কলিজার ভিতর টা ছিড়ে যায় তাকে মিস করার অসহ্য যন্ত্রনায় তা তাকে হাজার চেষ্টা করলেও বোঝাতে পারা দায়
4kMovie.in
৯:০১:০০ PM
0
আজকাল ভালোবাসা জিনিস টার কোনো মূল্য নাই।কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও তার কোনো দাম নাই।কাউকে নিজের দুনিয়া উজার করে ভালোবাসলেও সে তার দিকে ভ্রুক্ষেপহীন দৃষ্টিতে তাকায়।দিন- রাত এক করে কারো জন্য কেঁদে বেড়ালেও সেদিকে কেউ কান দেয় না।কলিজার ভিতর টা ছিড়ে যায় তাকে মিস করার অসহ্য যন্ত্রনায় তা তাকে হাজার চেষ্টা করলেও বোঝাতে পারা দায়।তার জন্য প্রতিটি প্রার্থনা হয় তবুও যেন সে কপালে থাকে না।ভাষ্যহীন ব্যথা গুলো চিৎকার দিয়ে কাউকে বোঝানো যায় না।
শুধু অশ্রুকণা গুলোই সাক্ষী হয় এই কষ্টের। প্রচন্ড পরিমাণে আসক্তিতে ভুগতে থাকা মানুষ টার জন্য দিন-রাত অপেক্ষা করে যাওয়া ছাড়া যে আর উপায় নাই।নিজের সব কিছু ধ্বংসের পথে দেখেও মুখের উপর বালিশ চাপা দিয়ে কাঁদা ছাড়া আর কোনো ক্ষমতাই থাকে না।তখন শুধু নিজেকে দোষ দিয়ে বেড়ানো যায় কেনো ভালোবাসার মানুষ টার মনের মত হতে ব্যর্থ আমি? কেনো সৃষ্টিকর্তা ওর মনের মত করে আমাকে সৃষ্টি করেনি? কেনো আমাকে ওকে আটকে রাখার ক্ষমতা দেয় নি?
কেনো ওর চাওয়া- পাওয়ার মত আমি না? কেনো আমাকে সুন্দর করে গড়েনি ওর নতুন মানুষের মত? কেনো? কেনো? কেনো? এমন হাজার ও কেনোর প্রশ্নের উত্তরে আস্তে আস্তে আমার আমি টাই হারিয়ে যায়।
সত্যিকারের ভালোবাসা কেউ চায় না সবাই চায় সৌন্দর্য, অর্থ, পজিশন,বাবার টাকা, স্ট্যাটাস।
হ্যাঁ আজকের ভালোবাসা গুলো এসব দিয়েই হয়
মনের মাঝে রেখেছিলাম তাকে আজীবন রাখবো
ভালোবাসি সে আমাকে ভালোবাসুক আর নাইবা বাসুক
আমি তাকে ভালোবেসেই যাবো
বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
ronymampi26@gmail.com