সত্যি থাকতে চাই শত জম্মের প্রার্থনায়.!

0


 সত্যি থাকতে চাই শত জম্মের প্রার্থনায়.!

প্রার্থনা করি কখনো যেন আমাদের বিচ্ছেদ না হয়.!

সস্পর্কটা যেন আজীবন টিকে রয়.!

- প্রার্থনা করি কখনো যেন আমাদের রাগা রাগী অভিমানে চাপে সম্পর্কটা যেন অতীত না হয়.!

- প্রার্থনা করি ভালোবাসা থাকুক শত ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে যত প্রতি কূল পরিস্থিতি আসুক না

প্রার্থনা করি চাওয়া পাওয়া গুলো হক পবিত্র আর.!

- সম্মানের যেখানে বিদ‍্যমান থাকবে অজস্র ভালোবাসা.!

প্রার্থনা করি ভালোবাসা দিয়ে যেন

শেষ নিঃশ্বাস অব্দি আগলে রাখতে পারি.!

- পরম যত্নে ভালোবাসা আর সম্মানের সাথে.!

প্রার্থনা করি পর কালেও যেন দুজন এক সাথে.!

- থাকতে পারি সত্যি থাকতে চাই

শত জম্মের প্রার্থনায়.!

আচ্ছা! আমাদের ভালোবাসার মানুষটার মাঝে আমরা কি খালি পারফেকশনই খুঁজে বেড়াই? নাকি ভালোবাসার মানুষটার কাছ থেকে একটু সময়, ভালোবাসা, যত্ন পেতে চাই? আমরা যারা শুধু মাত্র পারফেকশন খুঁজে বেড়াই, তারা একসময় একদম পারফেক্ট মানুষ খুঁজে পাই, কিন্তু ভালোবাসা আর পাইনা! ভালোবাসলে সবকিছু সুন্দর, সবটা পারফেক্ট। একটা মানুষের ভালো দিকগুলোকে শুধু ভালোবাসবো, খারাপ দিকগুলোকে বাসবো না তা তো হলো না!

যে যা চায়, একটা সময় সে ঠিক তাই পায়!

মেয়েরা এমন একটা মানুষকে চায় যে তার ভাগ্য হয়ে আসবে। যে ঝগড়া করবে রাগারাগি করবে অভিমান করে অন্যপাশে বসে থাকবে তবুও দিন শেষে তার-ই থাকবে।

শক্ত করে হাতটা ধরে অভিমানের পাহাড় ডিঙিয়ে সব সুখ না হোক ভালো থাকার কারণ হবে সেই মানুষটা।

সত্যিকার অর্থে সব মেয়েরা বিলাসবহুল জীবন হাজার হাজার অর্থবিত্তের মালিককে চায় না। মেয়েরা চায় কেউ একজন থাকুক যাকে কিছু না বললেও সে মুখ দেখে সবটা বুঝে নিতে জানে।

ব্যস্ততার অজুহাত না দেখিয়ে কোনো এক ফাঁকে একটু সময় দিতে।

কেউ একজন থাকুক যাকে সবকিছু অনায়াসে বলা যেতে পারে।

এমন একজন মানুষ আসুক যে রুপে ভুলবে না মায়া দিয়ে জড়িয়ে রাখবে।

একটা মেয়ের মন থেকে চাওয়া থাকে এগুলো ই।

বিশ্বাসের ছায়া হয়ে একে অপরের পাশাপাশি চলতে। আসুক না যত ঝড় ঝাপটা ক্ষতি নেই যদি পাশে থাকা মানুষটার বুকে নিশ্চিন্তে মাথা রাখা যায় পরম নির্ভরতায়..!

কারণ জীবনে বেশির ভাগ মানুষ হারিয়ে যাওয়ার জন্য ই আসে আর পাশে থাকার জন্য আসে ভাগ্য হয়ে আসা মানুষ।

মেয়েরা সেই মানুষটিকে ই চায়..

ভাগ্য হয়ে আসা মানুষ ' ছেড়ে যাওয়া '

নামক শব্দের সাথে অপরিচিত।

সে মায়ায় বেঁধে পাশে থাকতে জানে।

যারা ছেড়ে যায় তারা কখনো আপন ছিল ই না। তারা দুরের ছিল তাই দূরে চলে গেছে।

আর আপন মানুষ তো আপনাতে ই আগলে রাখে ভালোবেসে প্রেম দিয়ে নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top