বৃষ্টি ভেজা এই দুপুরে, পথের কিনারায়,
দাঁড়িয়ে আছি একা আমি, তোমার অপেক্ষায় ৷
তুমি আসবে পরীর রূপে, স্পর্ষ করবে হাতে,
তোমার সাথে হারিয়ে যাবো; বহুদূর অজানাতে ৷
নগরের সমস্ত পথ, হবে আজ আমাদের,
যেখানে ইচ্ছে ঘুড়ব! (আজ) বাঁধা কিসের?
তোমার মনের যত কথা বলবে আমার সাথে,
ইচ্ছের ডানা মেলে আজ, সুনব কান পেতে ৷
আজ কোন ভয় নয়,-নয় লাজুকতা,
এ দিনটি হবে তোমার-আমার শত সৃতি গাঁথা ৷
পথের মাঝে তুমি-আমি হাত দুটি ধরে,
তোমার দিকে চেয়ে থাকব; আমার মত করে ৷
(হয়ত) তুমি লজ্জা পাবে, মানুষগুলো দেখে,
একটু মুস্কি হাসি দিয়ে, লুকাবে নিজেকে ৷
আমি শুধু চেয়ে দেখব, তোমার কাঁপা ঠোট,
—হটাৎ আকাশের বিজলি; চমকাবে বিকট ৷
বৃষ্টির সাথে সারা দেহে; সৌন্দর্য ঝলমল!
এখন আর পরে না পলক, আনন্দে উচ্ছ্বল ৷
হটাৎ তোমার স্পর্ষে চমকে উঠব (ভেবো!)
তোমার মিষ্টি হাসি দেখে, বুকে জড়িয়ে নেবো ৷
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- l Rony_Officiaতে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন।
- পেয়ে যান ভালোবাসার কবিতা সহ ভিডিও স্ট্যাটাস
- Love Story তে ক্লিক করুন।
ronymampi26@gmail.com