মাকে নিয়ে লিখছি আজ কিছু কবিতা

0
⚘ নতুন পোস্ট📲

3) কষ্ট বুকে চেপে একলা থাকি,, কান্নার নোনাজল অধরে মাখি,, লাভ কি বৃথা মনে কষ্ট চেপে,, আয় না ফিরে তুই আমারি বুকে..!!

4) প্রথম স্পর্শ "মা"প্রথম পাওয়া "মা"প্রথম শব্দ "মা"প্রথম দেখা "মা"আমার জান্নাত তুমি "মা"

5) আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান

6) পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?মা-বাবার আদরসব চেয়ে কষ্ট কি জান?মা-বাবার চোখের জল.সব চেয়ে অমুল্য রতন কি জান?মা-বাবার ভালোবাসা।।।

7) "মা" দিয়ে মাসজিদ।"মা" দিয়ে মাদ্রাসা।"মা" দিয়ে মাদিনা।"মা" দিয়ে মাক্কা।সো "মা" কে কেউ কষ্ট দিয় না।

8) ভালোবাস তাকে...যার কারনে পৃথিবী দেখেছো....।।ভালোবাস তাকে...।।যে তোমাকে ১০মাস ১০দিনগর্ভে রেখেছে....।।ভালোবাস তাকে...যার পা এর নিচেতোমার জান্নাত আছে.....।।তিনি হলেন.....মা....

9) যারা প্রেমের জন্য নিজেরজীবন দিতে প্রস্তুত,তাদেরকে বলছি..পারলে একটু মন থেকেবলুন "মা" এর জন্যজীবন দিতে পারি "মা" ইতো আপনের আপন...

10) মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে কষ্ট দিওনা।



11) "মা মাগো মা_আমি এলাম তোমার কোলে,তোমার ছায়ায় তোমারমায়ায়#মানুষ হব বলে।""হয়ত তোমারি জন্যহয়েছি প্রেমে যে বন্যজানি তুমি অনন্যআশার হাত বাড়ালে"

12) মা তোমায় ভালোবাসিকোথায় যেনো একটা টানে তোমার কাছে আসিমা তোমায় ভালোবাসিতোমার জন্য মাগো আমারআলোর ভুবন দেখাতোমার হাতেই আমার নিয়তআমার ভাগ্য লেখাতোমায় ছেড়ে আমি মাগোনা যেনো যাই দূরেতোমার গায়ে গন্ধ যেনোআমার গায়ে বাজে সুরে সুরেমাগো তোমায় ভালোবাসি

13) বটের ডালে কুকিল বসে গাইছে কূহু গান, মাটির টানে মায়ের টানে কান্দে আমার প্রান | আছি আমি অনেক দুরে, পাইনা মায়ের দেখা| লক্ষ মানুষের ভিরেও যেন আমি শুধু একা| ঘুমের মধ্যে স্বপনে দেখি, মায়ের সুন্দর মুখ | ঘুম ভাংলে চেয়ে দেখলে কেঁদে ওঠে বুক | মায়ের দেয়া শিতল ছায়া পাইনা খুজে আর| মায়ের জন্য মন কাঁদলেও পাইনা দেখা তার| মাকে আমি ভালবাসি সবার চেয়ে বেশি, মা থাকলে দুঃখের সমায় ফুটে মুখে হাসি|

14) মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়"অন্যের ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা.I LOVE YOU "মা"

15) যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

16) মা,আমি জানি তুমি আমার লিখা এই অভিমান পত্রটা কখনই পড়তে পারবে না। কিন্তু অনেকটা নিরুপায় হয়ে আজ তোমার কাছে লিখছি। জানো মা এখন আর কেউ আমাকে বকা দেয় না, রাতে দেরি করে বাসায় ফিরলেও কেউ আমাকে কিছু বলে না। এখন আর কেউ আমার জন্য রাতে খাবার নিয়ে বসে থাকে না…কেউ অভিমান করে বলে না “এখন বুঝি তোর বাসায় ফিরার সময় হল খোকা, আমি কতক্ষন ধরে তোর জন্য অপেক্ষা করছি, তুই কবে বড় হবি বলতো?” জান মা তুমি চলে যাওয়ার পর এখন আর
কেউ আমাকে আগের মত ভালও বাসে না…বাবাটাও না কেমন জানি বদলে গেছে…আমার দিকে একবার ফিরেও তাকায় না।আমি জানি তুমি এখন নিশ্চয়ই মনে মনে বলছো “খোকা এখন তুমি বড় হয়েছো, এই জন্য তোমাকে এখন আর কেউ বকা দেয় না ”। তাই যদি সত্যি হয় মা ,তাহলে আমি বড় হতে চাই না …আমার আবার তোমার বকা শুনতে ইচ্ছা করে মা।আর লিখতে পারছি না মা আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে…এখন তো আর তুমি নেই পরে আবার আমার চোখ মুছে দেবে কে বলো? তুমি পারলে একবার আমার সপ্নে এসো মা ,তোমাকে না ভীষন দেখতে ইচ্ছা হয়…ইতিতোমার আদরের খোকা

17) ==== মা====মা "মমতার মহল"মা "পিপাসার জল"মা "ভালবাসার সিন্ধু"মা "উত্তম বন্ধু"মা "ব্যাথার ঔষুধ"মা "কষ্টের মাঝে সুখ"মা "চাঁদের ঝিলিক"মা "স্বর্গের মালিক"

18) শুধু বদলে যাননি আমার মা !অনেক কিছুই বদলে গেছে। আগের মত সবাই আর একসাথে বসে নাস্তা করা হয় না। রাতের বেলা বাসায় ফিরলে সবার মুখগুলো একসাথে দেখা হয় না। সময় জটিলতার কারনে বাবা র সাথে দেখাও হয় দু একদিন পর। কিন্তু আমার মা জননি বদলে যাননি। এখনো বৃষ্টির দিনে মা আমার পছন্দের খাবার খিচুড়ি রান্না করেন। আজ ও তাই। খুব একটা অবাক হইনি। কিন্তু একটা বেপার মারাত্মক ভাল্লাগসে। আমার মৃত দাদা র বয়সী এক ভিক্কুক বাসায় ভিক্ষার জন্যে আসলে আম্মা তাকে ভিতরে ডেকে খাওয়ালেন সেই খিচুড়ি।আহা ! আমার মা বদলে যাননি !!!

19) দুনিয়ার সব কিছুই বদলাতেপারে,কিন্তু মায়ের ভালবাসাকখনো বদলাবার নয়...!!♥

20) পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাইকে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবনথাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।

21) মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top