সকলকেই জানাই কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা

0
⚘ নতুন পোস্ট📲

সকলকেই জানাই কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা
“দীপাবলি” মানে, দীপের আলোয় জগতের অন্ধকার দূর,
“দীপাবলি” মানে, শ্যামা বন্দনায় বেজে ওঠে রামপ্রসাদী সুর।
“দীপাবলি” মানে, পটকায় ,আলেকবাজিতে সন্ধ্যায় মেতে থাকা,
“দীপাবলি” মানে, বছরে একবার ভাগ্য পরীক্ষা করে দেখা।
“দীপাবলি” মানে ,আলোকিত গৃহে মা লক্ষী আহ্বান,
“দীপাবলি” মানে, সাধ্যমতো আত্মীয়দের উপহার দান।
“দীপাবলি” মানে,তারারা নেমেছে পৃথিবীর অনেক কাছে,
‘দীপাবলি” মানে,এই পৃথিবীতে ভালোবাসা এখনও আছে।
“দীপাবলি” মানে,সকল কলঙ্ক দূর হোক আলোর ছটায়,
“দীপাবলি” মানে,জাত, ধর্ম ভুলে আলোর উৎসবে মেতে উঠি সবাই।
“দীপাবলি” মানে, অন্ধকার ,ব্যর্থতার নেই কোনো স্থান,
“দীপাবলি” মানে, শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ হোক সারা বিশ্বের মানুষ ,
এই বার্তা দান।
কেনাকাটা করুন Sweta Fashion থেকে এখানে আপনি নিত্য প্রয়োজনীয় সবকিছু ই পাবেন সুলভ মূল্যে সাথে থাকছে দীপাবলি বাম্পার অফার তাড়াতাড়ি করুন 
এখুনি কেনাকাটা করতে এখানে ক্লিক করুন হাজার হাজার সামগ্রী থেকে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী  দেখুন পছন্দ করুন তারপর কিনুন 


👇সব চেয়ে সেরা বাছাই করা পোস্ট গুলি এখানে দেখুন 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top