⚘
নতুন পোস্ট📲
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আমার স্বপ্ন ছিল শুধু তোমাকে ঘিরে,
বাধব বাসা ছোট একটি নীড়ে।
উপরে রবে সুনীল আকাশ,
জানালায় উঁকি দেবে দক্ষিণা বাতাস।
বৃক্ষের পাতা হবে আমাদের আচ্ছাদন,
নীরবে শুনবো মোরা পাখিদের আলাপন।
মুগ্ধ হয়ে শুনব সাগরের ঢেউয়ের কলতান,
গলা ভিজাব ঝর্নার পানি করে পান।
থাকবে না কোন মোদের কোন পিছু টান,
জীবনের সকল দুঃখের হবে অবসান।
.................... জহির
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****ভালবাসা ***
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***ভালবাসার মানে ভালবাসি***
ভালবাসার মানে তোমার কাছে আমার পাগলামি......
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*****ভালবাসা****
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***
চিরতরে প্রাণে, অপ্রাণে...
জানি চলে যাব, তবু লিখে যাই তার কথামৃদু মৃদু দুরু দুরু বুকে
আবার আসবে ফিরে আমার দিবা আর নিশা তার সাথে চান্দ্র অন্ধকারে
জীবনের সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব
হাতে হাত ধরে....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***তোমাকেই নিয়ে ভাববো***
তুমি আমার এমন কি হও যে
তোমাকেই নিয়ে ভাববো?
মাতাল হাওয়ায় ঘুম কেড়ে নেয়
বলে কি রাত জাগবো?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****অসাধরাণ সবকিছুই মানুষকে টানে***
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***জীবন দিতে পারি***
প্রেমিক-প্রেমিকা রেললাইনের পাশে বসে গল্প করছে ।
প্রেমিক: আমি তোমাকে ভালোবাসি ।
প্রেমিকা: কতটুকু ?
প্রেমিক: তোমার জন্য জীবন দিতে পারি ।
কাকতালীয় ভাবে দূরে ট্রেন আসছে ।
প্রেমিকা: এই ট্রেনের নিচে ঝাপ দিতে পারবে ?
প্রেমিক: তুমি কি আমাকে ভালোবাসো ?
প্রেমিকা: অঅনেক ।
প্রেমিক: তোমাকেও ভালোবাসার পরীক্ষা দিতে হবে ।
প্রেমিকা: কি করতে হবে আমাকে ?
প্রেমিক: ট্রেনটা যখন খুব কাছে চলে আসবে, তখন তুমি আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দিবে ।
এটাই তোমার ভালোবাসার পরীক্ষা
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****তুমি আমার***
তুমি আমার, কৃষ্ণচূড়া টকটকে লাল গাছে।
তুমি আমার, শ্রদ্ধাঞ্জলী প্রভাত ফেরির মাঝে।।
তুমি আমার, ভোরের পাখির কিচির মিচির খেলা।
সন্ধ্যা রাতের সূর্য ডোবা,জোনাক রাতের বেলা।।
তুমি আমার, সবুজ ক্ষেতে ঘাঁস ফড়িং এর লাফ।
ছেলে-বেলায় আঁকতে বসে অচিন জলছাপ।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****আমি এখনো ভালবাসি শুধুই তোমাকে***
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***ভালবাসি কি না বলতে পারিনা***
এক তার পুরাতন গার্ল ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়ে গেল.
গার্লফ্রেন্ড : তুমি কি আমাকে এখনো
ভালবাস??
.ছেলে : ভালবাসি কি না বলতে পারিনা......
তবে.....
