তার আগে কিছু কথা এখন পর্যন্ত প্রায় 12000+ নাম বানিয়ে দেওয়া হয়েছে যারা নতুন তারা অনুগ্রহ করে নিজের নাম গুলো একবার আমাদের প্রোফাইল দেখে নেবেন আর সত্যিই যদি না থাকে তবে আমাদের এই Rony_Official এর লেখা নামের প্রোফাইল ফটোকপি যেখানে দেখতে পাবেন সেখানেই Comment করে নিজেদের নাম গুলো লিখবেন আমরা খুব তারা তারি বানিয়ে দেবো
মনে রাখবেন আমাদের যে কোনো Social media তে কেবল Rony_Official নামেই Profile আছে
ফটোকপি গুলো ডাউনলোড করতে আপনার নামের ফটোকপিতে আলতো করে চেপে রাখুন তারপর একটি পপ আপ উইন্ডো আসবে সেখান থেকে ডাউনলোড অপসন টি বেছে নিন খুব সহজেই ডাউনলোড করুন আপনার নামের প্রোফাইল ফটোকপি
Album পার্ট 12 নতুন কিছু নামের লিস্ট আবারও দেওয়া হলো নতুন ডিজাইনে
Album পার্ট 11 নতুন কিছু নামের লিস্ট আবারও দেওয়া হলো নতুন ডিজাইনে
Album পার্ট 10 নতুন কিছু নামের লিস্ট আবারও দেওয়া হলো নতুন ডিজাইনে
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কি জানি হায় কোন আগুনে,
মরিবো আমি এই ফাগুনে |
বন্ধু মনে রাগ।
বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ।
বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল।
বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।
তুমি ছাড়া বল থাকি কি করে।
মনে আমার জন্মানো তোমার ভালবাসা।
তুমি যে আমার প্রথম ও শেষ
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হলো একটা মায়াবী পাখি,
বন্ধু নাকি সুখ দুখের সাথী।


















































































































































































































ronymampi26@gmail.com