জীবনের গতির কথা ভাবলে
পা দুটোর গতিও থেমে রয় ।
নিঃসঙ্গ এই পথে তখন
আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয় ।
কষ্ট আমার বুকের পাঁজর, বুকে চেপে রাখি
অসহায় মন নিয়ে সবার মাঝে হাসি ।
সুখ আমার চোখের কাঁটা থাকে সে দূরে
তাইতো আমি একা একা নিরবে যাই কেঁদে ।
ফেলে আসা এক নদীর ধারে
খুজে বেড়াই আমি তারে ।
দেয়না দেখা আমায় কভু
তার খেয়াল রেখো তুমি প্রভু ।
তুমি যেখানেই থাকো যত দিন
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘর
যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।
কারন জানি পাশে থাকার মত কেউ নেই ।
মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি,
পাশে গিয়ে দেখি সবাই আমার কল্পনা ।
যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে । সারাদিন
কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে
যেন কোন ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে
কষ্ট গুলো বের না হলেও চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু ।
নিথর হয়ে যায় । একা থাকতে ভালোবাসে ।
কারন তখন তার সমস্যাকে কেউ নিজের মত
করে দেখে না , বা মূল্যায়ন করে না । তাই মন
খারাফের বেলায় একাকীত্ব হয় মানুষের সঙ্গী ।
শত কারন দেখাবে । তুমি বুকে
হাত দিয়ে জীবনকে হাজারো কারন
দেখিয়ে দাও, জয়ী হওয়ার ।
বুজায় না, এটা মাঝে মাঝে এটাও
বুঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন ।
তোমার এক ফোটা অশ্রুর কারন হবো আমি, তবে
সত্যি বলছি, কখোনো আসতাম না তোমার জীবনে,
শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায় ।
akashe likhlam, akash meghe dheke gelo……..
kintu jokhoni hridoye likhlam, thik tokhonei tumi amay vule gele…
keno amar jibonta niye khela korle e rokom ?
1. mone manush
2. manusher mon.
sotti e aj du chokher jol diye seta bissas korte hocche.
moni jodi mulloban hoy, bishakto saper mathay keno ?
valobasha jodi sorgo hoy, tahole eto kosto keno ?
keu sarther jonno kichu somoy apon hoy, sartho puriye gelo keu karo noy.
ochena ekti manush tobe keno dekhchi ?
ochena kichu abeg niye keno eto sopno dekhi ?
sob jodi ochena hoy, tobe keno eto vabchi ?
jar karone nisso holam, seito ache besh sukhe.
ar amar kotha to vulei geche.
abar keu pare na. keu sei kostoke dure fele, jibontake upovog korte pare.
abar keuba sei kostoke akre dhore tile tile jibontake dhongso kore.
kintu somoyer kache porajito, bastobotar kache obohelito.
ronymampi26@gmail.com