ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার প্রার্থনা

0




ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার প্রার্থনা

তোমারই শক্তিবলে সুখে দুঃখে একরকম ভক্তির কাজ করছি। হে বিশ্বনিয়ামক! তোমার নিকট মনের ভাব ব্যক্ত করে তোমারই আমোঘ আশীর্বাদ প্রার্থনা করছি। ভাব দাও এবং প্রাণের ভাব ভাষায় সরল ভাবে ব্যক্ত করার শক্তি দাও, আমি আনন্দে মনে তোমার লীলা তোমার শক্তি তোমার বিশ্ব কর্তৃত্ত্ব তোমার বিশ্বব্যাপিত্ব ভাষায় ব্যক্ত করে ভক্তি দ্বারা যেন নর নারীর মনের সংশয় দূর করতে পারি। আর ভক্তির প্রভাবে ভক্ত হয়ে নরনারী ভক্তিভাবে তোমায় ডেকে এবং তোমায় ভালবেসে যাতে ভবসাগর পার হতে পারে তার সুপথ যেন দেখাতে পারি। হে বিশ্বগুরু! দেখ যেন অভিমান পার হতে এসে লক্ষ্যভ্রষ্ট না করে। আর শক্তি দিও ভাব প্রকাশ করতে গিয়ে যেন ভ্রান্ত মতের অনুসরণ না করি। তুমি জ্ঞান দাও, বিজ্ঞান দাও, বিবেক দাও, ধৈর্য্য দাও, ধারণা দাও,  শক্তি দাও, ও  সাহস দাও

তোমার প্রদত্ত শক্তি বলে যেন সত্যের প্রভার দিবানিশি হৃদয়ে জাগরুক থাকে। আর অকপট হৃদয় নির্ভর প্রাণে, সরল ভাষায় সরলভাবে যেন পবিত্র আর্য ধর্মতত্ত্ব ব্যক্ত করতে পারি। দীনের আজ এটাই প্রার্থনা ।

জয় শ্রী কৃষ্ণ, জয় প্রভু, জয় গুরুদেব

By... Rony Sarkar


যারা আগ্রহী গীতা পাঠ করতে 

এবং যারা এখনো গীতা পাঠ করেন নি তাদেরকে বলছি  

এই পৃথিবীতে যে আপনাকে পাঠিয়েছে তাকে জানুন 

তার শরণাগত হও পৃথিবীর সুখ আনন্দ পেয়ে তাকে ভুলে যেওনা  

তিনি ছাড়া আপনি কিছু ই না 

তাকে বুঝতে হলে জানতে হলে আপনাকে অবশ্যই গীতা পাঠ করতে হবে

গীতা পাঠ করতে এখানে ক্লিক করুন আর সাথে থাকুন পড়তে থাকুন সমস্ত অধ্যায় এক এক করে দেওয়া হবে 👉 গীতা পাঠ অধ্যয়ন নম্বর এক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top