একদিন ঠিকই আমার ভালোবাসার মুল্য বুঝতে পারবে
গিরগিটি রং বদলায় জীবন রক্ষার্থে
আর মানুষ তার রং বদলায় নিজের স্বার্থে ।
কখনো ভাবিনি অন্যের মতো তোমার স্বার্থের জন্য তুমিও রং বদলাবে।
ভালো দুজনেই বেসেছিলাম
তুমি টাকাকে আর আমি তোমাকে ।
হ্যাঁ আমি জানি আমি ইচ্ছে করলে তোমার সব স্বপ্নকে পুরন করতে পারবো না ।
কিন্তু তুমি এইটা মনে রেখো আমার থেকে
তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না ।
আজ তুমি টাকার জন্য যেই ভালোবাসাকে দুরে ঠেলে দিচ্ছো।
একদিন দেখবে তুমি হাজার কোটি টাকা নিয়ে সেই ভালোবাসাকে মরিয়া হয়ে খুঁজে বেরাচ্ছো ।
কিন্তু তখন আর কোনো লাভ হবে না।
কারন মানুষ টাকা দিয়ে সব কিনতে পারে শুধু ভালোবাসা ছারা ।
হয়তো তোমার টাকা,পয়সা ,ধন,দৌলত কোনো কিছুর অভাব থাকবে না ।
শুধু অভাব থাকবে এক বিন্দু খাঁটি সত্যি কারে ভালোবাসার ।
শোনো... শুধু মাত্র টাকা হলেই মানুষ জীবনে সুখী হতে পারে না ভালোবাসার ও প্রয়োজন হয়।
একদিন তুমি আমাকে খুঁজবে যেদিন সত্যিকারে ভালোবাসার মুল্য তুমি বুঝবে।
এখন হয়তো আমার কাছে টাকা নেই।
একদিন হয়তো আমার কাছেও অনেক টাকা থাকবে।
শুধু থাকবে না
টাকার জন্য ছেরে যাওয়া তুমি নামক মানুষ টা।
আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না ভালো থেকো হৃদয় হিনা
সার্থপর লোভি ধোঁকাবাজ বেইমানি।
তুমি ততোটা ভালো থেকো যতোটা তুমি টাকার লোভে ভালো থাকতে চেয়েছিলে
- বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র
- Romantic Status তে ক্লিক করুন। দেখুন
- বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র
- Rony_Official তে ক্লিক করুন।
- নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
- Power Motivation তে ক্লিক করুন
ronymampi26@gmail.com