরা স্বাধীন চিন্তার মানুষগুলো জন্মগত একা বাঁচতে চাই।
একা বেঁচে থাকাটা আমাদের কাছে অনেকটা কঠিন  হয়ে দাঁড়ায় ঠিক তখনি,যখন কেউ আপনাকে ভীষণ ভাবে ঠকিয়ে চলে যায়।
ঘোর কাটে যায়,যখন কিছু মানুষ আপনাকে ভালোবাসতে শেখায়।
কাউকে নিয়ে স্বপ্ন দেখতে শেখায়।
একা থাকাটা কখনোই মন্দ নয়,
বরং সবসময় সুন্দর। 
কারন একা থাকা মানুষগুলোর ঠকে যাওয়ার ভয় থাকে না।
কিন্তু গল্পটা তখনি বদলে যায়,
যখন আপনার গোছানো জীবনকে সুন্দর করতে আরেকজন মানুষ আসে।
সেই মানুষটি যদি ভুল মানুষ হয়,তখন বেঁচে থাকাটা আসলেই কষ্টদায়ক।
আপনাকে রঙিন স্বপ্ন দেখিয়ে,মাঝপথে যে ছেড়ে চলে যায়,
সে দিব্যি ভালো থাকে।
আর আপনার জীবনটা হয়ে যায় মিথ্যে গল্প।
তখন আর আপনি একা থাকতে পারেন না।
প্রতিটি মুহূর্তে, আপনার সেই মানুষটার কথা মনে পড়ে।
তাকে ঘিরে থাকা অভ্যাস গুলো আপনাকে একা বাঁচতে বাঁধা দিবে।
আপনি মানুষটা সম্পূর্ণ বদলে যাবেন।
আপনার তখন কিছু ভালো লাগবে না,
পুরাতন শখগুলো,বারান্দার পোষা ময়নাটা,ফোনের ওপারের মানুষগুলো সব কিছুতেই বিরক্ত ছুঁয়ে যাবে।
তখন নিজেকে সবচেয়ে বেশি অসহায় আর করুন লাগবে।
অদ্ভুত হলেও সত্যি, 
আমরা মানুষগুলো সর্বদা ভুল মানুষের প্রেমে পড়ি।
তারপর যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যায়,
তখন আমরাই ভুল মানুষ হয়ে রয়ে যায় নিজের জীবনে।
একাকিত্বতা প্রথম থেকে কিংবা মাঝপথে জীবনে আসে না,
তখনই আসে যখন আপনার ভালোবাসাটা ভুল কোনো মানুষকে ঘিরে হয়।
যে আপনাকে ভীষণ ভাবে ঠকিয়ে চলে যায়।
ঠিক তখনি গল্পগুলো মিলে না,সবটা ভুলে জড়িয়ে যায়।

লেখা: তিসান তাসরিন

#পুতুল
বৃষ্টি ভেজা সন্ধ্যা, বৃষ্টি ছাড়া এই ঠান্ডা আবহাওয়াটাও অনেক বেশি প্রিয়।ব্যালকোনিতে মিষ্টি বেলী ফুলের গন্ধ আর সাথে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ হাতে পাশে তুমি, সাথে মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদ 🌙।

এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো অনেক সুখের, কিছু স্বপ্ন কল্পনা করতেও খুব ভালো লাগে, মুখের কোনে মুচকি হাসি এসে যায় নিজের অজান্তেই 😊

#অপরিচিতা

যে মানুষটা মেসেজ সিন না করলে মনে এক আকাশ অভিমান জমা হতো,,এখন আর সেই অভিমান হয় না,,।

আর হবে বা কি করে রাগ অভিমানের জন্য তো অধিকার লাগে, সেই অধিকার তো কেঁড়ে নিয়েছে অনেক আগেই,,,। 

তাই হয়তো কষ্ট গুলোও একটু একটু করে কমতে শুরু করেছে,,অপেক্ষা প্রহর কাটেনি ঠিকি,,।

ভুল করে যদি একটি বার ফিরে আসতো,, আসবে না জানি তবুও মিথ্যা অপেক্ষা আমার এই কথা আমি মানি,,,,।

