2020 সালের দুর্গাপূজার সময়সূচি এবং নিয়ম Happy Durga Puja শুভ দুর্গাপূজা 2020

0
2020 সালের দুর্গাপূজার সময়সূচি এবং নিয়ম   

 নতুন সাজে নতুন রূপে সাজবে সবার মন
পূজার দিনে হাসি খুশিতে কাটবে সারাক্ষণ
কদিন পরেই চলে যাবে মা ভাসিয়ে চোখের জলে
ঠাই দিও মাগো তুমি মোদের তোমার চরণ তলে


              Durga Puja 2020

17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার-মহালয়।

22শে অক্টোবর বৃহস্পতিবার-মহাষষ্ঠি

23শে অক্টোবর শুক্রবার-মহাসপ্তমি

24শে অক্টোবর শনিবার-মহাষ্টমী

25শে অক্টোবর রবিবার-মহানবমি

26শে অক্টোবর সোমবার-বিজয়া দশমী 



                                      Durga Puja Wishes in Bengali language (Best wishes in Bangla)

 পুজো মানে আনন্দ পুজো মানে ঢাকের ছন্দ
পুজো মনে আলোর খেলা আর খুশির মেলা
পুজো মানেই ঘোরাঘুরি নানা রকম খাওয়া দাওয়া
পুজো মানেই হই হুল্লোড় নতুন নতুন চাওয়া পাওয়া
 
Happy Durga Puja 
শুভ দুর্গাপূজা 2020





Durga Maa

 মন্ডপ ও প্রতিমার খুব বেশি উচ্চতা 
করা যাবে না

প্যান্ডেলে প্যান্ডেলে বিচিত্র আলোর খেলা
চারিদিকে জম জমাট রঙিন খুশির মেলা
ষষ্ঠীতে হয় উদ্বোধন খোলে ফুর্তির দুয়ার
আনন্দের বান ডাকে আর আসে খুশির জোয়ার


দুর্গাপূজার প্রস্তুতি 


মন্ডপের বাইরে থেকেই প্রতিমা 
দর্শনের সুবিধা থাকতে হবে

সপ্তমী অষ্টমী আর মহা নবমীতে
ভক্তি ভরে অঞ্জলী দিও মা জননীকে
ঢাক ঢোল আর শঙ্খ বাজবে পূজার আরাধনায়
পূজা মন্ডপ গন্ধে আকুল ফুল মালা ধুপ ধুনায়
সন্ধ্যা আরতি কালে জমে ধনুচির নৃত্য
মহা আনন্দে কাটবে দিন বাচ্চা থেকে বৃদ্ধ



        Happy Durga Puja Status Bengala 

 প্রতিটি দর্শকের মাস্ক ও হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক

মা আসছেন আমাদের কাছে একটি বছর পরে
তাই কতো রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে ঘরে
মোড়ে মোড়ে বসবে মেলা জ্বলা নেভা আলোর খেলা
সন্ধ্যায় আরতি হবে বাজবে ঢাক আর ঢোল



                  2020 Durga Puja Rules 

 বেশ পথে থার্মাল গান রাখা বাধ্যতামূলক 
জ্বর নিয়ে প্রবেশ করা যাবে না মন্ডপে
 

পুজোর কটা দিন সকলের ভালো যাক
সবাইকে জানাই গুড উইশ গুড লাক
আনন্দ হাসি গান উইথ লাভ অ্যান্ড মোর ফান
বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রাণ
 


Year of 2020 Durga Puja

একবারে 25 জনের বেশি মন্ডপে প্রবেশ করা যাবে না
 
Subho Sasthi SMS Wishes In Bengali 
 
 শরতের ওই নীল আকাশে ভাসে মেঘের তরী
মা দুর্গার রথ চড়ে আসেবে আঁধার আলো করি
আকাশে বাতাসে আজ আনন্দের পূজা
ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা”



