হ্যাঁ জানি আমি খারাপ ছেলে দোষ না করেও। অধিকাংশ সময় আমিই দোষি
হ্যাঁ আমি খারাপ ছেলে
সবাইকে বিশ্বাস করে বার বার ঠকি
হ্যাঁ আমি খারাপ ছেলে । সবার প্রোয়জন কারও প্রিয়জন না
আমি মন খারাপের সময় গুলো হাসির আরালে লুকিয়ে রাখার ক্ষমতা রাখি
কারও উপরে বেশি রাগ করে থাকতে পারি না
হাজার চেষ্টা করেও সার্থপর হয়ে থাকতে পারি না
কাউকে নিয়ে সমালোচনা করতে পারি না
হ্যাঁ আমি খারাপ ছেলে
অন্যদের মতো নিজের গুনগান গেয়ে বেড়াতে পারিনা
যে সবসময় সবার ভালো চায়
নিজের চাইতে বেশি পরিবারকে ভালোবাসি
সবাইকে সবসময় হাসি খুশি রাখতে চাই
কোনো দিন কারো ক্ষতি হোক এমন কিছু চাইনি
কষ্ট হলেও কাউকে মুখ ফুটিয়ে বলতে পারি না
যে কিনা সবাইকে ভালোবাসতে জানে
হ্যাঁ আমি খারাপ ছেলে
কারন আমি সোজা পথে না । সবসময় বাকা পথেই চলি
হ্যাঁ আমি সত্যিই খারাপ ছেলে
ronymampi26@gmail.com