এখন আর তার মেসেজ এর আশায় অনলাইনে আসা হয় না জানি সে মেসেজ দিবে না,,।

তাই কষ্ট গুলো কমতে শুরু করেছে আর অভিমান গুলো আমার নিজের সাথে অভিমান করে দূরে সরে যাচ্ছে,,,। 

চাইলেও এখন আর অভিমান করতে পারি না,, কেমন জানি অনুভুতি গুলোও হারিয়ে যাচ্ছে,,,। 

কান্না করার বেলাও হাসি দিয়ে মাতিয়ে রাখি,,আর কথা বলার বেলায় চুপ থাকি,,,।

আজ নিজের ভিতর নিজেকে বড্ড লুকিয়ে রাখতে ভালোবাসি,চাইলেও কেউ আর খুঁজে পাবে না,,,। 

সব কান্নার আওয়াজ হয় না কিছু কান্না শুধু চোখে পানি ঝড়া আর বুকের ভেতর এক আচমকা ব্যাথা অনুভব করায়,,,,। 

যা না কাউকে বলা যায় আর না বুঝানো যায় 🖤🥀💔

#অনি

যার সাথে কখনো সামনাসামনি কথাই হতো না, অনলাইনে সারাদিন তার সাথে কথা বলে পার করে দেয়া যায়।

যাকে কখনো চিনতাম না, অনলাইনের মাধ্যমে সে হয়ে উঠে প্রিয় মানুষ/ কাছের মানুষ।

এই ভার্চুয়াল জগতের সম্পর্কগুলো অল্পতেই গড়ে উঠে ফেন্ড লিস্টে, আবার অল্পতেই ভেঙে জায়গা করে নেয় ব্লক লিস্টে।

#অপরিচিতা

নিজের আবেগ নিয়ন্ত্রন করতে পারা মানুষ গুলো শুধু মানুষ নয়,
এরা পাথরের চেয়ে কঠিন মানুষ।
চাইলেই এদের আঘাত করতে পারবেন না, এরা মরে যাবে তবু ধরা দিবে না।

   #হিমাদ্র
অামি বরাবরই একটু চাপা স্বভাবের। খুব বেশি ভালোবাসি বলাটা অামার জন্য কিছুটা কঠিন।অামি সবার মতো হই হুল্লোড় করে ভালোবাসার জানান দিতে পারি না।কেনো জানি অামার মনে হতো,হয়তো তুমি বুঝবে।কারণ যখন কাছে এসেছিলে তখন অামাকে জেনেই এসেছিলে।কিন্তু না,ভুল ছিলাম অামি।তুমি ভেবেছিলে তুমি তুমার মনের মতো অামাকে ভেঙে চুরে গড়ে নিবে।একবারও ভাবো নি অামার অস্তিত্ব বিলীনের কথা।অামাকে নতুন করে গড়ার চিন্তায় কখন যে তুমি অামার থেকে অনেক দূরে সরে গেলে তা তুমি নিজেও বুঝতে পারোনি।তুমি ভুলে গেলে যে অামি যদি বদলে যাই তাহলে যে অামিকে দেখেছিলে তোমাকে খুব ভালোবাসতে,সে অামি হারিয়ে যেতে পারি।অামাকে যদি অামার মতোই ভালোবাসতে দিতে,হয়তো অাজও অামি  তোমার পাশেই থাকতাম।অামাকে বদলানোর চিন্তায় তুমি অামাকেই দূরে ঠেলে দিলে।কাউকে ভালোবাসলে তার সমস্তটুকু নিয়েই ভালোবাসা লাগে।তাকে পরিবর্তনের চিন্তা মাথায় থাকলে,তার থেকে দূরেই থাকো।একে ভালোবাসা বলে না।

