ভালোবাসা সারাজীবন টিকিয়ে রাখবেন যেভাবে

0
⚘ নতুন পোস্ট📲 …

 ------------------------------------------------------ ভালোবাসার মানুষের সাথে আপনার মতপার্থক্য হবে, বুঝবেন এটাই স্বাভাবিক। দু'জন মানুষের মাঝে খুব বেশি মিল থাকা সম্ভব হয় না কখনো। একই প্রাণ, একই আত্মা -- এইসব কেবলই গল্প-উপন্যাস -মুভির বিষয়। বাস্তব জীবনে আপনাদের অতীত আলাদা, আপনাদের চিন্তার ধরণ আলাদা, আপনাদের শৈশব-কৈশোর আলাদা। এই ভিন্নতার পরেও দু'জনে দু'জনার খুব কাছের মানুষ কেননা আপনারা দু'জনে একসাথে হয়েছিলেন দুইজনের সত্ত্বা হারিয়ে এক হয়ে মিশে যেতে নয়, বরং দু'জন পাশাপাশি একটি অভিন্ন লক্ষ্যে যাত্রা করতে। আর জান্নাতে যাওয়ার সেই প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত আপনি ছেড়ে দিবেন না নিজের স্বার্থেই, তাইনা? স্বামী-স্ত্রী দু'জনের কিছু ভিন্নতা কিন্তু প্রত্যেকের জীবনে ভারসাম্য তৈরি করে দেয়। মনোমালিন্য হলে সেই দুরত্বটুকুকে জোড়া লাগাতে উদ্যোগ নিয়ে ফেলুন। নিজে থেকে সমস্যা সমাধান করতে প্রথমে এগিয়ে আসলে যদি তখন মনের মাঝে জেগে ওঠা পরাজিত হবার টনটনে অনুভূতি, অহং বা দেমাগকে এই সুন্দরতম সম্পর্কতে হিসেবে নিয়ে আসেন তবে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই সম্পর্কটার গোটাটাই আপনার --জীবনসঙ্গীর ভালো থাকা আসলে আপনারই ভালো থাকা। তাই দু'জনের ভিন্নতাটুকুকে গ্রহণ করে নিন এবং অপরজনকে স্বস্তি দিতে একটু যদি স্যাক্রিফাইস করতেই হয়, তবে করে ফেলুন। দেখবেন এটুকুর কারণে আপনি যেই আনন্দ আর শান্তি উপভোগ করবেন তা আপনার ওটুকু কষ্টকে ভুলিয়ে আপনাকে অদ্ভুত সুন্দর অনুভূতি দিবে। সুন্দর দাম্পত্য জীবনটা রেডিমেড পাওয়া যায় না, তাকে তিলে তিলে গড়ে নিতে হয়। গড়ে ওঠা সেই শান্তির বাড়ির কারিগর কিন্তু মূলত আপনিই! জ্বি, আপনি এবং আপনারা দু'জন... একবার এক দম্পতিকে জিজ্ঞাসা করা হলো তারা কীভাবে একসাথে ৬০ বছর কাটিয়েছিলেন। তারা উত্তর দিয়েছিলেন, আমরা যে সময়টাতে জন্মেছিলাম তখন কোন কিছুতে সমস্যা দেখা দিলে তার মেরামত করে সারিয়ে নিতাম, ছুঁড়ে ফেলে দিতাম না। মনে রাখবেন আপনার একটা সামান্য ভুল আপনার ও আপনার সঙ্গিনীর ও আপনাদের উভয়ের পরিবারের স্বপ্ন ও সুখকে ভেঙ্গে চুরমাচুর করে দিতে পারে .. আপনি হয়তো রাগের বা আবেগের বশীভূত হয়ে ভুলটা করেছেন কিন্তু যার সাথে করেছেন তার হয়তো আপনার রাগের পরিস্থিতি বুঝার ক্ষমতা নাও থাকতে পারে.... সো যখনি মাথা গরম হয়ে যাবে তখন স্রেফ একবার চোখ বন্ধ করে চিন্তা করুন " তার অবস্থানে আপনি থাকলে আপনি কি করতেন ... কারো দোষ ত্রুটি ধরার আগে তার পারিপার্শ্বিক পরিস্থিতি চিন্তা করুন ... " ভুলের জন্য বকা-ঝকা বা গালিগালাজ করলে সে কখনো নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় না কারন সে ভাবে তার ভুলের সাজা পেয়ে গেছে অনুতপ্ত হয়ে লাভ কি ... !!! আর আপনি যদি তার ভুল ধরিয়ে দিয়ে তাকে কিছু না বলেন তাহলে সে ভুলের জন্য অনুশোচনা করবে ... আর অনুশোচনা চেয়ে কঠিন কোন শাস্তি এই পৃথিবীতে নাই ... তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিন ... নিজের ভুল উপলব্দি করতে দিন ... এতে আপনি তার কাছে বড় ও মহান হয়ে থাকবেন ... ...আর সেও নিজের ভুল বুঝতে পেরে একই ভুল দ্বিতীয় বার আর করবে না ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top