আমার বন্ধুরা এখনো তোমার নামে আমাকে কসম দেয়........... ..আর আমি তা কখনই ফেলি না
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*** সে আপনাকে ভালোবেসেছে***
যে মানুষটি আপনাকে সত্যিই
ভালোবাসে তাকে কোনদিন
দূরে ঠেলে দিয়েন না,
মনে রাখবেন
পৃথিবীতে এত মানুষ
থাকতে সে আপনাকে ভালোবেসেছে
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***জানিনা কিভাবে ভালবাসতে হয়***
কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের ,
প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ,
তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় আমি পরাজিত
হতে পারি সবার কাছে ,
তবে তোমাকে ভালবাসায় হাজারও বার জিতবো ।
তোমাকে ভালবাসতাম ,
ভালোবাসি ,
ভালবাসবো চিরকাল
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***দূর থেকে তাকে দেখব বলে***
কিছু সময় ভালোবাসার মানুষ টার জন্য অপেক্ষা যেন শেষ হয় না
৫ টা মিনিট ও যেন ৫ বছর হয়ে সামনে দাঁড়ায় ,তাকে কাছে পাবার
আকুলতায় ভালোলাগার অনুভূতি গুলো ক্লান্ত করে দেয় মোদের ,
মন কে কিছু তেই বুঝাতে পারি না
তাকে আসার সময় টা আমার ই দেওয়া ............
ভিতর থেকে কে যেন আমার চোখ কে
নিয়ে যায় পথে পানে
দূর থেকে তাকে দেখব বলে
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ღ_অভিমানী ভালোবাসা_ღ
ভালোবাসার জন্য বেশী কিছু প্রয়োজন
পড়ে না।
শুধু একটা সুন্দর মন দরকার।
আর যেটা দরকার তা হল ধৈর্য।
ধৈর্য হল মানব চরিত্রের সবচেয়ে বড় গুন।
যার ধৈর্য যত বেশী আর ভালোবাসার
মানুষটিকে বোঝার
ক্ষমতা যার রয়েছে তার জীবন
থেকে ভালোবাসা কখনো হারায় না।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***এমন ঘন ঘোর বরিষায় ***
তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার,
শ্রাবণ বরিষণে একদা গৃহকোণে,
দু'কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার .....
যে কথা এ জীবনে রহিয়া গেল
মনে সে কথা আজি যেন বলা যায়,
এমন ঘন ঘোর বরিষায়
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***সে কি আমায় নেবে চিনে***
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***তোমার হাতে তুলে দিয়েছি***
আমার জীবনের সুখগুলো
বড্ড বিশ্বাস করে তোমার
হাতে তুলে দিয়েছি…
তুমি রেখে দিও…
আর আজ চোখের জলগুলোকেও
তোমার নামে উৎসর্গ করলাম…
ইচ্ছে হলে তুলে নিও,
আবার ইচ্ছে হলে ফেলে দিও…
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
**যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে !**
নিজেকে যখন সুখী মনে করবেন
তখন আপনি সেই মানুষ্টির কাছেই যেতে চাইবেন,যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন
নিজেকে যখন দুঃখী মনে করবেন
তখন আপনি সেই মানুষ্টির কাছেই যেতে চাইবেন,
যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে !!
কিন্তু সেই দুইজন মানুষই যদি একই হয়
তাহলে সবচেয়ে ভাগ্যবান/ভাগ্যবতী আপনিই !
ভালবাসার গল্পকখা
জানিনা কিভাবে ভালোবাসতে হয়,
তবে তোমাকে অনেক
ভালোবাসি সেটা বুঝতে পারি।
এখনও তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় ,
তবে সময়ের সাথে সাথে প্রকাশ
ভঙ্গিতে পরিবর্তন এসেছে।
ইচ্ছে হলেও বলতে পারিনা তোমাকে
ছাড়া বাঁচবো না,
কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের ,
প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ,
তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য
দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় আমি পরাজিত
হতে পারি সবার কাছে ,
তবে তোমাকে ভালোবাসায় হাজারও বার
জিতবো ।
তোমাকে ভালোবাসতাম , ভালোবাসি ,
ভালোবাসবো চিরকাল.......!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি বলি এই আমি
অগোচরে যাচ্ছি ভেসে
যদি বলি আজ ভেঙ্গেচুরে
আমি শুন্য হয়ে যাই নিমিষে
যদি বলি অন্ধ এ ক্ষণ
অস্থির ভীষণ
যদি বলি অস্ফুটে,
“খুব ইচ্ছে হয়
কিছু সময় ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে”
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি পৃথিবীর সব গোলাপ
প্রতিদিন একটা করে
তোমাকে দিয়ে বলি
আমি তোমাকে ভালোবাসি...
