লাঙ্গলে ফলা জুড়ে ,
ধরণীর বুক চিঁড়ে ,
সোনার ফসল ফলায় যারা ।
ঝরা-ক্ষরা উপেক্ষা করে ,
নিজে থেকে অনাহারে ,
জাতির খাদ্য যোগায় তারা ।।
হয়ে চির অবহেলিত ,
সদা হয়ে উপেক্ষিত ,
তবুও মনোবলে অটুট পাষান ।
সতত যারা নিঃগৃহীত ,
হেয় গন্যে পতিত ,
ঘৃনাভরে বলি তাদের কৃষান ।।
সমাজ বদলাবে কবে ,
যোগ্যের সম্মান দেবে ,
সমাজে কৃষক হবে মহান ।
সেদিন আসবে কবে ,
গর্ব করে যবে ,
বলবে আমি কৃষকের সন্তান ।।
জাতির শক্তি তারা ,
খাদ্য ফলায় যারা ,
তবুও সমাজে তারা অছুত ।
জাগবে বিবেক কবে ,
কৃষক সম্মানীত হবে ,
দুর হবে সমাজের ভুত ।।
মিথ্যা অহমিকা ভুলে ,
কৃষানের সম্মান দিলে ,
ভুলবে কৃষান গ্লানীর রেশ ।
তবেই উন্নতি হবে ,
জাতি প্রগতি পাবে ,
স্বনির্ভর হয়ে উঠবে দেশ ।।
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
ronymampi26@gmail.com