                      2020 দুর্গাপূজার নিয়ম

শুধু রাতেই নয় দর্শকরা সারাদিন ধরেও 
ঠাকুর দেখতে যেতে পারবে
 
 আজ বাজে মনের মাঝে আগমনের গান
জগৎ জননী মাকে করি আহ্বান”
“আসছে বছর আবার হবে
গতবছর বলেছিলে
তাইতো আবার মা দিয়েছে সারা
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা


দুর্গাপূজার স্ট্যাটাস 

রাতে ঠাকুর দেখার জন্য আলোর সজ্জা 
তেমন করা যাবে না

পঞ্চমীতে মা দুর্গা এলো দশ হতে তার অস্ত্র
মাকে নিয়ে উঠলো মেতে আনন্দে সব ব্যাস্ত
সঙ্গে এলো চার সন্তান কিন্তুু ভোলা নাই
অভিমানে ভোলা বাবা গায়ে মেখেছেন ছাই
ষষ্ঠীতে বোধন পূজা হবে বেল তলায়
সপ্তমীতে দেবীর পূজা বাড়ির আঙ্গিনায়
মহাঅষ্টমীর শুভ লগ্নে হবে নাচ গান
আনন্দ করো সব খুলে মন প্রাণ


                 বাঙালির সেরা পুজো দুর্গাপূজা 


প্রতিটি দিন মন্ডপ এবং প্রতিমা 
স্যানিটাইজ করতে হবে

 মেঘ ছুট আকাশটা নীল ওই
কাশ ফুল মাটিতে থৈ থৈ
বাজে ওই ঢাকের পাগল সুর
শুনতে লাগে বেশ মধুর


 Subho Saptami Wishes SMS in bengali font
 
খানে আছে সবাই ভালো থাক
ঘাসের বুকে শিউলি ঝরে পড়ে
কাশ ফুলেরা মাকে প্রণাম করে
চারিদিকে বাজে পূজার আগমনী
শুনি দূর্গা মায়ের আসার চরণ ধনী
সকলকে আজ জানায় শুভ সপ্তমী



দুর্গাপূজা 2020 Durga Puja 

পুজোর স্টল মন্ডপের আশেপাশে 3-4 ফুট ফাকা
রাখতে হবে

আজ দূর্গা রূপে এসেছে মা ঘরে
গ্রাম থেকে শহরে সুখের অমৃত ঝরে
মহা সপ্তমী তে দেবী মহামায়া
মায়াতে মোহিত আজ সারা দুনিয়া”
পথে পথে ছড়িয়ে আছে শিউলি ফুলের আল্পনা
মেঘ বলাকার পাখায় পাখায় হাজার কবির কল্পনা
মেঘে মেঘে রোদের আলোয় খেলে সোনা রঙগুলি
আঁধার গেছে টুটে এসেছে দূর্গা পূজার দিনগুলি


*** Subho maha saptami ***


                   নিয়ম মেনে পুজোর প্রস্তুতি 

স্টল গুলোতে রেডিমেড খাবারের ক্ষেত্রে 
জোর বসে খাওয়া যাবে না
 
বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা
আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা
কেউ পরবে নতুন জামা মাথায় লাল ফিতে
আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে

 বছর ঘুরে এলো দূর্গা পূজা



এসো সবাই মিলে করি মজা
অঞ্জলী শেষে ঘুরবো সবাই
পড়বো পাঞ্জাবী শাড়ি
পিঠা পায়েস মিষ্টি সন্দেশ
খাবো সবার বাড়ি


এ বছরে দুর্গাপূজা 

প্রসাদের ক্ষেত্রে কাটা ফল নয় 
গোটা ফল দিতে হবে


Subho Maha Ashtami Wishes Bangla

অষ্টমীতে ভোগ দশমীতে সিঁদুর খেলা
তোমার সাথে আড্ডা দেবো
পুজোর বিকেল আর সন্ধ্যা বেলা


