------ Good Morning ------
উঠে গেছে সূর্য, উঠেছে আলো
আজকের দিনটা তোমার কাটুক ভালো
রাতের আধার চলে গেছে
নতুন একটা দিন পরে আছে
------ Good Morning ------
দুবলা ঘাসের ডগায় জমে থাকা
এক ফোঁটা শিশির বিন্দুর স্পর্শে
ভরে উঠুক তোমার প্রতিটি সকাল ।
*** শুভ সকাল ***
Good Morning Bengla Whatsapp Stutus
ভোরের বেলায় পাখির খেলায় সূর্য হেসে উকি দেয়
দিন ফুটিয়ে আলো করে, রাতের আধার কেরে নেয়
ভোরের বেলা সূর্য ঠাকুর আমায় বলে হায়
এমন করে আলো দিয়ে সুপ্রভাত জানায়
স্বপ্ন দেখার প্রহর শেষে
ফিরলো পরি ঘুমের দেশে
কালো মেঘের আড়াল থেকে সূর্য দিলো দেখা
তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা ।
(*** শুপ্রভাত ***)
রাত গড়ালো দিন পোহালো, আলো করে আসলো
সকাল বেলায় জাগিয়ে আমায় ভালো বসলো
সকাল বেলায় ঘুম ভাঙিয়ে রাখলো আলোর হাত
ভালোবেসে জানাই আমি তোমায় সুপ্রভাত
ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো
শিশির ভেজা ঘাসের পাতায়
তোমার হাতের আলতো ছোঁয়ায়,
ফুটলো সকাল, কাটলো রাত,
তাই মিষ্টি মুখে জানাই ‘সুপ্রভাত‘
ভোরের পাখি ডেকে ডেকে বলে আমার কানে
সকাল হলেই ঘুম ভাঙবে নতুন দিনের টানে
তোমায় আমি তুলবো এখন আমার SMS এ
ঝট ফাটিয়ে উঠে পরো সকাল হয়ে গেছে
Suvo Sokal Bengla Stutus
Good Morning Romantic Status
সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল
বন্ধু তোমাকে জানাই ‘শুভ সকাল‘
নতুন দিনে নতুন মন নতুন নতুন আসা
রাত পোহালে আসবে আবার নতুন ভালোবাসা
রাত পোহালো সকাল হলো ফোনে বাজে রিং
মিষ্টি হেসে জানাই তোমায় Good Morning
অন্ধ্রকার রাত চলে গেছে
নতুন সকাল সামনে আছে
আসলো সকাল গেলো রাত
আমি তোমায় জানাই সুপ্রভাত
সারাদিন দিনের আলো পাশে রবে
শুভ সকাল তোমায় বলতে হবে
আজকের রাত কেটে গেছে
নতুন দিনের নতুন সকাল এসে গেছে
যদি হাতে রাখো হাত
আনবো ডেকে নতুন প্রভাত
করবো শুরু নতুন করে দিন
বন্ধু তোমায় জানাই-
*** হ্যাপি গুড মর্নিং ***
রাত কাটবে দিন আসবে
সূর্য ঠাকুর তোমায় ভালোবাসবে
রাত কেটে গেছে দিন এসে গেছে
আমায় দিয়ে তোমায় Good Morning জানিয়েছে
Bengla Whats App FOR gIRLFRIND
থাকবো নাকো অন্ধকারে থাকবো নাকো একা
সূর্য ঠাকুর ঘুম ভাঙিয়ে দিলো আমায় দেখা
অন্ধকার কাটলো দিন পোহালো এবার চোখ খোলো
নতুন করে আবার একটা নতুন সকাল হলো
---------- শুভো সকাল ---------
আলো তে হয়ে যাক তোমার জীবন রঙিন
তার সাথে আমি জানাই তোমায় শুভ দিন
সামনে তোমার আছে এবার নতুন একটা দিন
ভালো থাকো সারাজীবন, ভালো হোক প্রতিদিন
----------- সুপ্রভাত -----------
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে
মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট sms এ