#রিমশা

যানো  একমাত্র ভালো মানুষগুলিই
ভালোবাসতে গিয়ে ঠকে যায়।🖤
কাউকে ভুলে যাওয়া কোন কঠিন বিষয় নয়,কঠিন হচ্ছে তাদের সাথে কাটানো সময় আর
অনুভূতিগুলোকে ভুলে যাওয়া।!প্রিয়জন রাই শিখিয়েছে প্রিয়জন বলতে কিছুই নেই। যারা সত্যি কারের ভালোবাসা তারা ভালোবাসার মানুষ কে হারিয়ে কখনো ভালো থাকে না। সব সামলে নেওয়া যায় কিন্তু  বুকে বা পাশের চিনচিনে ব্যাথা টা সামলানো যায় না কখনো।সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকে না কেউ ধীরে ধীরে  শেষ হয় আর কেউ  বা তারাতারি । আত্মার মৃত্যু তো হয়ে গেছে সে কবে। আঘাত কিন্তু যেনে শুনে
 দেওয়া উচিত আঘাত আজ নয়তো কাল ফিরে আসে।আমাকে আর পাবে না।আমি তো হারিয়ে গেছি অবহেলায় শহরে।
প্রতিটি নির্ঘুম রাতে পুরোনো কিছু অতীত মিশে থাকে ।যা এক সময় এর সোনালি স্বপন ছিল ।কিন্তু আজ জীবনের এক হারানো অধ্যায়।তুমি নেই তো কি হয়েছে তোমার স্মৃতি গুলো আমার গভীর রাতের সঙ্গী হয়েছে।   কষ্ট পেতে পেতে এক সময় আমাদের মন পাথর হয়ে যায়। তবে কি যানো পাথর মন নিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু কাউকে আর  ভালোবাসা যায় না।💔🖤
#অভিমানী ✍

কিছু মানুষকে আমরা অনেক কাছের মনে করি, তাদের উপর রাগ দেখায়, অভিমান করি, সব কিছু তাদের সাথে শেয়ার করতে চাই, নিজের দুঃখ কষ্টগুলো সব তাদের কাছে মেলে ধরতে চাই হয় বন্ধু নয় প্রিয় মানুষ হিসেবে। কিন্তু আমাদের এই কিছুই তাদের স্পর্শ করে না, নিতান্তই তুচ্ছ।

অথচ সেই মানুষটিকে আমরা কত আপন ভেবে প্রিয় স্হান দেয়।

#অপরিচিতা

আমার শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেছে জানো তো! 
আজকাল মুখ ফুরে আর কিচ্ছু বেরোয় না। 
জানো তো আমি কাব্য ভালোবাসি? 
তবে আজকাল আর কাব্য করা হয়ে ওঠেনা।
কতো চেষ্টা করি মনের সব কিছু ঢেলে লিখবো, 
কিন্ত কিচ্ছুই যেন নেই! 

আচ্ছা আমার এতো শূন্য লাগে কেনো বলো তো! 
উড়ে বেড়ানো সেই আমি  এমন থমকে গেলাম কেনো?

     #হিমাদ্র

একটা সময় যে মানুষটার জন্য মায়াই ঘিরে থাকত, যে কিনা ছিল প্রতিদিনের অভ্যাস; আজ সারাদিনেও নামটা মনে আসে না।

সময় অনেক কিছু পরিবর্তন করে দেয়। প্রিয় থেকে অপ্রিয় আর অভ্যাস থেকে অনাভ্যাস।

প্রথমে আমরা ভুলতে পারি না কারণ ভালোবাসা থেকেও অভ্যাস বড় হয়ে যায়। সঙ্গতা প্রিয় মানুষ যে নিঃসঙ্গতাকে আঁকড়ে বাঁচতে বড্ড ভয় পায়।

নিঃসঙ্গতা আপন হয়ে গেলে ভালবাসা চাপা পড়ে যায়। কয়েক বছরের সম্পর্ক তখন অপরিচিত মনে হয়। 

প্রিয় থেকে যায় হৃদয়ের গহীনে। মনে পড়লে বেরিয়ে আসে শুধু দীর্ঘশ্বাস। এইতো বেশ আছি, অনেক ভালোই কাটছে দিন 🙂।

#অপরিচিতা

যে জিনিসটা হারানোর ভয় এ অতি যত্নে আগলে রাখি সেই জিনিসটা সবার আগে হারিয়ে গেছে,,। 

প্রিয় মানুষটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি,, হারানোর ভয় এ সব সময় জড়সড় হয়ে থাকতাম,,। 

সত্যি একদিন হারিয়ে ফেললাম,, তবে কষ্টের থেকে অবাক হয়েছিলাম,,। 

এতটা যত্ন করে আগলে রাখার পরেও কি করে একটা মানুষ হারিয়ে যেতে পারে,,,। 

কি করে এক সমুদ্র ভালোবাসা পায়ের তলায় পিষে চলে যায়,, কি করে এতটা বেখেয়ালি হয় মানুষের মন,,,।