সব গোলাপ শেষ হয়ে যাবে ..
তবুও আমার ভালোবাসা শেষ হবে না ..
হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা তুমি বুঝতে পারো নি কতটা ভালবাসি তোমায়..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ভালবাসা পেতে হলে
ভালবাসা দিতে হয়...
মনের কথা বুঝতে চাইলে
মনের মানুষ হতে হয়...
অনেক ভাল লাগলেই কাউকে,
সেটা ভালবাসা নয়...
ভালবাসা সেটাই হয়
যে অনেক সাধারণ হলেও
তাকে অসাধারন মনে হয়,
অনেকটা পথ এক সাথে হাঁটার পরও
হাত ধরে হাঁটার পথটা কভু শেষ
না হয় .............
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি কখনো তুমি মনে করো
আমার চেয়ে বেশি কেউ
তোমাকে ভালবাসতে পারে
তবে তুমি তাকেই বেছে নিও
যদি কখনো এমন কাউকে খুজে পাও
যে তোমাকে আমার চেয়েও
বেশি সুখ দিতে পারে
তবে তুমি তার কাছেই যেও
তখন আমি তোমাকে ফেরাবোনা
কেননা তোমার সুখই আমার সুখ
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যেদিন হবে দেখা,
. . .মন ভরে সাজিস।
. . . . .মায়াভরা ঐ দুচোখে,
. .. . . . .একটু কাজল আঁকিস।
যেদিন হবে দেখা,
. . ..নীল শাড়ি পড়িস।
. . . . .ছোট্ট এক লাল টিপ,
. . . . . . . . .কপালেতে দিস।
যেদিন হবে দেখা,
. . . .সময়মতো আসিস।
. . . .. . ঐ কুচকুচে খোপায় তোর,
. . . . . . . . .বেলীর মালা বাঁধিস।
যেদিন হবে দেখা,
. . . .রঙিন মেহেদী দিস।
. . . . . . . মেহেদী রাঙা ঐ দুহাতে,
. . . . . . .. ..কাচের চুরি পড়িস।
. . . .খালি হাতে আসিস।
. . .. . ..ভালোবাসায় ভরিয়ে দেব,
. . . .. . .. . . দুহাত ভরে নিস...!
........( সৃগীহিত)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
সে আজীবন অপেক্ষায় থাকবে আপনার জন্য,
আর আপনি তার অপেক্ষাকে মূল্য
না দিয়ে নিজে নিজের পথে চললেন,
এতে তার জীবন শেষ হয়ে যেতে পারে নিঃসঙ্গ ভাবে
মনে রাখবেন আপনিও এক দিন এমন কষ্ট বোধ
করবেন, সেই দিন আপনাকে খুব
ভেলোবেসে যাওয়া মানুষটিকে মনে করবেন..........
তবে তোমাকে অনেক
ভালোবাসি সেটা বুঝতে পারি।
এখনও তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় ,
তবে সময়ের সাথে সাথে প্রকাশ
ভঙ্গিতে পরিবর্তন এসেছে।
ইচ্ছে হলেও বলতে পারিনা তোমাকে
ছাড়া বাঁচবো না,
কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের ,
প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ,
তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য
দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় আমি পরাজিত
হতে পারি সবার কাছে ,
তবে তোমাকে ভালোবাসায় হাজারও বার
জিতবো ।
তোমাকে ভালোবাসতাম , ভালোবাসি ,
ভালোবাসবো চিরকাল.......!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি বলি এই আমি
অগোচরে যাচ্ছি ভেসে
যদি বলি আজ ভেঙ্গেচুরে
আমি শুন্য হয়ে যাই নিমিষে
যদি বলি অন্ধ এ ক্ষণ
অস্থির ভীষণ
যদি বলি অস্ফুটে,
“খুব ইচ্ছে হয়
কিছু সময় ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে”
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি পৃথিবীর সব গোলাপ
প্রতিদিন একটা করে
তোমাকে দিয়ে বলি
আমি তোমাকে ভালোবাসি...
