অভিমানী প্রিযা R.M_Story

0
🙎আমার জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি👩 আমাকে ছেড়ে চলে 😂গেছো ভুলে গেছো,
কখনো মনে করোনা আমায় 💁আর সবচেয়ে বড় মিথ্যে টুকু হলো,,
আমি তোমাকে ভুলে গেছি🙏 ভুলে গিয়ে সুখে আছি “
তুমি কখনও হয়ত আমার ভালবাসা 💞বুঝতে পারবে না,
হয়ত বুঝতেই চাওনা,👈অথবা যেদিন বুঝতে চাইবে সে দিন আমায় আর খুজে পাবেনা😍
আমি চলে গেলে কেউ খুঁজবেনা, কারো ভাঙ্গবেনা বুক🙅 আমি ব্যাথা পেলে কেউ কাঁদবেনা, কেউ মুছে দিবেনা চোখ💜আমি একা একা কেঁদে কেঁদে সব ছেড়ে যাবো চলে,
কারো ডাকে আমি আর ফিরবনা ।😭দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে জানবেনা কেউ কোন দিন আমার স্বপ্ন গুলো হয়ে গেলো এলোমেলো😭
জীবনটা বর্ণ বিহীন😭আমি চাই তুমি সব সময় সুখে থাকো কষ্ট যেন তোমাকে স্পর্শ না করে ! আমি জানি, না পাওয়ার বেদনা কি !!!
সেটা আমি অনুভব করতে পারি...😂একাকিত্বের যন্ত্রনা ! . আমি জানি অশ্রু ভেজা নয়নে কিভাবে হাসতে হয়। আমি কষ্টকে আপন করে নিয়েছি। তুমি পারবে না সহ্য করতে আমার মত করে ! তাই তুমিই সুখে থেকো অভিমানি প্রিযা তোমার কষ্টগুলো আমাকে দিয়ে... ভালো থেকো ...😭

R.M_Story

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top