কি করে ভুলে গেলো সেই প্রতিশ্রুতির কথা,, যেখানে বলা হয়েছিলো কেউ কখনো কাউকে ছেড়ে যাবো না,,।

তবে পরে বুঝতে পেরেছি এসব কিছু ছিলো মিথ্যা মায়ার খেলা,,। 

যারা কথা দেয় তারা সবার আগে হারিয়ে যায়,,,,।

#অনি
"ভেবে ছিলাম আমার ভালোবাসা তোমাকে পাল্টে দিবে ।কিন্তু শেষ পর্যন্ত  তোমার অবহেলা আমায় পাল্টে দিলো।একা বাঁচতে শেখো"- কথাটা বলা সহজ। কিন্তু বাস্তবে প্রয়োগ করতে হলে গলা টিপে হত্যা করতে হবে হাজার ও স্বপ্ন, হাজারটা দীর্ঘশ্বাসের ইতি টানতে হবে, নিজের ভেতর থাকা অনুভূতিগুলো পাথর চাপা দিতে হবে।
তারপরেই শুরু হবে একা বেঁচে থাকার নতুন গল্প।🖤💔
#অভিমানী ✍
আমরা কাউকেই হারাতে চাই না, কিন্তু সবাইকেই হারাতে হয়।
এইযে নিজের অস্তিত্ব চিরতরে হারিয়েছি এটা কি অনেক বড় হারানো নয়..!!

      #হিমাদ্র

প্রতিদিন ভাবি তোমার থেকে দূরে সরে যাব। অনুভূতি গুলো লুকায়িত আছে, লুকানোই থাক। 

দূরে যাওয়ার ভাবনা, বাহানাও কম তো করি না। হুটহাট করে আড়াল হয়ে যায়। নিজের ভেতরে নিজেই গুমড়ে মরি। প্রকাশ না করারও এত যন্ত্রনা হতে পারে তোমার সাথে পরিচয় না হলে বুঝতে পারতাম না।

তোমার থেকে আড়াল করা মানেই নিজেকে নিজের থেকে পালিয়ে বেড়ানো। তবুও পালিয়ে বেড়াতে হয়। নিজেকে প্রকাশ করতে পারিনা।

তোমার অভ্যাসে, অভিমানে, রাগে সব কিছুতেই ভীষণ জড়িয়ে গেছি তবুও তোমাকে বলার ভাষা খুঁজে পাইনা।

সবকিছু থেকে সরে গিয়েও তোমার অপেক্ষায় থাকি, যত দূরে যাওয়ার চেষ্টা করি তত আরো বেশি মায়াই জড়িয়ে পড়ি।

প্রকাশ না করার যন্ত্রনা দম বন্ধ হয়ে যায় তবুও তোমায় বলতে পারিনা। দম বন্ধ হবার চেয়েও যে কয়েকগুণ বেশি আমার তোমাকে হারানোর ভয়।

#অপরিচিতা ।

আমি আমার কষ্ট, দুঃখ গুলো কখনোই প্রকাশ করিনা। সেগুলো ধূলোমাখা ডায়েরী মলিন পাতার মত আমার হৃদয়ে চাপা পড়ে থাকে।

তাই তুমি আমাকে আমার বাইরে হাসি আনন্দের মুখোশ দেখে সুখী মানুষের উপাধি দাও।

কখনো সময় করে আমার সেই ডায়েরী পড়ে দেখ- তুমিও অবাক হয়ে যাবে। বুঝতেই পারবে না এক সমুদ্র কষ্ট, দুঃখ নিয়েও আমি কিভাবে সুখী মানুষের অভিনয় করছি।

আমার দুঃখ ভরা সেই ডায়েরী পাতা গুলো ভাগ নিতে হবে না। শুধু সময় পেলে পড়ে দেখ- সেগুলো আমার সব সযত্নে লালন করা একান্ত ব্যক্তিগত।