সব গোলাপ শেষ হয়ে যাবে ..
তবুও আমার ভালোবাসা শেষ হবে না ..
হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা তুমি বুঝতে পারো নি কতটা ভালবাসি তোমায়..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ভালবাসা পেতে হলে
ভালবাসা দিতে হয়...
মনের কথা বুঝতে চাইলে
মনের মানুষ হতে হয়...
অনেক ভাল লাগলেই কাউকে,
সেটা ভালবাসা নয়...
ভালবাসা সেটাই হয়
যে অনেক সাধারণ হলেও
তাকে অসাধারন মনে হয়,
অনেকটা পথ এক সাথে হাঁটার পরও
হাত ধরে হাঁটার পথটা কভু শেষ
না হয় .............
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যদি কখনো তুমি মনে করো
আমার চেয়ে বেশি কেউ
তোমাকে ভালবাসতে পারে
তবে তুমি তাকেই বেছে নিও
যদি কখনো এমন কাউকে খুজে পাও
যে তোমাকে আমার চেয়েও
বেশি সুখ দিতে পারে
তবে তুমি তার কাছেই যেও
তখন আমি তোমাকে ফেরাবোনা
কেননা তোমার সুখই আমার সুখ
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যেদিন হবে দেখা,
. . .মন ভরে সাজিস।
. . . . .মায়াভরা ঐ দুচোখে,
. .. . . . .একটু কাজল আঁকিস।
যেদিন হবে দেখা,
. . ..নীল শাড়ি পড়িস।
. . . . .ছোট্ট এক লাল টিপ,
. . . . . . . . .কপালেতে দিস।
যেদিন হবে দেখা,
. . . .সময়মতো আসিস।
. . . .. . ঐ কুচকুচে খোপায় তোর,
. . . . . . . . .বেলীর মালা বাঁধিস।
যেদিন হবে দেখা,
. . . .রঙিন মেহেদী দিস।
. . . . . . . মেহেদী রাঙা ঐ দুহাতে,
. . . . . . .. ..কাচের চুরি পড়িস।
. . . .খালি হাতে আসিস।
. . .. . ..ভালোবাসায় ভরিয়ে দেব,
. . . .. . .. . . দুহাত ভরে নিস...!
........( সৃগীহিত)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
সে আজীবন অপেক্ষায় থাকবে আপনার জন্য,
আর আপনি তার অপেক্ষাকে মূল্য
না দিয়ে নিজে নিজের পথে চললেন,
এতে তার জীবন শেষ হয়ে যেতে পারে নিঃসঙ্গ ভাবে
মনে রাখবেন আপনিও এক দিন এমন কষ্ট বোধ
করবেন, সেই দিন আপনাকে খুব
ভেলোবেসে যাওয়া মানুষটিকে মনে করবেন..........
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আলো হয়ে আছো তুমি অমার হৃদয়ে
বাতাস পারেনি নিভাতে তোমার স্মৃত্বির উত্তাপ
যতই দিন যাক তোমার না থাকা জুড়েও
এভাবেই আলো দেবে তুমি স্মৃত্বির
প্রদিপ হয়ে আমার মনের গহীনে
………………………………….
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস
অবাধ আনাগোনায় কোনো নিষেধ কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জ্বিনে
কে খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুয়ে ফেলে
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেড়ুয় মেঘ আর তারায় ভরা স্টেশন
একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন...............
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জলফড়িং
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
জানিনা কিভাবে তোমার দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।
শুধু জানি এই অবুজ
মনটা অনেক মিস করে তোমায়।
আমি বলবোনা আমাকে ভালোবাসো
আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা কর
আমি বলবোনা আমার হাতে হাত রাখো
আমি চাই তুমি আমার হাতের কাছে থাক
আমি চাইবনা তোমায় ভালোবাসি বলতে
আমি চাই তোমার চলা পথে তোমার হাত ধরে চলতে ....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
উড়ে এসে জুড়ে বসা ভালো লাগার
বাতাস পারেনি নিভাতে তোমার স্মৃত্বির উত্তাপ
যতই দিন যাক তোমার না থাকা জুড়েও
এভাবেই আলো দেবে তুমি স্মৃত্বির
প্রদিপ হয়ে আমার মনের গহীনে
………………………………….
