💞মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমায় জান বলে ডাকতে...!! খুব ইচ্ছে হয় তোমায় জড়িয়ে ধরে বলি কেন তুমি আমাকে কষ্ট দাও খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে কাঁদতে😪...! তোমায় অনেক ভালবাসি যদি কষ্ট ই দিবে তবে কেন মিথ্যে স্বপ্ন দেখাও আমায়.🤦🏻♂কেন প্রতি রাতে তোমায় ভেবে আমায় কাঁদতে হবে😪...! আমার অপরাধ কি ছিল তোমায় সত্যিই অনেক ভালবাসি এটাই কি আমার অপরাধ.? কি এমন ভুল করেছি
আমি ?
💞যে ভুলে আজ ও কাঁদিয়েছো আমায় ।
আমি বার বার ভুলতে চেয়ে, ভুলতে পারিনি তোমায় 💞। যে আঘাত তুমি দিয়েছো আমায়, সেই আঘাতে আজ আমি খুব অসহায়🚶 ।
তুমি ছাড়া আমার মনের আঁকাশ নীরবে কেঁদে যায়,
জানি না কেনো😪 তুমি নিঃস্ব করে দিলে আমায়। যতো কষ্ট দাও তুমিআমায়, তবুও আমি থাকবো তোমারি অপেক্ষায়
*I miss you *♡♡*
*♡রনি♡*
*♡♡*
ronymampi26@gmail.com