#অপরিচিতা

আপনার কাছের মানুষ টা আপনাকে এরিয়ে যাচ্চে অবহেলা করছে।যদি আপনার অনুভূতি কে সম্মান না করে।কিন্তু আপনি বার বার নিজেকে ছোট  করে তার হাতে পায়ে ধরে পরে থাকেন।কোন লাভ হবে না ।সে  একটা অজুহাত দেখিয়ে চলেই যাবে।ভালোবাসার মাঝে সম্মান থাকাটা ভীষণ জরুরী ।যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা ও নেই।মনে রাখতে হবে সম্পক্ মানে হলো দুটো মানুষ একজন দিয়ে কখনো সম্পক্ হয় না।সেটা একতরফা হয়ে যায়। 

আপনার ব্যক্তিগত বিশুদ্ধ অনুভূতিগুলো অবশ্যই মূলবান।
এই অনূভুতিগুলো খরচ করার কোন মানে হয় না। হয়ত ওনি আপনাকে অর্ধেক সম্মানটুকু দিবে না। উল্টো পথে হেটে আপনাকে অসম্মান করছে; কখনো এটা মেনে নেওয়ার নয়।

মনে রাখবেন,
প্রিয় মানুষের জন্য নিজেকে ছোট্ট করার কোনো মানেই হয় না। কারন হচ্ছে দিনশেষে আপনি অবশ্যই খেয়ে পরে বাঁচতে পারবেন কিন্তু আত্মসম্মান ছাড়া বাঁচতে পারবেন না কখনো!🖤🥀
#অভিমানী ✍



খোঁজ নিতে একটু দেরি হলে যে মানুষটা অভিমানে
কান্না করতো সেই মানুষটাও বদলে যায়।বছরের পর বছর খোঁজ না নিলেও আর কৈফিয়ত চায় না।আষাঢ়ের বৃষ্টির মতো অঝর ধারায় কাঁদেনা।

অন্যের ছবিতে লাভ রিয়্যাক্ট দিলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠতো,উল্টা পাল্টা বলে আই ডি ডিএক্টিভ করে দিত সেই মানুষটাও একদিন চুপ হয়ে যায়।চোখের সামনে একের পর এক অন্যের ছবিতে লাভ রিয়্যাক্ট দিতে দেখেও মানুষটা আর কিছু বলে না।গাল ফুলিয়ে অভিমান করে না।

নাম্বার বিজি বা ওয়েটিং দেখলেই যে মানুষটার বুকের ভেতর খঁচাৎ করে উঠতো,হারানোর ভয়ে 
পুরো শরীরটা হিম হয়ে যেত  সেই মানুষটাও
একদিন সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যায়।
ভুল করেও সেই নাম্বারটা হয়তো আর কোনদিন ডায়াল করে না।

ম্যাসেজের রিপ্লে দিতে বা সিন করতে সামান্য দেরি হলে যে মানুষটা হাজারটা কৈফিয়ত চাইতো বা চ্যাট লিস্টে কে কে আছে তার স্কীন শর্ট চাইতো বা কার সাথে বিজি আছো জানতে চাইতো সেই মানুষটাও একদিন আর এসবের তোয়াক্কা করে না।
দিন রাত চব্বিশ ঘন্টা আই ডির সবুজ বাতি জ্বলতে দেখেলেও আর ম্যাসেজের আশা করে না।নক করে কখনো জানতে চায়না সারাদিন এতো কার সাথে বিজি থাকো।

আসলে একটা সম্পর্ক শেষ হওয়া মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া।মানুষটা ঠিকই সামনে থাকে,তার নাম্বারটা লিস্টে থাকে,তার আইডিটাও সার্চ লিস্টে থাকে শুধু মানুষটাই আর অধিকারে থাকে না।ভালোবেসেও আর কখনো ভালোবাসি বলা  হয় না।সবকিছু দেখে,শুনে,জেনেও চুপ করে থাকতে হয়।মুখ ফুটে আর কখনোই বলা যায় না যে"তুমি মানুষটা আমার অধিকার,তুমি মানুষটা একান্তই আমার ব্যক্তিগত অধিকার।"🖤🖤🖤
#পুতুল