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস
অবাধ আনাগোনায় কোনো নিষেধ কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জ্বিনে
কে খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুয়ে ফেলে
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেড়ুয় মেঘ আর তারায় ভরা স্টেশন
একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন...............
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জলফড়িং
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
জানিনা কিভাবে তোমার দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।
শুধু জানি এই অবুজ
মনটা অনেক মিস করে তোমায়।
....................................স্বপ্ন প্রেমি সেরনিয়াবাত
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^আমি বলবোনা আমাকে ভালোবাসো
আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা কর
আমি বলবোনা আমার হাতে হাত রাখো
আমি চাই তুমি আমার হাতের কাছে থাক
আমি চাইবনা তোমায় ভালোবাসি বলতে
আমি চাই তোমার চলা পথে তোমার হাত ধরে চলতে ....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
উড়ে এসে জুড়ে বসা ভালো লাগার
ধোঁয়া ওঠা চায়ের কাপে প্রথম চুমুকটা অসাধারণ লাগে .
তারপর আস্তে আস্তে ধোঁয়া উঠতে উঠতে
এক সময় ঠাণ্ডা হয়ে যায় ...
সময় গড়াতেই প্রথম চুমুকের
স্বর্গীয় অনুভূতিটা আর থাকে না !
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আমার স্বপ্ন ছিল শুধু তোমাকে ঘিরে,
বাধব বাসা ছোট একটি নীড়ে।
উপরে রবে সুনীল আকাশ,
জানালায় উঁকি দেবে দক্ষিণা বাতাস।
বৃক্ষের পাতা হবে আমাদের আচ্ছাদন,
নীরবে শুনবো মোরা পাখিদের আলাপন।
মুগ্ধ হয়ে শুনব সাগরের ঢেউয়ের কলতান,
গলা ভিজাব ঝর্নার পানি করে পান।
থাকবে না কোন মোদের কোন পিছু টান,
জীবনের সকল দুঃখের হবে অবসান।
.................... জহির
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****ভালবাসা ***
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***ভালবাসার মানে ভালবাসি***
ভালবাসার মানে তোমার কাছে আমার পাগলামি......
ঝুম বর্ষায় ভিজে তোমার বাসার সামনে দুটি কদম আর একটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকা......
তোমাকে বার বার দেখার জন্য বিভিন্ন অজুহাতে কাছে আসা......
তোমাকে নিয়ে নৌকায় চড়ে মেঘনার বুকে ভেসে বেড়ানো......
তোমার চোখের মাঝে নিজেকে খুজে বেড়ানো......
তোমার মুখের হাসির ছন্দে নিজেকে হারিয়ে ফেলা......
তোমার গাওয়া গানের সুরে নিজেকে খুজে পাওয়া......
ভালবাসা মানে এই হৃদয়ের মাঝে তোমায় নিয়ে থাকা......
তোমার দুঃখগুলোকে আমার সুখগুলো দিয়ে আড়াল করে ফেলা......
ভালবাসা মানে তোমার করা দুষ্টু কপট অভিমান......
একটু মিষ্টি কথায় করা মুচকি হাসির টান......
ভালবাসার মানে তোমার কাছে আমি যাচ্ছেতাই......
ভালবাসার মানে ভালবাসি তাই ভালবেসে যাই... ♥ ♥
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^*****ভালবাসা****
ভালবাসা কি আমি জানিনা । কিন্তু
ভালবাসা যদি হয়,
প্রিয়জনকে জড়িয়ে ধরেশিশির ভেজা সবুজ
ঘাসে হাঁটার স্বপ্ন দেখা,জ্যোৎস্না রাতে একজনের কাধে মাথা রেখে কিছু সময় কাটানোর ইচ্ছা,পরস্পরের হাত ধরেজীবনের বাকি সময়টুকু
কাটানোর সাধ,তাহলে আমি তোমাকে ভালবাসি । বড্ড বেশিই ভালবাসি!!!
