পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,
ভ্রাতার হাতে পরাবে সুতা ভগিনী
উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী।
***শুভ রাখিবন্ধন**
Happy rakhi bangla sms
এই জগতে কেউ নেই আপন মোর ভাই তুই ছাড়া,
এলো ফিরে ভাই বোনের মহান উৎসবের তিথী
তোর হাতে পরবো চির বন্ধনের রাখী।
****শুভ রাখী বন্ধন****
রাখী বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার,
রাখী বন্ধন হলো হৃদয়ের সাথে হৃদয়ের মিলনের সেতু
যে খানে মানুষের সাথে মানুষের থাকেনা কোনো হেতু।
***শুভ রাখিবন্ধন***
আজকের দিনে
বোন তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে,
যেদিন তুই ডেকেছিলি দাদা
বলে আমাকে
ভরে ছিলো মন আমার
তোর ওই মুখের ডাকে,
আজ তুই দিলি বেঁধে হতে
ভালোবাসার বন্ধন
এই বন্ধন হয়ে থাকে যেনো
সদা চিরন্তন।
****শুভ রাখী বন্ধন****
সাত রঙের এই সুতোর বাঁধন দিয়েছে শক্তি কঠিন পথে চলার
রাখীর বন্ধন দিয়েছে অভয় সত্যি কথা বলার
সেই অভয়বানী শিল্প গাঁথানী শৈল শিল্পকলার
এই বন্ধন দিয়েছে সাহস পিছন ফিরবনা আর
দুর্গম পথই হবে আমার একান্ত আপনার
***শুভ রাখিবন্ধন***
Happy Raksha Bandhan SMS Wishes
হাত ধরে নেবো পৌঁছে দেব সুখের কাছাকাছি,
তুই যে আমার অনেক প্রিয় হৃদয় আসন তলে
বিশ্ব নিখিল কোলেতে জন্ম কে তোকে ছোট বলে?
****শুভ রাখী বন্ধন***
Happy Raksha Bandhan SMS Bengali Wishes Quotes Status text
সূর্যের রথে পৌঁছে দেব তোমায় নতুন এক ভোরে
বন্ধন যে এক অক্ষয় বাণী উজ্জ্বল জয়োটীকা
রাত্রির পথে দেখানো আলোর অখণ্ড দ্বীপ শিখা
রাখিবন্ধন আনন্দের ধন সুখের স্বপ্ন মনি
সম্পর্ক দেহের অনু পরমাণু রক্তের প্রতিধ্বনি
***শুভ রাখিবন্ধন***
হৃদয় বলে তুই আমার সব চেয়ে প্রিয় আপন
বেঁধে রাখে যেনো এই দুটি মন রাখীর শুভ বন্ধনে
কখনোও যেনো ভরেনা তোর চোখ ব্যথার ক্রন্দন
****শুভ রাখী বন্ধন****
Beangla Happy Raksha Bandhan SMS
সবই তুই নিল কেরে যা ছিল জীবনে আমার
তোর এই খুশিতে আর মন কাড়া হাসিতে
ভরে যায় জীবন আমার
***শুভ রাখিবন্ধন***
ভাই বোনের সম্পর্ক চাঁদের আলোর মতো মধুর, যতই হোক ঝগড়া লড়াই সম্পর্ক থাকে অটুট। শুভ রাখি
জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল।
সর্বদা আনন্দ ঘিরে থাকুক তোর চারিদিকে। এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে।
শুভ রাখি বন্ধন...
রাখির বন্ধন নয় শুধু উপহারের বিনিময়, রাখি বন্ধন একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়।
বোন তুই দিলি বেঁধে হাতে ভালোবাসার বন্ধন এই বন্ধন যেনো থাকে সদা চিরন্তন।
রাখির বন্ধন নয় শুধু উপহারের বিনিময়, রাখি বন্ধন একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- Rony_Official তে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
ronymampi26@gmail.com