আমার ভালবাসার নিশ্চিত হার জেনেও অজ্ঞাত এক মায়ার কারণে তাকে ভুলতে পারছি না।আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ টি সে।
আমি চাই না আমার জন্য সে তার আনন্দ  থেকে দূরে থাকুক। তবুও বলতে ইচ্ছে হয় খুব " আপনাকে তো নিজের করে কখনো পাবো না,তবুও  আপনার প্রতি এত কিসের মায়া। আমার শয়নে স্মরণে সৃষ্টিকর্তার আঁকা তার ছবিটা কেনো আসে বার বার। কেনো নিজেকে অন্য কারো সাথে  মানিয়ে নিতে পারি না?" আমি তো চাইচিলাম সে ভালো থাকুক।তাহলে আমার কেন ভালো থাকা হলো না।
আমি কেন ছন্নছাড়া হয়ে জীবন টা নিয়ে ঘুরছি।আমি তো চাইলাম মানুষ টার সবকিছু হোক অথচ আমার  কেন সবকিছু হারিয়ে গেলো।আমার রাত গুলো এত টা দীর্ঘ হয়।এতটা সাদাকালো।কেন নিজেকে এত টা দূরে রেখেও তাকে এক মূহতের জন্য ও ভুলতে পারি না।একটু একটু করে আমি কোথায় যেনো হারিয়ে অন্ধকার এ মিশে যাচ্ছি। 
দিব্যি সুন্দর কাটাছে  আপনার দিন।সৃষ্টিকর্তা আপনার প্রতি কোন অন্যায় করে নি। তাহলে আমার বেলায় কেনো এত অন্যায়,অবিচার।   হে খোদা, আমাদের  যখন আলাদা ই  করে দিয়েছ? তখন ভুলে যাওয়ার ক্ষমতা দেওয়া উচিত ছিলো। গল্পটা কি এমন হতে পারতো না যে সে আমার, একান্তই আমার নিজের। বিশ্বাস করো তাকে পেয়ে গেলে এক জীবনে হারানো কোন কিছু নিয়ে আফসোস থাকতো না!🥀🖤
#অভিমানী ✍

একটা প্রিয় মানুষ না থাকার অভাব মানুষকে যতটা  কষ্ট দেয়, একটা কাছের বন্ধু না থাকার অভাব মানুষকে তার চাইতে আরও অনেক বেশি কষ্ট দেয়। প্রিয় মানুষটা সবসময় প্রিয় হয়ে থাকে না। কোন না কোন সময়ে ঠিকই অপ্রিয় হয়ে যায়। কিন্তু প্রিয় বন্ধুটা সবসময় প্রিয় হয়েই থাকে। কখনো অপ্রিয় হয় না। হ্যাঁ প্রিয় বন্ধুটার সাথে যোগাযোগ কমে যায়, দুরত্ব বেড়ে যায় তারপরও প্রিয় বন্ধুটা প্রিয় হয়েই থাকে। 

কারণ ভালোবাসার সম্পর্কে একটা অদৃশ্য দেয়াল থাকে। যা থেকে আমরা কখনোই বের হতে পারি না। যতই বলি না কেন যে ভালোবাসার মানুষটার কাছে নির্দিদ্বায় সবকিছু বলে ফেলা যায়। আসলেই সবটা বলা যায় না। এমন অনেক কিছুই আছে যেটা তাকে কখনোই বলা হয়ে উঠে না। অথচ কাছের বন্ধুটারর সাথে সম্পর্কের এই অদৃশ্য দেয়ালটা থাকে না। তাই নির্দিদ্বায় তার কাছে সবকিছু বলে ফেলা যায়। তাকে কোন কিছু বলার আগে ভাবতে হয় না। কোন নিয়ম বা ফরমালেটি দেখিয়ে তার সাথে কথা বলতে হয় না। অনায়েসেই তার কাছে সবকিছু বলে ফেলা যায়।

মানুষের জীবনে একটা প্রিয় মানুষ যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন নিজেকে বূঝতে পারা একজন কাছের বন্ধুর। যাকে অনায়েসে সবকিছু বলে ফেলা যাবে। প্রচন্ড কষ্ট হলে যাকে জড়িয়ে ধরে ইচ্ছমতো কাঁদা যাবে। যাদের এরকম একটা বন্ধু আছে তারা সত্যিই অনেক ভাগ্যবান।।🖤🖤
#পুতুল







একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন
To Top