ভালবাসা যদি হয়,
প্রিয়জনকে জড়িয়ে ধরেশিশির ভেজা সবুজ
ঘাসে হাঁটার স্বপ্ন দেখা,জ্যোৎস্না রাতে একজনের কাধে মাথা রেখে কিছু সময় কাটানোর ইচ্ছা,পরস্পরের হাত ধরেজীবনের বাকি সময়টুকু
কাটানোর সাধ,তাহলে আমি তোমাকে ভালবাসি । বড্ড বেশিই ভালবাসি!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***
চিরতরে প্রাণে, অপ্রাণে...
জানি চলে যাব, তবু লিখে যাই তার কথামৃদু মৃদু দুরু দুরু বুকে
আবার আসবে ফিরে আমার দিবা আর নিশা তার সাথে চান্দ্র অন্ধকারে
জীবনের সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব
হাতে হাত ধরে....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***তোমাকেই নিয়ে ভাববো***
তুমি আমার এমন কি হও যে
তোমাকেই নিয়ে ভাববো?
মাতাল হাওয়ায় ঘুম কেড়ে নেয়
বলে কি রাত জাগবো?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****অসাধরাণ সবকিছুই মানুষকে টানে***
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***জীবন দিতে পারি***
প্রেমিক-প্রেমিকা রেললাইনের পাশে বসে গল্প করছে ।
প্রেমিক: আমি তোমাকে ভালোবাসি ।
প্রেমিকা: কতটুকু ?
প্রেমিক: তোমার জন্য জীবন দিতে পারি ।
কাকতালীয় ভাবে দূরে ট্রেন আসছে ।
প্রেমিকা: এই ট্রেনের নিচে ঝাপ দিতে পারবে ?
প্রেমিক: তুমি কি আমাকে ভালোবাসো ?
প্রেমিকা: অঅনেক ।
প্রেমিক: তোমাকেও ভালোবাসার পরীক্ষা দিতে হবে ।
প্রেমিকা: কি করতে হবে আমাকে ?
প্রেমিক: ট্রেনটা যখন খুব কাছে চলে আসবে, তখন তুমি আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দিবে ।
এটাই তোমার ভালোবাসার পরীক্ষা
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****তুমি আমার***
তুমি আমার, কৃষ্ণচূড়া টকটকে লাল গাছে।
তুমি আমার, শ্রদ্ধাঞ্জলী প্রভাত ফেরির মাঝে।।
তুমি আমার, ভোরের পাখির কিচির মিচির খেলা।
সন্ধ্যা রাতের সূর্য ডোবা,জোনাক রাতের বেলা।।
তুমি আমার, সবুজ ক্ষেতে ঘাঁস ফড়িং এর লাফ।
ছেলে-বেলায় আঁকতে বসে অচিন জলছাপ।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
****আমি এখনো ভালবাসি শুধুই তোমাকে***
বলবো না পৃথিবীর সব সুখ এনে দিবো তোমায় ,
শুধু তোমার সব দুঃখ ভাগাভাগি করে দিয়ো আমায়।
বলবো না তোমায় কাঁদাবো না ,
শুধু তোমার অশ্রুজল মুছে দেওয়ার সুযোগ দিয়ো।
বলবো না তোমায় ছেড়ে থাকতে পারবো না ,
শুধু তোমার পাশে থেকে ভালবাসার সুযোগ দিয়ো
শুধু একটা কথাই বলার তুমি যেওনা ভুলে আমাকে ..
আমি এখনো ভালবাসি শুধুই তোমাকে ღღ
শুধু তোমার সব দুঃখ ভাগাভাগি করে দিয়ো আমায়।
বলবো না তোমায় কাঁদাবো না ,
শুধু তোমার অশ্রুজল মুছে দেওয়ার সুযোগ দিয়ো।
বলবো না তোমায় ছেড়ে থাকতে পারবো না ,
শুধু তোমার পাশে থেকে ভালবাসার সুযোগ দিয়ো
শুধু একটা কথাই বলার তুমি যেওনা ভুলে আমাকে ..