((( Good Morning )
ভোরের বেলা ধীরে ধীরে চলে মৃদু হওয়া
নতুন দিনে আছে অনেক নতুন কিছু পাওয়া
হওয়ার বেগে তোমায় আমি জানাই শুভ সকাল
থাকবো পাশে তোমার সাথে সকাল ও বিকাল
------------ শুভো সকাল ------------
শুভ সকাল শান্ত মন
তুমি বন্ধু আছো কেমন
রাত ফোহালো ভোর হলো
আমি বন্ধু আছি ভালো
ভালো থেকো সারা দিন
তোমাকে জানাই গুড মর্নিং ……
ভোরের পর রাত পোহালো, পাখির ডাকে ঘুম ভাঙলো
সূর্য ঠাকুর রাত কাটিয়ে ভোরের আলো নিয়ে আসলো
ফুল গাছেতে ফুল ফুটেছে ভাসসে কতো গন্ধ
আসা করি দিনটা তোমার ভালো কাটবে কটবেনা মন্দ
------------- Good Morning -------------
Top Bengla SmS gOOD morning
স্নিগ্ধ আলো রোজ সকালে
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম
তোমার হৃদয়ের মন্দিরে …।।
((( Good Morning )))
আকাশে উড়ে বেড়ায় লাল নীল পাখির ঝাঁক
সকাল বেলা সূর্য ঠাকুর দিচ্ছে তোমায় ডাক
হচ্ছে শুরু হেসে খেলে নতুন একটা দিন
সবার প্রথমে জানাই আমি তোমায়
Good Morning
নিশি যখন ভোর হবে
সুখ তারা গুলো নিভে যাবে
সামনে আসবে একটা নতুন দিন
দিন টা হোক অমলিন
শুভ হোক তোমার প্রতিদিন ।
*** শুভ সকাল ***
ভোরের বেলায় মৃদু হওয়ায় দিন টা ভালো হয়
সবুজ পাখি উড়ে এসে আমার কানে কয়
সূর্য ঠাকুর ভেসে উঠুক
সবার দিন টা ভালো কাটুক
---------- সুপ্রভাত ----------
স্নিগ্ধ সকাল নীল আকাশ
মৃদু মৃদু বইছে বাতাস
চোখ খুলছি তোমার টানে
আমায় রেখো তোমার মনে
কাটুক একটা ভালো দিন-
জানাই তোমায় গুড মর্নিং ।।
Top 30+ Good Morning Whatsapp Sayeri Sms
ভোরের বেলার মেঘলা আকাশ
বইছে হওয়া মৃদু বাতাস
বাতাসের গানে ঘুম ভাঙলো
সূর্যের আলোয় নতুন সকাল আসলো
--------- শুভো সকাল ---------
ডাকছে কোকিল গাইছে গান,
নতুন দিনের আহবান
উঠবে সূর্য দিবে আলো
দিনটা তোমার কাটুক ভালো ।
*** শুভ সকাল ***
সকাল বেলার পাখি আমাই ফুল বাগানে থাকি
ঘুম থেকে জাগিয়ে দিতে মিষ্টি সুরে ডাকি
ভালো কাটুক আজ সারাটা দিন
তোমাকে জানাই গুড মর্নিং ।
সকাল হলো নয়ন খোলো ঘুম কে বলো আড়ি
আমার এসএমএস পৌঁছে গেছে বন্ধু তোমার বাড়ি
ফুলের গন্ধে ভরে উঠুক তোমার আজ সকাল
তাইতো তোমায় জানাই মিষ্টি শুভ সকাল ।
একটা নতুন সূর্য উঠুক , সাত টা রঙের ফুল ফুটুক
ফুলের বুকে ভ্রমর যুটুক, সুখের ঝাঁপি উজাড় করে
নতুন দিন সুন্দর কাটুক ।
**** সুপ্রভাত ***
@@@@@@@
ঘুম ঘুম রাতের শেষে, সূর্য আবার উঠলো হেসে
ফুটলো আবার আলো, দিনটা সবার কাটুক ভালো
শুরু হলো নতুন দিন, জানাই এবার ( গুড মর্নিং )
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- Rony_Official তে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
ronymampi26@gmail.com