আশ্বিন মাসের দূর্গা পূজার ঢাকে পরলো কাঠি
শরৎ আকাশের আলো লেগে সোনা হলো মাটি
সবার মনোবাসনা পূর্ণ করুন মা অন্তর্যামী
শুভেচ্ছা জানাই তোমায় আজ মহা অষ্টমী

দিকে দিকে আজ দূর্গা পূজা
নতুন সাজে নতুন ভাবে
সেজেছে আজ সবে গভীর আনন্দে
কৃপাময়ী দূর্গা তোমায় প্রণাম


                         পুজোর সময় 
Subho Maha Navami Bengali Sms


 

পুষ্পাঞ্জলি সন্ধিপুজো এবং সিদুর খেলাতেও সামাজিক 
দুরত্ব বজায় রাখতে হবে
 
 সোনালী আকাশ শীতল বাতাস
পৃথিবীতে আজ সুখেরি আভাস
দুর্গা মায়ের আজ নবমী পূজা
ধরণী ভরিয়েছেন মা দশভূজা
 

পুরাণে তুমি মাগো যোগমায়া
কলিতে তুমি মহামায়া
কৈলাশে তুমি মা শিবপত্নী
ধরনীতে মা তুমি অসুর নাশিনী
চণ্ডী তুমি মাগো তুমি শিবানী
সকলে কে জানাই শুভ নবমী





ন্ডপে শিল্পী ও কর্মিদের সাস্থের দায়িত্ব 
পুজো কমিটি গুলোকেই নিতে হবে

দুর্গাপূজার সায়েরি 

দিন ফুরিয়ে যায় সময় চলে যায়
সিঁদুর খেলার শেষে মা যে চলে যায়
যে যেখানে থাকো সকলে ভালো থেকো
বিদায়ের সুরে সুরে মাকে মনে রেখো

তোমার করুণা শত ধরা বাহিনী
তোমার চরণ বিনা আর বেশি চাইনি
তুমিতো শক্তি মাগো দাও সকলের মুক্তি
থাকো মা আরও কদিন করি তোমার ভক্তি

Durga Puja 2020 Wishes Sms in Bengali


যেভাবেই আসতে চাও এসো মা দুর্গা
জীবন সংগ্রামে তুমি মাগো করো রক্ষা
ভাবি বারে বারে খুঁজি তোমায় অন্তরে
হৃদয় ওঠে ভরে শেষ হবে আগমনীর প্রতীক্ষা

দুর্গাপূজা 2020

পঞ্চমী থেকে দশমী ঢাকের তালে তালে নাচলো মন
সব কাজ ভুলে আনন্দ উত্তালে মাতবে বিশ্ব ভুবন
থাকবে মা শুধু এই কটি দিন তার পর নেবে বিদায়
বছর পরে আসবে মা ঘরে থাকতে হবে অপেক্ষায়


থাকো মা তুমি আরও কদিন ছেড়ে চলে যেওনা
আসো বছরে একবার কেনো দু তিন বার আসোনা
দশমীর সন্ধ্যে সবার মধ্যে বিশন্নতার ছবি আঁকে
জয় মা দুর্গা বলি তোমায় চাইনা মন যেতে তোমায় দিতে

আসছে বছর আবার হবে
ফিরবে মা আবার আপন ঘরে
দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে
মন তাই আজ কেমন করে
  1. বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র 
  2. Romantic Status তে ক্লিক করুন। দেখুন  
  3. বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র 
  4. Rony_Official তে ক্লিক করুন। 
  5. নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
  6. Power Motivation তে ক্লিক করুন।
এ বছরে দুর্গাপূজা এইসব নিয়ম মেনে 
হতে চলেছে 
ব্যাপার গুলো খারাপ লাগলেও কিছু করার নেই 
কারন আমাদের 
সকলের ভালোর জন্যই এসব নিয়ম কানুন মেনে চলা আবশ্যক 
যদিও বছরে কয়েকটা দিন পুজোতে আমরা অনেক আনন্দ মজা করতাম 
কিন্তু এ বছরে আমাদের সব কিছু এভাবেই মেনে নিতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top