আমি এখনো ভালবাসি শুধুই তোমাকে ღღ
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***ভালবাসি কি না বলতে পারিনা***
এক তার পুরাতন গার্ল ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়ে গেল.
গার্লফ্রেন্ড : তুমি কি আমাকে এখনো
ভালবাস??
.ছেলে : ভালবাসি কি না বলতে পারিনা......
তবে.....
আমার বন্ধুরা এখনো তোমার নামে আমাকে কসম দেয়........... ..আর আমি তা কখনই ফেলি না
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*** সে আপনাকে ভালোবেসেছে***
যে মানুষটি আপনাকে সত্যিই
ভালোবাসে তাকে কোনদিন
দূরে ঠেলে দিয়েন না,
মনে রাখবেন
পৃথিবীতে এত মানুষ
থাকতে সে আপনাকে ভালোবেসেছে
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***জানিনা কিভাবে ভালবাসতে হয়***
কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের ,
প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ,
তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় আমি পরাজিত
হতে পারি সবার কাছে ,
তবে তোমাকে ভালবাসায় হাজারও বার জিতবো ।
তোমাকে ভালবাসতাম ,
ভালোবাসি ,
ভালবাসবো চিরকাল
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***দূর থেকে তাকে দেখব বলে***
কিছু সময় ভালোবাসার মানুষ টার জন্য অপেক্ষা যেন শেষ হয় না
৫ টা মিনিট ও যেন ৫ বছর হয়ে সামনে দাঁড়ায় ,তাকে কাছে পাবার
আকুলতায় ভালোলাগার অনুভূতি গুলো ক্লান্ত করে দেয় মোদের ,
মন কে কিছু তেই বুঝাতে পারি না
তাকে আসার সময় টা আমার ই দেওয়া ............
ভিতর থেকে কে যেন আমার চোখ কে
নিয়ে যায় পথে পানে
দূর থেকে তাকে দেখব বলে
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ღ_অভিমানী ভালোবাসা_ღ
ভালোবাসার জন্য বেশী কিছু প্রয়োজন
পড়ে না।
শুধু একটা সুন্দর মন দরকার।
আর যেটা দরকার তা হল ধৈর্য।
ধৈর্য হল মানব চরিত্রের সবচেয়ে বড় গুন।
যার ধৈর্য যত বেশী আর ভালোবাসার
মানুষটিকে বোঝার
ক্ষমতা যার রয়েছে তার জীবন
থেকে ভালোবাসা কখনো হারায় না।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***এমন ঘন ঘোর বরিষায় ***
তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার,
শ্রাবণ বরিষণে একদা গৃহকোণে,
দু'কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার .....
যে কথা এ জীবনে রহিয়া গেল
মনে সে কথা আজি যেন বলা যায়,
এমন ঘন ঘোর বরিষায়
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***সে কি আমায় নেবে চিনে***
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে জানি নে, জানি নে॥
সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে
জানি নে, জানি নে॥
সে কি আপন রঙে ফুল রাঙাবে।
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।
ঘোমটা আমার নতুন পাতার হঠাত দোলা পাবে কি তার,
গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে
জানি নে, জানি নে॥
..................রবীন্দ্রনাথ ঠাকুর
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***তোমার হাতে তুলে দিয়েছি***
আমার জীবনের সুখগুলো
বড্ড বিশ্বাস করে তোমার
হাতে তুলে দিয়েছি…
তুমি রেখে দিও…
আর আজ চোখের জলগুলোকেও
তোমার নামে উৎসর্গ করলাম…
ইচ্ছে হলে তুলে নিও,
আবার ইচ্ছে হলে ফেলে দিও…
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
**যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে !**
নিজেকে যখন সুখী মনে করবেন
তখন আপনি সেই মানুষ্টির কাছেই যেতে চাইবেন,যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন
নিজেকে যখন দুঃখী মনে করবেন
তখন আপনি সেই মানুষ্টির কাছেই যেতে চাইবেন,
যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে !!
কিন্তু সেই দুইজন মানুষই যদি একই হয়
তাহলে সবচেয়ে ভাগ্যবান/ভাগ্যবতী আপনিই !
ronymampi26@gmail.com